কলকাতা, 27 অক্টোবর: করোনা বাঙালি জীবনের অনেক রীতিনীতি বদলে দিয়েছিল । গত দুই বছর করোনার জন্য অনেকেই আস্থা রেখেছিলেন ভার্চুয়াল ফোঁটায় । এ বার অবশ্য সে সবের বালাই নেই । তাই নিয়ম মেনে এ বছর দাদা বা ভাইয়ের (Bhai Phota 2022) কপালে ফোঁটা দেওয়া চলছে । আর এই রীতি থেকে বাদ পড়েননি কালীঘাটের বাসিন্দা মন্ত্রীমশাইও (Sovandeb-Firhad Take Bhai Phota)। আজ রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) বাড়িতে ঘটা করে পালিত হল ভাইফোঁটা । বোনেদের থেকে ফোঁটা নিলেন অপর মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)৷
বোনেদের হাত থেকে এ দিন সক্কাল-সক্কাল ভাইফোঁটা নিলেন শোভনদেব চট্টোপাধ্যায় । তিন প্রজন্ম একসঙ্গে বসে এই অনুষ্ঠান পালিত হল । সামনে জিভে জল আনা রকমারি মিষ্টিতে সাজানো খাবারের ডিশ । কাঁসার থালায় চন্দনের বাটি, ধান-দুব্বো । পাশে জ্বলছে ঘিয়ের প্রদীপ । সব মিলে ব্যাপারই আলাদা । শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন, এখানেই শেষ নয়, দুপুরে ছোট বোন ক্ষমা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও রয়েছে আয়োজন । আর মেনুতে অবশ্যই থাকছে মন্ত্রীর পছন্দের কষা মাংস আর মিষ্টি ।
শুধু শোভনদেব চট্টোপাধ্যায় নয়, এ দিন বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার জন্য নীল পাঞ্জাবিতে একেবারে তৈরি হয়ে উপস্থিত হন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। প্রত্যেক বছরই এই ভাইফোঁটার দিনটিকে বেশ উপভোগ করেন ফিরহাদ । তাঁর কথায়, ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে শুধু তাঁর বোনেরা তাঁর দীর্ঘ জীবনের কামনা করছেন এমনটা নয়, এটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ।
আরও পড়ুন: মালদায় যৌনকর্মীদের সঙ্গে ভাইফোঁটার উৎসবে সামিল ‘ভাইয়েরা’
এ দিন ফিরহাদ হাকিম জানান, দলের মহিলা তৃণমূল কর্মী সমর্থক বোনেদের কাছ থেকে ফোঁটা নেওয়ার পরে তিনি সোজা চলে যাবেন কালীঘাটে । সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ফোঁটা নেওয়ার আমন্ত্রণ রয়েছে তাঁর । দুপুরের ভুরিভোজ তিনি সারবেন মমতা দিদির বাড়িতেই ।