ETV Bharat / state

দিলীপের মন্তব্যের জের ? দিল্লির বৈঠকে যাচ্ছেন না শোভন - dilip ghosh attack sovan Chatterjee

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গত বছর দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে তাদের যোগদান সুখকর হয়নি। স্বল্প দিনের মধ্যেই দূরত্ব তৈরি হয়েছে BJP নেতৃত্বের সঙ্গে । 27 জুলাই দিল্লীর বৈঠকে যোগ দেওয়া নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল শোভনের ঘনিষ্ঠ মহলে ৷ আবার যেন তৈরি হল নতুন করে দূরত্ব ।

শোভন চট্টোপাধ্যায়
শোভন চট্টোপাধ্যায়
author img

By

Published : Jul 25, 2020, 3:20 AM IST

কলকাতা, 25 জুলাই : দিল্লির বৈঠকে যোগ দিচ্ছেন না শোভন চট্টোপাধ্যায় । একথা জানালেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়রের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় । এ প্রসঙ্গে তিনি বলেন, "কোরোনা সংক্রামণের কারণে শোভনবাবু বৈঠকে যোগ দেবেন না । ইতিমধ্যেই BJP নেতৃত্বকে তা জানিয়ে দিয়েছেন তিনি ।" তবে বৈশাখী যাই দাবি করুন না কেন, সব ঠিক থাকা সত্ত্বেও শোভন চট্টোপাধ্যায় কী কারণে দিল্লি যাত্রা স্থগিত করলেন তা দিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ।

দিল্লি যাত্রাকে সামনে রেখে দীর্ঘদিন পর শোভন চট্টোপাধ্যায় রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন বলে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছিল জোর জল্পনা । গোটা বিষয়টিকে নিয়ে বেশ উৎসাহ তৈরি হয় শোভন ঘনিষ্ঠ ও অনুগামীদের মনেও। শোভনের সঙ্গে BJP নেতৃত্বের বৈঠকের কথা ছিল 27 জুলাই । কিন্তু এরইমাঝে এই বৈঠক নিয়ে বিরূপ মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "জানি না কে তাঁকে বৈঠকের জন্য ডেকেছেন। এই বৈঠকের জন্য উপযুক্ত নন তিনি। তাই তাঁকে ডাকাও হয়নি।" এই মন্তব্যের পালটা কোনও প্রতিক্রিয়া দেননি শোভন চট্টোপাধ্যায়। তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই বদলে যায় সমীকরণ।

তারপরই আজ শোভন চট্টোপাধ্যায়ের দিল্লি না যাওয়ার সিদ্ধান্তের কথা জানা যায়। তবে কি দিলীপের মন্তব্যে অসম্মানিত ও অসন্তুষ্ট হয়ে দিল্লি যাত্রা স্থগিত রাখলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক ? উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে শোভনের দিল্লির বৈঠকে যোগ না দেওয়া নিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, "দিল্লির বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ এসেছিল। কিন্তু আমন্ত্রণ রক্ষা করা হবে, একথা কখনই শোভনবাবুর তরফে বলা হয়নি। আমন্ত্রণ পাওয়ার সময় জানিয়ে দেওয়া হয়েছে কোরোনার কারণে শোভন দিল্লির বৈঠকে যোগ দেবেন না।"

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গত বছর দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে তাদের যোগদান সুখকর হয়নি। স্বল্প দিনের মধ্যেই দূরত্ব তৈরি হয়েছে BJP নেতৃত্বের সঙ্গে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সঙ্গে বৈরিতা ভুলে কিছুটা সখ্যতা তৈরি হয়। মমতার 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে বৈশাখীকে সঙ্গে নিয়ে গিয়ে ফোঁটা নেন শোভন। সেই সময় তাঁকে ঘিরে তৃণমূলে ফিরে আসার জোর জল্পনা তৈরি হয়। কিছুদিন পরে অবশ্য সেই জল্পনাতে ইতি পরে। তারপর দীর্ঘদিন যাবৎ রাজনীতির আঙ্গিনায় পা রাখেননি । অবশেষে 27 জুলাই দিল্লীর বৈঠকে যোগ দেওয়া নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল শোভনের ঘনিষ্ঠ মহলে ৷ কিন্তু সমস্ত কৌতূহল ও জল্পনায় জল ঢেলে বৈশাখী জানিয়ে দিলেন দিল্লিতে যাচ্ছেন না শোভন ।

কলকাতা, 25 জুলাই : দিল্লির বৈঠকে যোগ দিচ্ছেন না শোভন চট্টোপাধ্যায় । একথা জানালেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়রের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় । এ প্রসঙ্গে তিনি বলেন, "কোরোনা সংক্রামণের কারণে শোভনবাবু বৈঠকে যোগ দেবেন না । ইতিমধ্যেই BJP নেতৃত্বকে তা জানিয়ে দিয়েছেন তিনি ।" তবে বৈশাখী যাই দাবি করুন না কেন, সব ঠিক থাকা সত্ত্বেও শোভন চট্টোপাধ্যায় কী কারণে দিল্লি যাত্রা স্থগিত করলেন তা দিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ।

দিল্লি যাত্রাকে সামনে রেখে দীর্ঘদিন পর শোভন চট্টোপাধ্যায় রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন বলে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছিল জোর জল্পনা । গোটা বিষয়টিকে নিয়ে বেশ উৎসাহ তৈরি হয় শোভন ঘনিষ্ঠ ও অনুগামীদের মনেও। শোভনের সঙ্গে BJP নেতৃত্বের বৈঠকের কথা ছিল 27 জুলাই । কিন্তু এরইমাঝে এই বৈঠক নিয়ে বিরূপ মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "জানি না কে তাঁকে বৈঠকের জন্য ডেকেছেন। এই বৈঠকের জন্য উপযুক্ত নন তিনি। তাই তাঁকে ডাকাও হয়নি।" এই মন্তব্যের পালটা কোনও প্রতিক্রিয়া দেননি শোভন চট্টোপাধ্যায়। তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই বদলে যায় সমীকরণ।

তারপরই আজ শোভন চট্টোপাধ্যায়ের দিল্লি না যাওয়ার সিদ্ধান্তের কথা জানা যায়। তবে কি দিলীপের মন্তব্যে অসম্মানিত ও অসন্তুষ্ট হয়ে দিল্লি যাত্রা স্থগিত রাখলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক ? উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে শোভনের দিল্লির বৈঠকে যোগ না দেওয়া নিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, "দিল্লির বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ এসেছিল। কিন্তু আমন্ত্রণ রক্ষা করা হবে, একথা কখনই শোভনবাবুর তরফে বলা হয়নি। আমন্ত্রণ পাওয়ার সময় জানিয়ে দেওয়া হয়েছে কোরোনার কারণে শোভন দিল্লির বৈঠকে যোগ দেবেন না।"

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গত বছর দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে তাদের যোগদান সুখকর হয়নি। স্বল্প দিনের মধ্যেই দূরত্ব তৈরি হয়েছে BJP নেতৃত্বের সঙ্গে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সঙ্গে বৈরিতা ভুলে কিছুটা সখ্যতা তৈরি হয়। মমতার 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে বৈশাখীকে সঙ্গে নিয়ে গিয়ে ফোঁটা নেন শোভন। সেই সময় তাঁকে ঘিরে তৃণমূলে ফিরে আসার জোর জল্পনা তৈরি হয়। কিছুদিন পরে অবশ্য সেই জল্পনাতে ইতি পরে। তারপর দীর্ঘদিন যাবৎ রাজনীতির আঙ্গিনায় পা রাখেননি । অবশেষে 27 জুলাই দিল্লীর বৈঠকে যোগ দেওয়া নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল শোভনের ঘনিষ্ঠ মহলে ৷ কিন্তু সমস্ত কৌতূহল ও জল্পনায় জল ঢেলে বৈশাখী জানিয়ে দিলেন দিল্লিতে যাচ্ছেন না শোভন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.