কলকাতা, 6 ডিসেম্বর : দক্ষিণবঙ্গের উপর থেকে ধীরে ধীরে সরতে শুরু করেছে নিম্নচাপে পরিণত হওয়া জাওয়াদ (South Bengals Weather Clear from Tomorrow) ৷ গত 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পর সেটি বাংলাদেশের দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আজ রাতের মধ্যে সেটি পুরোপুরি বাংলাদেশে ঢুকে পড়বে ৷ ফলে আগামিকাল থেকে রাজ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এদিন জাওয়াদ সংক্রান্ত একটি বুলেটিন প্রকাশ করেছে হাওয়া অফিস ৷ সেই বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে ৷ রাতের পর সেটি আরও শক্তি হারিয়ে বাংলাদেশের দিকে সরে যাবে (Weather Forecast) ৷
গতকাল রাত থেকে আজ সারাদিনে নিম্নচাপের জেরে শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল ৷ যার মধ্যে এমজি রোড, ঠনঠনিয়া, তপসিয়ার মতো এলাকাগুলি ছিল ৷
- নিম্নচাপের জেরে কলকাতা বিমানবন্দর এলাকায় 10 মিলিমিটার
- আলিপুর সংলগ্ন অঞ্চলে 7 মিলিমিটার
- তারকেশ্বরে 17 মিলিমিটার
- বর্ধমানে 13 মিলিমিটার
- কল্যাণীতে 12 সেন্টিমিটার
- ব্যারাকপুর, মোহনপুর ও খড়গপুরে 11 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷
আরও পড়ুন : Jawad Effect in Kolkata : জাওয়াদে জব্দ কলকাতা, জমা জল সরাতে তৎপর পৌরনিগম
নিম্নচাপ সরে গেলেও আজ উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা ও হুগলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল অর্থাৎ, 7 ডিসেম্বর থেকে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আজ আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, আগামী কয়েকদিনে রাজ্যে তাপমাত্রার পারদ নামবে ৷ তবে, রাজ্যে শীত ঢুকতে এখনও সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷