ETV Bharat / state

Sourav Ganguly on WPL: মেয়েদের প্রিমিয়র লিগও বহরে বাড়বে, আশাবাদী সৌরভ - সরস্বতীপুজো

ডব্লিউপিএল বা মেয়েদের প্রিমিয়র লিগ নিয়ে অত্যন্ত আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Welcomes WPL) ৷ এ বিষয়ে কী বললেন বিসিসিআই'য়ের প্রাক্তন সভাপতি ৷

Sourav Ganguly Welcomes Women IPL during Saraswati Puja
ফাইল ছবি
author img

By

Published : Jan 26, 2023, 2:08 PM IST

Updated : Jan 26, 2023, 4:13 PM IST

মেয়েদের প্রিমিয়র লিগ নিয়ে আশাবাদী সৌরভ

কলকাতা, 26 জানুয়ারি: "গত তিনবছর আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলাম ৷ সেই সময় থেকেই মেয়েদের প্রিমিয়র লিগ শুরু করা যায় কি না, সেই বিষয়ে উদ্যোগ শুরু হয়েছিল ৷ অবশেষে এবার সেই উদ্যোগ বাস্তবায়িত হল ৷ এতে সকলেরই কৃতিত্ব রয়েছে ৷" মহিলা ক্রিকেটারদের নিয়ে আইপিএলের ধাঁচে প্রিমিয়র লিগ চালু প্রসঙ্গে একথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Welcomes WPL) ৷

তবে, মেয়েদের নিয়ে প্রিমিয়র লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও পর্যন্ত তাতে কলকাতার কোনও দল নেই ৷ কিন্তু, মহারাজ তাতে এতটুকুও উদ্বিগ্ন নন ৷ কারণ তিনি মনে করেন, ভবিষ্যতে কলকাতাও মেয়েদের প্রিমিয়র লিগে চলে আসবে ৷ উল্লেখ্য, আপাতত মোট পাঁচটি দল নিয়ে শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল ৷ এই দলগুলি হল, আমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং লখনউ ৷

আরও পড়ুন: মহিলা প্রিমিয়র লিগে নেই কলকাতা, আদানিদের দখলে আমেদাবাদ

প্রথমবার মেয়েদের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ ৷ তাই এই লিগ নিয়ে উৎসাহ ও উদ্দীপনা চরমে উঠেছে ৷ ইতিমধ্যেই এই লিগের স্বত্ব বিক্রি করে 4 হাজার 500 কোটিরও বেশি টাকা বোর্ডের কোষাগারে চলে এসেছে ! সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে টিম আমেদাবাদ ৷ মেয়েদের আইপিএলকে স্বাগত জানিয়েছেন বিরাট কোহলিও ৷ প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী এই দিনটিকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন ৷ মিতালি রাজ, স্মৃতি মান্ধানাদের ভূয়সী প্রশংসা করেছেন 'চাকদা এক্সপ্রেস' ৷

এদিকে, ছেলেদের আইপিএলের উদাহরণ টেনে প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ বলছেন, মেয়েদের প্রিমিয়র লিগও ভবিষ্যতে কলেবরে বাড়বে ৷ প্রসঙ্গত, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল ৷ বৃহস্পতিবার সেই পুজোয় যোগ দেন সৌরভ ৷ প্রতিবছরই সরস্বতীপুজোর অনুষ্ঠানে থাকেন তিনি ৷ বুধবারই মুম্বই থেকে শহরে ফিরেছেন সৌরভ ৷ নিজের বায়োপিকের চিত্রনাট্যের কাজের জন্যই মায়ানগরীতে গিয়েছিলেন তিনি ৷

সূত্রের খবর, আগামী ছ'মাসের মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের চিত্রনাট্য তৈরির কাজ শেষ হয়ে যাবে ৷ তারপর শুরু হবে শুটিং ৷ সৌরভের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য অভিনেতার খোঁজ চলছে ৷ এদিন সৌরভ শুধু মেয়েদের আইপিএল নিয়েই আশাপ্রকাশ করেননি, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যাণ্ড সিরিজের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি ৷

এদিন সকাল থেকেই দীক্ষামঞ্জরীতে সরস্বতীপুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছিল ৷ পুজো, অঞ্জলি থেকে প্রসাদ বিতরণ, সব মিলিয়ে জমজমাট আয়োজন ৷ শিক্ষার্থীদের ভিড়ে সৌরভের উপস্থিতি উৎসবের আবহে বাড়তি মাত্রা যোগ করে ৷

মেয়েদের প্রিমিয়র লিগ নিয়ে আশাবাদী সৌরভ

কলকাতা, 26 জানুয়ারি: "গত তিনবছর আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলাম ৷ সেই সময় থেকেই মেয়েদের প্রিমিয়র লিগ শুরু করা যায় কি না, সেই বিষয়ে উদ্যোগ শুরু হয়েছিল ৷ অবশেষে এবার সেই উদ্যোগ বাস্তবায়িত হল ৷ এতে সকলেরই কৃতিত্ব রয়েছে ৷" মহিলা ক্রিকেটারদের নিয়ে আইপিএলের ধাঁচে প্রিমিয়র লিগ চালু প্রসঙ্গে একথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Welcomes WPL) ৷

তবে, মেয়েদের নিয়ে প্রিমিয়র লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও পর্যন্ত তাতে কলকাতার কোনও দল নেই ৷ কিন্তু, মহারাজ তাতে এতটুকুও উদ্বিগ্ন নন ৷ কারণ তিনি মনে করেন, ভবিষ্যতে কলকাতাও মেয়েদের প্রিমিয়র লিগে চলে আসবে ৷ উল্লেখ্য, আপাতত মোট পাঁচটি দল নিয়ে শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল ৷ এই দলগুলি হল, আমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং লখনউ ৷

আরও পড়ুন: মহিলা প্রিমিয়র লিগে নেই কলকাতা, আদানিদের দখলে আমেদাবাদ

প্রথমবার মেয়েদের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ ৷ তাই এই লিগ নিয়ে উৎসাহ ও উদ্দীপনা চরমে উঠেছে ৷ ইতিমধ্যেই এই লিগের স্বত্ব বিক্রি করে 4 হাজার 500 কোটিরও বেশি টাকা বোর্ডের কোষাগারে চলে এসেছে ! সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে টিম আমেদাবাদ ৷ মেয়েদের আইপিএলকে স্বাগত জানিয়েছেন বিরাট কোহলিও ৷ প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী এই দিনটিকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন ৷ মিতালি রাজ, স্মৃতি মান্ধানাদের ভূয়সী প্রশংসা করেছেন 'চাকদা এক্সপ্রেস' ৷

এদিকে, ছেলেদের আইপিএলের উদাহরণ টেনে প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ বলছেন, মেয়েদের প্রিমিয়র লিগও ভবিষ্যতে কলেবরে বাড়বে ৷ প্রসঙ্গত, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল ৷ বৃহস্পতিবার সেই পুজোয় যোগ দেন সৌরভ ৷ প্রতিবছরই সরস্বতীপুজোর অনুষ্ঠানে থাকেন তিনি ৷ বুধবারই মুম্বই থেকে শহরে ফিরেছেন সৌরভ ৷ নিজের বায়োপিকের চিত্রনাট্যের কাজের জন্যই মায়ানগরীতে গিয়েছিলেন তিনি ৷

সূত্রের খবর, আগামী ছ'মাসের মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের চিত্রনাট্য তৈরির কাজ শেষ হয়ে যাবে ৷ তারপর শুরু হবে শুটিং ৷ সৌরভের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য অভিনেতার খোঁজ চলছে ৷ এদিন সৌরভ শুধু মেয়েদের আইপিএল নিয়েই আশাপ্রকাশ করেননি, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যাণ্ড সিরিজের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি ৷

এদিন সকাল থেকেই দীক্ষামঞ্জরীতে সরস্বতীপুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছিল ৷ পুজো, অঞ্জলি থেকে প্রসাদ বিতরণ, সব মিলিয়ে জমজমাট আয়োজন ৷ শিক্ষার্থীদের ভিড়ে সৌরভের উপস্থিতি উৎসবের আবহে বাড়তি মাত্রা যোগ করে ৷

Last Updated : Jan 26, 2023, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.