কলকাতা, 3 এপ্রিল : দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমবাতি এবং প্রদীপ জ্বালানোর আহ্বানকে গিমিক বলে আখ্যা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় । ETV ভারতের কাছে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, " হাজার হাজার শ্রমিকরা রাস্তায় পড়ে মারা গেল । তাঁদের জন্য কোনও প্ল্যানিং করেননি । এগুলো জাস্ট সিম্বলিক । গিমিক করছেন প্রধানমন্ত্রী ।"
প্রথমে বাসন ও ঘণ্টা বাজানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । এবারে জানালেন টর্চ ও মোমবাতি জ্বালানোর আহ্বান । আগামী রবিবার গোটা দেশবাসীর কাছে বাতি, টর্চ বা প্রদীপ জ্বালানোর জন্য আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী । তবে প্রধানমন্ত্রীর এই আহ্বানকে ভালো ভালোভাবে নিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ।
তিনি রীতিমতো ক্ষোভের সঙ্গে বলেন, " প্রধানমন্ত্রীর যেটা করার দরকার ছিল উনি সেটা করলেন না । এর কী মূল্য আছে ? প্রধানমন্ত্রীর আগে ভাবা উচিত আর্থিক প্যাকেজ যেটা দিয়েছেন সেটাকে কী করে বাড়াবেন । তাই প্রধানমন্ত্রীর এইসব সিম্বলিক কাজকে কোনও গুরুত্ব দিচ্ছি না । এটা গিমিক ।"