কলকাতা, 30 মার্চ : "অমিত শাহর কালচারেই মমতা ব্যানার্জির জন্ম।" গতকাল সাংবাদিকদের সামনে অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
আলিপুরদুয়ারে অমিত শাহের সভাকে কটাক্ষ করে তিনি বলেন, "উনি পশ্চিমবঙ্গের কোনও বিষয়ে সার্টিফিকেট দেওয়ার লোক নন। ফ্রিজ থেকে মাংস বের করে ফ্রিজের মালিককে পিটিয়ে মারা হচ্ছে এটা গণতন্ত্রের পরিপন্থী। গণতন্ত্রের স্বপক্ষে উত্তর দিতে হবে তাঁকেই। মালদা থেকে রাজস্থানে পেটের দায়ে চাকরি করতে গেলে শ্রমিককে পিটিয়ে মারা হচ্ছে। এগুলো তো অমিত শাহর গণতন্ত্রের নমুনা। অমিত শাহর গণতন্ত্র এবং এই রাজ্যের গণতন্ত্র, এই দুটি গণতন্ত্র হরণকারী রাজনৈতিক দলের বিরুদ্ধেই কংগ্রেসের লড়াই। কেউ গণতন্ত্রের মানে বোঝে না।"
তিনি আরও বলেন, "এই এর আগে পাঁচটা রাজ্যে নির্বাচন হয়ছিল। তখন অমিত শাহ তো অনেক হুঙ্কার ছেড়েছিলেন, সেখানকার মানুষ তো হুঙ্কারে মাথা নত করেনি। হুঙ্কারের যোগ্য জবাবই দিয়েছে। এবারও তাই হবে। ব্ল্যাক মানি বের করার নাম করে নিজেদের ব্ল্যাক মানি তৈরি করেছে। এই সবকিছুর বিরুদ্ধে যোগ্য জবাব ভারতবর্ষের মানুষ 23 মে নির্বাচনী ফলাফলের মাধ্যমে দেবে।"
দেশে এবং রাজ্যে সমানভাবে তোলাবাজি হয় বলে অভিযোগ করে সোমেন মিত্র বলেন," এখানে তোলাবাজি ছাড়া কোনও কাজ হয় না। তোলাবাজিতে এই রাজ্য প্রথম।" এদিকে, গতকাল অমিত শাহ বলেছিলেন, "মোদিই একমাত্র পারবে পশ্চিমবঙ্গকে তোলাবাজদের হাত থেকে রক্ষা করতে, আর অন্য কোনও দল পারবে না।" এর জবাবে সোমেনবাবু বলেন, "ভারতবর্ষের বড় বড় তোলাবাজ- বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি দেশের সম্পদ লুট করে বাইরে নিয়ে যাচ্ছে। এদের তোলাবাজি বন্ধ করতে পারছেন না। উনি আসবেন এখানে গরিব মানুষের 500 টাকার তোলাবাজি বন্ধ করতে ? আগে ওই তোলাবাজিগুলো বন্ধ করুক।"