ETV Bharat / state

রাম মন্দিরের ভূমি পুজোর জন্য অযোধ্যায় যাচ্ছে গঙ্গার মাটি, জল

পাঁচ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ তার আগে গঙ্গার জল ও মাটি তুলে তা শুদ্ধিকরণ করা হল ৷ এবার সেই জল ও মাটি অযোধ্যায় পৌঁছাবে বিশ্ব হিন্দু পরিষদ ৷

কলকাতা
কলকাতা
author img

By

Published : Jul 25, 2020, 3:03 AM IST

কলকাতা, 25 জুলাই : দক্ষিণেশ্বের গঙ্গার মাটি, জল যাচ্ছে অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর উদ্বোধন করবেন। রাম মন্দিরের ভূমি পুজোর জন্য দক্ষিণেশ্বরের গঙ্গার মাটি ও জল অযোধ্যায় পাঠাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ । আজ উত্তর কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়। ওই পুজোতেই তিথি মেনে গঙ্গা থেকে মাটি ও জল তোলা হয়। এরপর সেই জল ও মাটির শুদ্ধিকরণ করা হয় । তারপর সেই গঙ্গাজল ও মাটি শ্যামবাজারে ভূপেন বোস এভিনিউ-র বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয় ।

5 অগাস্টের আগেই বিশ্ব হিন্দু পরিষদের একটি প্রতিনিধি দল রাজ্য থেকে অযোধ্যায় পৌঁছবে । সেখানে পৌঁছে রাম মন্দির ট্রাস্টের সদস্যের হাতে তুলে দেওয়া হবে সেই গঙ্গাজল ও গঙ্গা মাটি। শুধুমাত্র দক্ষিণেশ্বর নয়, আজ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রাজ্যজুড়ে এই কর্মসূচি করা হয়। দক্ষিণেশ্বরের পাশাপাশি নবদ্বীপের গঙ্গার মাটি ও ভাগীরথীর জলও পাঠানো হচ্ছে অযোধ্যায়। গঙ্গাসাগর, কালীঘাট, তারাপীঠ, সহ শহরের বিভিন্ন পূর্ণ জায়গাগুলিতে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজ বিশেষ পূজা আর্চনা চলে ।

বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ বলেন, "পাঁচ অগাস্ট আমাদের কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে বাংলা থেকে গঙ্গাজল ও গঙ্গা মাটি পাঠিয়ে আমরা রাম মন্দিরে ভূমি পুজোর সাক্ষী থাকতে চাই। আমরা আজ রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করেছি। রাজ্যের একাধিক জায়গায় গঙ্গার জল গঙ্গার মাটিকে শুদ্ধিকরণ করা হয়। এরপরই তা পাঠানো হবে অযোধ্য়ায়।"

বিশ্ব হিন্দু পরিষদ
রাজ্যের একাধিক জায়গার গঙ্গার জল,মাটি যাচ্ছে অযোধ্যায়

বিশ্ব হিন্দু পরিষদের গণজ্ঞাপন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সৌরিশ মুখোপাধ্যায় বলেন, "রাম মন্দির নিয়ে বাংলার মানুষের উৎসাহ-উদ্দীপনা কম নেই। হিন্দুদের রাম মন্দির তৈরি স্বপ্নকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সত্যি করেছেন।"

বিশ্ব হিন্দু পরিষদ
দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে একটি বিশেষ পুজো

কলকাতা, 25 জুলাই : দক্ষিণেশ্বের গঙ্গার মাটি, জল যাচ্ছে অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর উদ্বোধন করবেন। রাম মন্দিরের ভূমি পুজোর জন্য দক্ষিণেশ্বরের গঙ্গার মাটি ও জল অযোধ্যায় পাঠাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ । আজ উত্তর কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়। ওই পুজোতেই তিথি মেনে গঙ্গা থেকে মাটি ও জল তোলা হয়। এরপর সেই জল ও মাটির শুদ্ধিকরণ করা হয় । তারপর সেই গঙ্গাজল ও মাটি শ্যামবাজারে ভূপেন বোস এভিনিউ-র বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয় ।

5 অগাস্টের আগেই বিশ্ব হিন্দু পরিষদের একটি প্রতিনিধি দল রাজ্য থেকে অযোধ্যায় পৌঁছবে । সেখানে পৌঁছে রাম মন্দির ট্রাস্টের সদস্যের হাতে তুলে দেওয়া হবে সেই গঙ্গাজল ও গঙ্গা মাটি। শুধুমাত্র দক্ষিণেশ্বর নয়, আজ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রাজ্যজুড়ে এই কর্মসূচি করা হয়। দক্ষিণেশ্বরের পাশাপাশি নবদ্বীপের গঙ্গার মাটি ও ভাগীরথীর জলও পাঠানো হচ্ছে অযোধ্যায়। গঙ্গাসাগর, কালীঘাট, তারাপীঠ, সহ শহরের বিভিন্ন পূর্ণ জায়গাগুলিতে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজ বিশেষ পূজা আর্চনা চলে ।

বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ বলেন, "পাঁচ অগাস্ট আমাদের কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে বাংলা থেকে গঙ্গাজল ও গঙ্গা মাটি পাঠিয়ে আমরা রাম মন্দিরে ভূমি পুজোর সাক্ষী থাকতে চাই। আমরা আজ রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করেছি। রাজ্যের একাধিক জায়গায় গঙ্গার জল গঙ্গার মাটিকে শুদ্ধিকরণ করা হয়। এরপরই তা পাঠানো হবে অযোধ্য়ায়।"

বিশ্ব হিন্দু পরিষদ
রাজ্যের একাধিক জায়গার গঙ্গার জল,মাটি যাচ্ছে অযোধ্যায়

বিশ্ব হিন্দু পরিষদের গণজ্ঞাপন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সৌরিশ মুখোপাধ্যায় বলেন, "রাম মন্দির নিয়ে বাংলার মানুষের উৎসাহ-উদ্দীপনা কম নেই। হিন্দুদের রাম মন্দির তৈরি স্বপ্নকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সত্যি করেছেন।"

বিশ্ব হিন্দু পরিষদ
দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে একটি বিশেষ পুজো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.