ETV Bharat / state

নারদকাণ্ডে গ্রেপ্তার মির্জ়া - SMH Mirza arrested by CBI in Narada scam

নারদকাণ্ডে পুলিশ কর্তা এস এম এইচ মির্জ়াকে গ্রেপ্তার করল CBI ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 26, 2019, 3:24 PM IST

Updated : Sep 26, 2019, 8:46 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : নারদকাণ্ডে পুলিশ কর্তা এস এম এইচ মির্জ়াকে গ্রেপ্তার করল CBI ।

2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । সেই ফাঁদেই পা দেন মির্জ়া ৷ স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায় ,হাফপ্যান্ট পরে আছেন তিনি । চলছে আড্ডা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও ৷ দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি ৷ ফুটেজে দেখা যায় টাকা নিচ্ছেন তিনি ৷ টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন পুলিশকর্তা ৷ পরে অবশ্য মির্জ়া দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে ৷ তিনি টাকা নেননি ৷

2 সেপ্টেম্বর নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে CBI অফিসে হাজিরা দিয়েছিলেন বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জ়া । সেদিন তাঁদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয় । পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে ম্যাথু স্যামুয়েলকে ৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এস এম এইচ মির্জ়াকে ৷ শুরু হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ । মাস কয়েক আগে শহরে এসেছিলেন তৎকালীন CBI অধিকর্তা নাগেশ্বর রাও । নারদকাণ্ডে তদন্তে গতি আনতে বিশেষ নির্দেশও দিয়েছিলেন তিনি । তারপরই আজ ঘটনায় নয়া মোড় ৷ গ্রেপ্তার করা হল প্রাক্তন পুলিশ কর্তা মির্জ়াকে ৷

এই প্রথম নারদকাণ্ডে কাউকে গ্রেপ্তার করা হল ৷ আজ মির্জ়াকে CBI-র বিশেষ আদালতে তোলা হয় ৷ বিচারক 30 সেপ্টেম্বর পর্যন্ত CBI হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর : নারদকাণ্ডে পুলিশ কর্তা এস এম এইচ মির্জ়াকে গ্রেপ্তার করল CBI ।

2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । সেই ফাঁদেই পা দেন মির্জ়া ৷ স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায় ,হাফপ্যান্ট পরে আছেন তিনি । চলছে আড্ডা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও ৷ দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি ৷ ফুটেজে দেখা যায় টাকা নিচ্ছেন তিনি ৷ টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন পুলিশকর্তা ৷ পরে অবশ্য মির্জ়া দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে ৷ তিনি টাকা নেননি ৷

2 সেপ্টেম্বর নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে CBI অফিসে হাজিরা দিয়েছিলেন বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জ়া । সেদিন তাঁদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয় । পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে ম্যাথু স্যামুয়েলকে ৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এস এম এইচ মির্জ়াকে ৷ শুরু হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ । মাস কয়েক আগে শহরে এসেছিলেন তৎকালীন CBI অধিকর্তা নাগেশ্বর রাও । নারদকাণ্ডে তদন্তে গতি আনতে বিশেষ নির্দেশও দিয়েছিলেন তিনি । তারপরই আজ ঘটনায় নয়া মোড় ৷ গ্রেপ্তার করা হল প্রাক্তন পুলিশ কর্তা মির্জ়াকে ৷

এই প্রথম নারদকাণ্ডে কাউকে গ্রেপ্তার করা হল ৷ আজ মির্জ়াকে CBI-র বিশেষ আদালতে তোলা হয় ৷ বিচারক 30 সেপ্টেম্বর পর্যন্ত CBI হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

Intro:কলকাতা, ৪ অগাস্ট: উল্টোডাঙ্গার খালে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। ওই ব্যক্তির বয়স আনুমানিক 50। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।Body:পুলিশ সূত্রে খবর, আজ সাত সকালে উল্টোডাঙার বাসন্তী কলোনি শান্তি একতা ক্লাবের কাছে খালের জলে দেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় উল্টোডাঙা থানায়। পাশাপাশি ফোন করা হয় ১০০ হেল্পলাইনে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উল্টোডাঙ্গা থানার পুলিশ। উদ্ধার করা হয় দেহটি। আরজিকর হাসপাতালে ওই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। Conclusion:ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে খালের জলে ফেলে রেখে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে উল্টোডাঙা থানা।
Last Updated : Sep 26, 2019, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.