কলকাতা, 26 সেপ্টেম্বর : নারদকাণ্ডে পুলিশ কর্তা এস এম এইচ মির্জ়াকে গ্রেপ্তার করল CBI ।
2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । সেই ফাঁদেই পা দেন মির্জ়া ৷ স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায় ,হাফপ্যান্ট পরে আছেন তিনি । চলছে আড্ডা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও ৷ দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি ৷ ফুটেজে দেখা যায় টাকা নিচ্ছেন তিনি ৷ টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন পুলিশকর্তা ৷ পরে অবশ্য মির্জ়া দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে ৷ তিনি টাকা নেননি ৷
2 সেপ্টেম্বর নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে CBI অফিসে হাজিরা দিয়েছিলেন বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জ়া । সেদিন তাঁদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয় । পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে ম্যাথু স্যামুয়েলকে ৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এস এম এইচ মির্জ়াকে ৷ শুরু হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ । মাস কয়েক আগে শহরে এসেছিলেন তৎকালীন CBI অধিকর্তা নাগেশ্বর রাও । নারদকাণ্ডে তদন্তে গতি আনতে বিশেষ নির্দেশও দিয়েছিলেন তিনি । তারপরই আজ ঘটনায় নয়া মোড় ৷ গ্রেপ্তার করা হল প্রাক্তন পুলিশ কর্তা মির্জ়াকে ৷
এই প্রথম নারদকাণ্ডে কাউকে গ্রেপ্তার করা হল ৷ আজ মির্জ়াকে CBI-র বিশেষ আদালতে তোলা হয় ৷ বিচারক 30 সেপ্টেম্বর পর্যন্ত CBI হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷