ETV Bharat / state

Yechury Demands Inquiry: সুপ্রিম কোর্টের নজরদারিতে আদানির শেয়ার পতন কাণ্ডের তদন্ত দাবি ইয়েচুরির

সুপ্রিম কোর্টের নজরদারিতে আদানির শেয়ার পতন কাণ্ডের তদন্তের দাবি করলেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury News)৷ সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার আগে তদন্ত রিপোর্ট (Yechury Demands Inquiry) পেশের দাবি জানিয়েছেন তিনি ৷

Sitaram Yechury ETV Bharat
সীতারাম ইয়েচুরি
author img

By

Published : Jan 29, 2023, 6:57 PM IST

কলকাতা, 29 জানুয়ারি: আদানি গোষ্ঠীর শেয়ার পতনকাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ পর্যায়ের তদন্তের (Yechury Demands Inquiry) দাবি করলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury News)। রবিবার মুজাফফর আহমেদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে ইয়েচুরি বলেন, ‘‘কোটি কোটি দেশবাসীর সম্পদ সুরক্ষিত রাখার প্রশ্ন জড়িত রয়েছে আদানি গোষ্ঠীর শেয়ারে । সেই শেয়ারের হঠাৎ কেন পতন ঘটল, তা জানতে রিজার্ভ ব্যাংক এবং সেবিকে তদন্ত করতে হবে । উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্ত করতে হবে কেন্দ্রীয় সরকারকে । আর সুপ্রিম কোর্টকে গোটা তদন্তের নজরদারি করতে হবে।’’

বিপজ্জনক বিনিয়োগের তদন্তের দাবি ইয়েচুরির: শুধু তাই নয়, দেশের কোন কোন আর্থিক প্রতিষ্ঠানের কত অর্থ বিপজ্জনক বিনিয়োগে রাখা আছে, তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন ইয়েচুরি । তিনি বলেছেন, দেশের অর্থ মন্ত্রক, বিদেশ মন্ত্রক, বাণিজ্য মন্ত্রকেরও দায় রয়েছে বিপজ্জনক বিনিয়োগে । তাই তদন্ত কমিটিতে তাঁদের প্রতিনিধিদের রাখতে হবে আর গোটা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সময় বেঁধে দিতে হবে বলে দাবি করেছেন ইয়েচুরি । সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার আগেই ওই রিপোর্ট পেশ করার দাবি জানান তিনি ।

কেন তদন্তের দাবি? কেন তদন্ত চাইছেন তার ব্যাখ্যাও দিয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক ৷ ইয়েচুরি বলেন, "শেয়ারের দাম পড়ে যাওয়ায় কেবল আদানির সম্পদের মূল্য কমছে না । এলআইসি বা স্টেট ব্যাংকে মানুষের জীবনভর উপার্জনের সঞ্চয় রয়েছে । সেই সঞ্চয় বর্বাদ হয়ে যাওয়ার আশংকা রয়েছে । ফলে সরকারকে ব্যবস্থা নিতে হবে এখনই । গত কয়েক বছরে দেশের ব্যাংকের টাকা জালিয়াতি করে বিদেশ পালানো ব্যবসায়ীর সারি দেখা গিয়েছে । সেই তালিকায় আরেকটি নাম যেন যুক্ত না হয় তা দেখতে হবে কেন্দ্রকে। "

আরও পড়ুন: সায়নী, দেবাংশুদের উপস্থিতি প্রকাশিত হল দিদির সুরক্ষা কবচের থিম সং

মোদি-আদানির সম্পর্ক নিয়ে তোপ ইয়েচুরির: নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকাকালীন আদানি গোষ্ঠীর সম্পদ লাফিয়ে বেড়েছে বলে এ দিন অভিযোগ করেছেন সীতারাম ইয়েচুরি । তাঁর অভিযোগ, "এই গোষ্ঠীর হাতে রাষ্ট্রায়ত্ত বন্দর থেকে বিমানবন্দর তুলে দেওয়া হয়েছে । কেন্দ্রের বিজেপি সরকারের নীতিই হল ধান্দার ধনতন্ত্রকে সুরক্ষিত করা । আদানি গোষ্ঠীই একমাত্র নয় । তবে সরকারি সহায়তায় এই গোষ্ঠীর উত্থান চোখে পড়ার মতো । পরিকাঠামো ক্ষেত্রে সব প্রায় এদের হাতে । প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির সম্পর্কও দেশবাসী জানেন । আদানির নিজস্ব জেটে নরেন্দ্র মোদির ভ্রমণের ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত । এই সংযোগে আসলে দেশের মানুষের সম্পদের লুট হচ্ছে ।’’

কলকাতা, 29 জানুয়ারি: আদানি গোষ্ঠীর শেয়ার পতনকাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ পর্যায়ের তদন্তের (Yechury Demands Inquiry) দাবি করলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury News)। রবিবার মুজাফফর আহমেদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে ইয়েচুরি বলেন, ‘‘কোটি কোটি দেশবাসীর সম্পদ সুরক্ষিত রাখার প্রশ্ন জড়িত রয়েছে আদানি গোষ্ঠীর শেয়ারে । সেই শেয়ারের হঠাৎ কেন পতন ঘটল, তা জানতে রিজার্ভ ব্যাংক এবং সেবিকে তদন্ত করতে হবে । উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্ত করতে হবে কেন্দ্রীয় সরকারকে । আর সুপ্রিম কোর্টকে গোটা তদন্তের নজরদারি করতে হবে।’’

বিপজ্জনক বিনিয়োগের তদন্তের দাবি ইয়েচুরির: শুধু তাই নয়, দেশের কোন কোন আর্থিক প্রতিষ্ঠানের কত অর্থ বিপজ্জনক বিনিয়োগে রাখা আছে, তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন ইয়েচুরি । তিনি বলেছেন, দেশের অর্থ মন্ত্রক, বিদেশ মন্ত্রক, বাণিজ্য মন্ত্রকেরও দায় রয়েছে বিপজ্জনক বিনিয়োগে । তাই তদন্ত কমিটিতে তাঁদের প্রতিনিধিদের রাখতে হবে আর গোটা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সময় বেঁধে দিতে হবে বলে দাবি করেছেন ইয়েচুরি । সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার আগেই ওই রিপোর্ট পেশ করার দাবি জানান তিনি ।

কেন তদন্তের দাবি? কেন তদন্ত চাইছেন তার ব্যাখ্যাও দিয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক ৷ ইয়েচুরি বলেন, "শেয়ারের দাম পড়ে যাওয়ায় কেবল আদানির সম্পদের মূল্য কমছে না । এলআইসি বা স্টেট ব্যাংকে মানুষের জীবনভর উপার্জনের সঞ্চয় রয়েছে । সেই সঞ্চয় বর্বাদ হয়ে যাওয়ার আশংকা রয়েছে । ফলে সরকারকে ব্যবস্থা নিতে হবে এখনই । গত কয়েক বছরে দেশের ব্যাংকের টাকা জালিয়াতি করে বিদেশ পালানো ব্যবসায়ীর সারি দেখা গিয়েছে । সেই তালিকায় আরেকটি নাম যেন যুক্ত না হয় তা দেখতে হবে কেন্দ্রকে। "

আরও পড়ুন: সায়নী, দেবাংশুদের উপস্থিতি প্রকাশিত হল দিদির সুরক্ষা কবচের থিম সং

মোদি-আদানির সম্পর্ক নিয়ে তোপ ইয়েচুরির: নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকাকালীন আদানি গোষ্ঠীর সম্পদ লাফিয়ে বেড়েছে বলে এ দিন অভিযোগ করেছেন সীতারাম ইয়েচুরি । তাঁর অভিযোগ, "এই গোষ্ঠীর হাতে রাষ্ট্রায়ত্ত বন্দর থেকে বিমানবন্দর তুলে দেওয়া হয়েছে । কেন্দ্রের বিজেপি সরকারের নীতিই হল ধান্দার ধনতন্ত্রকে সুরক্ষিত করা । আদানি গোষ্ঠীই একমাত্র নয় । তবে সরকারি সহায়তায় এই গোষ্ঠীর উত্থান চোখে পড়ার মতো । পরিকাঠামো ক্ষেত্রে সব প্রায় এদের হাতে । প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির সম্পর্কও দেশবাসী জানেন । আদানির নিজস্ব জেটে নরেন্দ্র মোদির ভ্রমণের ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত । এই সংযোগে আসলে দেশের মানুষের সম্পদের লুট হচ্ছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.