ETV Bharat / state

"ভাই ফের বেঁচে উঠবে" ! 7 দিন ধরে মৃতদেহ আগলে রাখল দিদি - দিদি

3 নম্বর রবিনসন স্ট্রিটের ঘটনার ছায়া ভবানীপুরের 1 এ মাধব চ্যাটার্জি লেনের ঘটনা ৷ 7 দিন ধরে ভাইয়ের পচাগলা দেহ আগলে দিদি ৷

kolkata
কলকাতা
author img

By

Published : Apr 4, 2020, 4:54 PM IST

কলকাতা, 4 এপ্রিল: রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃত্তি ভবানীপুরে ৷ তবে বদলেছে মুখ্য চরিত্রদের ভূমিকা ৷ রবিনসন স্ট্রিটে দিদির মৃতদেহ আগলে রেখেছিল ভাই এবার ঠিক তার উলটো ৷ সাত দিন ধরে ভাই শান্তনু দে (48 ) এর মৃতদেহ আগলে রইলেন দিদি মহাশ্বেতা দে ৷ ভবানীপুরের 1,এ মাধব চ্যাটার্জি লেনের ঘটনা ৷

ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তনু দে এবং মহাশ্বেতা দে ৷ গতকাল সেখানে খাবার বিলি করা হয় কাউন্সিলরের পক্ষ থেকে ৷ খাবার নেওয়ার জন্য মহাশ্বেতা দেবী দরজা খোলেন ৷ দরজা খুলতেই পচা গন্ধ নাকে আসে ওখানে দাঁড়িয়ে থাকা সবার ৷ মহেশ্বেতা দেবীকে তাঁর ভাইয়ের কথা জানতে চাওয়া তিনি সদুত্তর দিতে পারেননি ৷ সন্দেহ হতেই খবর দেওয়া হয় ভবানীপুর থানায় ৷ পুলিশ এরপর ওই ফ্ল্যাটে ঢুকে 48 বছরের শান্তনুর দেহ উদ্ধার করে । দেহটি রীতিমতো পচে গলে গেছে ।

পুলিশি হেপাজতে নেওয়া হয় মহাশ্বেতা দেবীকে ৷ পুলিশ সূত্রে খবর ,তিনি জানিয়েছেন যে ভেবেছিলেন,ভাই আবার বেঁচে উঠবে । আর সেই কারণেই কাউকে কোনও খবর দেননি । আগলে রেখেছিলেন দেহ ৷ " ভাইয়ের মৃত্যু সম্বন্ধে জানতে চাওয়ায় তিন বলেন ,"শান্তনু দীর্ঘদিন ধরে নিউরোলজিক্যাল ডিজ়অর্ডার সহ একাধিক রোগে ভুগছিলেন । সেই সূত্রে 7 দিন আগে তিনি মারা যান ।"

দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে । প্রাথমিক তদন্তে ঘটনায় কোনও অপরাধের চিহ্ন পাওয়া যায়নি । তবে , ময়নাতদন্তের পর জানা যাবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ ।

কলকাতা, 4 এপ্রিল: রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃত্তি ভবানীপুরে ৷ তবে বদলেছে মুখ্য চরিত্রদের ভূমিকা ৷ রবিনসন স্ট্রিটে দিদির মৃতদেহ আগলে রেখেছিল ভাই এবার ঠিক তার উলটো ৷ সাত দিন ধরে ভাই শান্তনু দে (48 ) এর মৃতদেহ আগলে রইলেন দিদি মহাশ্বেতা দে ৷ ভবানীপুরের 1,এ মাধব চ্যাটার্জি লেনের ঘটনা ৷

ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তনু দে এবং মহাশ্বেতা দে ৷ গতকাল সেখানে খাবার বিলি করা হয় কাউন্সিলরের পক্ষ থেকে ৷ খাবার নেওয়ার জন্য মহাশ্বেতা দেবী দরজা খোলেন ৷ দরজা খুলতেই পচা গন্ধ নাকে আসে ওখানে দাঁড়িয়ে থাকা সবার ৷ মহেশ্বেতা দেবীকে তাঁর ভাইয়ের কথা জানতে চাওয়া তিনি সদুত্তর দিতে পারেননি ৷ সন্দেহ হতেই খবর দেওয়া হয় ভবানীপুর থানায় ৷ পুলিশ এরপর ওই ফ্ল্যাটে ঢুকে 48 বছরের শান্তনুর দেহ উদ্ধার করে । দেহটি রীতিমতো পচে গলে গেছে ।

পুলিশি হেপাজতে নেওয়া হয় মহাশ্বেতা দেবীকে ৷ পুলিশ সূত্রে খবর ,তিনি জানিয়েছেন যে ভেবেছিলেন,ভাই আবার বেঁচে উঠবে । আর সেই কারণেই কাউকে কোনও খবর দেননি । আগলে রেখেছিলেন দেহ ৷ " ভাইয়ের মৃত্যু সম্বন্ধে জানতে চাওয়ায় তিন বলেন ,"শান্তনু দীর্ঘদিন ধরে নিউরোলজিক্যাল ডিজ়অর্ডার সহ একাধিক রোগে ভুগছিলেন । সেই সূত্রে 7 দিন আগে তিনি মারা যান ।"

দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে । প্রাথমিক তদন্তে ঘটনায় কোনও অপরাধের চিহ্ন পাওয়া যায়নি । তবে , ময়নাতদন্তের পর জানা যাবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.