কলকাতা, 20 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার । বিজেপি বিরোধী শক্তিশালী জোট করতেই এই ফোন বলে মনে করা হচ্ছে । আগামী জানুয়ারিতে কলকাতায় আসার কথা রয়েছে তাঁর । শহরে সভা করে কৃষি আইন দিয়ে যৌথ আন্দোলন গড়ে তুলবে বলেই খবর ।
ইতিমধ্যেই কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সর্বত্র প্রতিবাদে মুখর হয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা । একইরকমভাবে এই কৃষি আইনের বিরোধিতা করেছেন শরদ পাওয়ার সহ অন্যান্য আঞ্চলিক দলের নেতারাও । ফলে কৃষি আইনের বিরোধিতার ব্যানারকে সামনে রেখে জোট তৈরি করতে পারেন বিজেপি বিরোধীরা । সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনসিপি প্রধান শারদ পাওয়ারের ফোন খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে । এরইমধ্যে তিনজন আইপিএসকে ডেপুটেশনে পোস্টিং দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে । সবকিছু মিলিয়ে বিজেপি বিরোধী শক্তিশালী জোট করতে মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।
আরও পড়ুন , রবিবাসরীয় রবিতীর্থে অমিতের শাহি-সফর
গত লোকসভা নির্বাচনের আগে "ইউনাইটেড ইন্ডিয়া" নামে বিজেপি বিরোধী একটি মহাজোট তৈরি করতে তৎপর হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই জোটে সামিল হয়েছিলেন দেশের তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব । এবারে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কৃষি আইন বাতিলের দাবিকে সামনে রেখে আরও একটি শক্তিশালী বিজেপি বিরোধী জোট তৈরি করার প্রয়াস চলছে । এনসিপি প্রধান শরদ পাওয়ারের ফোনে ফের একবার উসকে দিল বিজেপি বিরোধী জোটের জল্পনা ।
এই বিষয়ে জানতে শোভনদেব চট্টোপাধ্যায় , সুব্রত মুখোপাধ্যায়ের মতো তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান , "যেহেতু এটা দলনেত্রীর বিষয় , তাই বিষয়টা তিনিই দেখছেন । এই বিষয়ে আমরা কিছু বলব না ।"