কলকাতা , 12 অগাস্ট : 2020 সালের নয়া জাতীয় শিক্ষানীতি (NEP) প্রকাশের পর থেকেই তার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষামহল । রাজ্যজুড়ে একের পর এক বিক্ষোভ কর্মসূচি করেছে বাম ছাত্র সংগঠন SFI । গতকাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় SFI-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা ।
নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রতিবাদে সরব হয়েছিল রাজ্যের একাধিক রাজনৈতিক দল । প্রতিবাদ জানিয়েছে শাসকদলও । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে NEP 2020 নিয়ে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে । শিক্ষামহলের মতামত নেওয়া হচ্ছে । প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছে বামেদের ছাত্র সংগঠন SFI । তারা একের পর এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে । গত 9 অগাস্ট SFI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির তরফে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখানো হয়েছিল ।
এরপর গতকাল SFI-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখার তরফে পালন করা হয় বিক্ষোভ কর্মসূচি । এই বিক্ষোভ কর্মসূচিতে প্রেসিডেন্সির SFI সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন SFI-এর কলকাতা জেলা কমিটির সভাপতি অর্জুন রায় । হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । বিক্ষোভ কর্মসূচিতে নয়া শিক্ষানীতি বাতিলের দাবি তুলছেন তাঁরা । তাঁদের বক্তব্য , "কেন্দ্রীয় সরকারের এই শিক্ষানীতি আদতে শিক্ষার বেসরকারিকরণ , গৈরিকিকরণ , কেন্দ্রীকরণের নকশা । কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা রুখে দিতেই রাস্তায় নেমেছে SFI ।"