ETV Bharat / state

SSC Recruitment Scam: মামলা চলাকালীন চাকরি বাতিলের সিদ্ধান্ত ! হাইকোর্টে গেলেন চাকরিহারা 618 জন

author img

By

Published : Feb 14, 2023, 2:23 PM IST

2016 সালে নবম-দশম শ্রেণির শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন তাঁরা ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কোপে তাঁদের অনেকের চাকরি গিয়েছে ৷ সে নিয়ে মামলা চলছে ৷ এর মধ্যে আবার চাকরি খোয়ালেন 618 জন শিক্ষক (Class 9 and 10 Teachers lost jobs appeal to Calcutta High Court) ৷

SSC Recruitment Scam
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 14 ফেব্রুয়ারি: 2016 সালের নবম-দশম শ্রেণির চাকরিতে নিযুক্তদের বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা চলছে ৷ এর মধ্যে 618 জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত কেন নিল স্কুল সার্ভিস কমিশন ? কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন চাকরি হারানো প্রার্থীরা ৷ মঙ্গলবার তাঁরা ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে চেয়েছিলেন ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ আগামিকাল বিষয়টি শুনবে বলে জানিয়েছে ।

গতকাল রাতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় 2016 সালে নিয়োগপ্রাপ্তদের মধ্যে থেকে 900 জনেরও বেশি প্রার্থীর মধ্যে থেকে প্রথম ধাপে 618 জনের চাকরি বাতিল হয় ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন ৷ বিচারপতি বিশ্বজিৎ বসু এই প্রার্থীদের চাকরি থেকে সরানোর ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনকে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিলেন ৷ মঙ্গলবার সকালে 618 জন প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানান, গতকাল শুনানি শেষে ডিভিশন বেঞ্চ এই মামলার এখনও নির্দেশ দেয়নি ৷ স্থগিত আছে রায়দান ৷ এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশন তড়িঘড়ি কেন 618 জনের চাকরি বাতিল করল ? যদিও স্কুল সার্ভিস কমিশনের যুক্তি, 618 জনের অনেকে সাদাখাতা জমা দিয়েছিলেন, কেউ বা 2-3 নম্বর পেয়েছিলেন ৷ প্রথম দফায় 618 জনের নাম প্রকাশ করা হলেও পরে আরও অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করা হবে ৷

আরও পড়ুন: ডিভিশন বেঞ্চের দ্বারস্থ, তবু স্বস্তি মেলেনি নবম-দশম ওএমআর কারচুপিতে চাকরি হারানো 952 প্রার্থীর

গতকাল ডিভিশন বেঞ্চে চাকরি হারানোদের তরফে আইনজীবী যুক্তি দিয়ে বলেন, "এটা ক্রিমিনাল ষড়যন্ত্র ৷ বলা হয়েছে তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হওয়ার আগেই তদন্ত শেষ হওয়ার আগেই হঠাৎ পাঁচ বছর পর চাকরি থেকে এইভাবে বরখাস্ত করার যুক্তি কী ? কমিশন বলছে, আসল ওএমআর শিট নেই । কোনও এক এজেন্সির হার্ডডিস্ক থেকে সিবিআই তথ্য সংগ্রহ করছে ৷ এই তথ্য যে বিকৃত নয়, সেই নিশ্চয়তা কে দেবে ? স্কুল সার্ভিস কমিশন তড়িঘড়ি চাকরি বাতিল করার সিদ্ধান্ত কেন নিচ্ছে ?" আদালতে এই বক্তব্যের পর মামলার রায়দান স্থগিত রেখেছে ৷ তার মধ্যে গতকাল রাতে স্কুল সার্ভিস কমিশন চাকরি বাতিল করার সিদ্ধান্ত গ্রহন করে ৷

কলকাতা, 14 ফেব্রুয়ারি: 2016 সালের নবম-দশম শ্রেণির চাকরিতে নিযুক্তদের বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা চলছে ৷ এর মধ্যে 618 জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত কেন নিল স্কুল সার্ভিস কমিশন ? কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন চাকরি হারানো প্রার্থীরা ৷ মঙ্গলবার তাঁরা ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে চেয়েছিলেন ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ আগামিকাল বিষয়টি শুনবে বলে জানিয়েছে ।

গতকাল রাতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় 2016 সালে নিয়োগপ্রাপ্তদের মধ্যে থেকে 900 জনেরও বেশি প্রার্থীর মধ্যে থেকে প্রথম ধাপে 618 জনের চাকরি বাতিল হয় ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন ৷ বিচারপতি বিশ্বজিৎ বসু এই প্রার্থীদের চাকরি থেকে সরানোর ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনকে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিলেন ৷ মঙ্গলবার সকালে 618 জন প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানান, গতকাল শুনানি শেষে ডিভিশন বেঞ্চ এই মামলার এখনও নির্দেশ দেয়নি ৷ স্থগিত আছে রায়দান ৷ এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশন তড়িঘড়ি কেন 618 জনের চাকরি বাতিল করল ? যদিও স্কুল সার্ভিস কমিশনের যুক্তি, 618 জনের অনেকে সাদাখাতা জমা দিয়েছিলেন, কেউ বা 2-3 নম্বর পেয়েছিলেন ৷ প্রথম দফায় 618 জনের নাম প্রকাশ করা হলেও পরে আরও অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করা হবে ৷

আরও পড়ুন: ডিভিশন বেঞ্চের দ্বারস্থ, তবু স্বস্তি মেলেনি নবম-দশম ওএমআর কারচুপিতে চাকরি হারানো 952 প্রার্থীর

গতকাল ডিভিশন বেঞ্চে চাকরি হারানোদের তরফে আইনজীবী যুক্তি দিয়ে বলেন, "এটা ক্রিমিনাল ষড়যন্ত্র ৷ বলা হয়েছে তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হওয়ার আগেই তদন্ত শেষ হওয়ার আগেই হঠাৎ পাঁচ বছর পর চাকরি থেকে এইভাবে বরখাস্ত করার যুক্তি কী ? কমিশন বলছে, আসল ওএমআর শিট নেই । কোনও এক এজেন্সির হার্ডডিস্ক থেকে সিবিআই তথ্য সংগ্রহ করছে ৷ এই তথ্য যে বিকৃত নয়, সেই নিশ্চয়তা কে দেবে ? স্কুল সার্ভিস কমিশন তড়িঘড়ি চাকরি বাতিল করার সিদ্ধান্ত কেন নিচ্ছে ?" আদালতে এই বক্তব্যের পর মামলার রায়দান স্থগিত রেখেছে ৷ তার মধ্যে গতকাল রাতে স্কুল সার্ভিস কমিশন চাকরি বাতিল করার সিদ্ধান্ত গ্রহন করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.