ETV Bharat / state

কোরোনামুক্ত আরও 7, ছুটি পেলেন হাসপাতাল থেকে - coronavirus news

কোরোনা আক্রান্ত আরও সাতজন গতকাল হাসপাতাল থেকে ছুটি পান । বেসরকারি এবং সরকারি হাসপাতাল থেকে মোট 7 জনকে ছুটি দেওয়া হয় । কোরোনা মুক্ত হওয়ায় স্বাস্থ্যকর্মীরা তাঁদের ফুল দিয়ে এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান ।

kolkata
kolkata
author img

By

Published : Apr 26, 2020, 8:50 AM IST

কলকাতা, 26 এপ্রিল : কোরোনা আক্রান্ত আরও সাতজন হাসপাতাল থেকে ছুটি পেলেন । গতকাল একটি সরকারি হাসপাতাল থেকে পাঁচজনকে এবং বেসরকারি একটি হাসপাতাল থেকে দুইজনকে ছুটি দেওয়া হয় ।

বেসরকারি ওই হাসপাতালটি রয়েছে দমদমে । সেখান থেকে ছাড়া পাওয়া দু'জনের মধ্যে একজন সল্টলেকের বাসিন্দা । পঞ্চাশোর্ধ্ব মহিলা । সম্প্রতি তিনি এবং তাঁর স্বামী ইট্যালি থেকে ফিরেছিলেন । তাঁর স্বামীকেও COVID-19-এ আক্রান্ত সন্দেহে বেসরকারি এই হাসপাতালে ভরতি করা হয়েছিল । তবে তাঁর নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে হাসপাতাল থেকে আগেই ছুটি দেওয়া হয়েছে ।

সোদপুর অঞ্চলের বাসিন্দা 48 বছ‍র বয়সি এক ব্যক্তিকেও ছুটি দেওয়া হয় গতকাল । তিনি হাসপাতালের এক নার্সের আত্মীয় । এই দুইজনকে ছুটি দেওয়ার সময় হাসপাতালের কর্মীরা তাঁদের হাতে ফুল দেন এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান ।

কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল থেকেও পাঁচজনকে গতকাল ছুটি দেওয়া হয়েছে । এদিকে গতকাল স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, এদিন পর্যন্ত হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন 105 জন ।

কলকাতা, 26 এপ্রিল : কোরোনা আক্রান্ত আরও সাতজন হাসপাতাল থেকে ছুটি পেলেন । গতকাল একটি সরকারি হাসপাতাল থেকে পাঁচজনকে এবং বেসরকারি একটি হাসপাতাল থেকে দুইজনকে ছুটি দেওয়া হয় ।

বেসরকারি ওই হাসপাতালটি রয়েছে দমদমে । সেখান থেকে ছাড়া পাওয়া দু'জনের মধ্যে একজন সল্টলেকের বাসিন্দা । পঞ্চাশোর্ধ্ব মহিলা । সম্প্রতি তিনি এবং তাঁর স্বামী ইট্যালি থেকে ফিরেছিলেন । তাঁর স্বামীকেও COVID-19-এ আক্রান্ত সন্দেহে বেসরকারি এই হাসপাতালে ভরতি করা হয়েছিল । তবে তাঁর নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে হাসপাতাল থেকে আগেই ছুটি দেওয়া হয়েছে ।

সোদপুর অঞ্চলের বাসিন্দা 48 বছ‍র বয়সি এক ব্যক্তিকেও ছুটি দেওয়া হয় গতকাল । তিনি হাসপাতালের এক নার্সের আত্মীয় । এই দুইজনকে ছুটি দেওয়ার সময় হাসপাতালের কর্মীরা তাঁদের হাতে ফুল দেন এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান ।

কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল থেকেও পাঁচজনকে গতকাল ছুটি দেওয়া হয়েছে । এদিকে গতকাল স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, এদিন পর্যন্ত হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন 105 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.