কলকাতা, 4 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরই বিরোধিতায় সরব হয়েছে অনেকে । পথে নেমেছে একাধিক রাজনৈতিক দল । পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ, মিছিল, সভা সংগঠিত করেছে তৃণমূল কংগ্রেস । কিন্তু, বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে বলে বক্তব্য BJP-র । মানুষকে বোঝাতে তারাও পালটা পথে নেমেছে । রাজ্যের একাধিক জায়গায় মিছিল, সভার পাশাপাশি এলাকায় এলাকায় গিয়ে লিফলেট বিলিও করা হচ্ছে । বেছে নেওয়া হয়েছে বইমেলাকেও । আর সেখানে CAA-র উপর লেখা বইয়ের বিক্রি দেখে খুশি রাজ্য BJP নেতৃত্ব ৷
আন্তর্জাতিক কলকাতা বইমেলায় BJP-র বুক স্টল থেকে বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে CAA-র উপর লেখা বই ৷ মাত্র তিন দিনে সাড়ে তিন হাজার কপি বিক্রিও হয়েছে ৷ যার সবক'টিই CAA-র উপর লেখা ৷ এই বইগুলির চাহিদা থাকায় আরও 500টি কপি নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে৷
বইগুলির মধ্যে "পশ্চিমবঙ্গে NRC চাই" বইটির বিক্রিই সব থেকে বেশি ৷ শ্বেতপত্র নাগরিকত্ব সংশোধনী বিধায়ক, যা ছিল আমার দেশ, রক্ষাকবচ-সহ সবক'টি বইয়ের চাহিদা রয়েছে ৷ বুক স্টলের দায়িত্বপ্রাপ্ত প্রধান সদস্য ও BJP-র ট্রেড ইউনিয়ন নেতা সাধন তালুকদার বলেন, "CAA নিয়ে লেখা বই ব্যাপক সাড়া পাচ্ছে ৷ তিনদিনে সাড়ে তিন হাজার বই বিক্রি হয়েছে ৷ এটা রেকর্ড ৷ আরও 500 কপি নিয়ে আসা হয়েছে ৷ এত বই বিক্র হচ্ছে, আমরা ঠিক করে জোগান দিতে পাচ্ছি না ৷"