ETV Bharat / state

বইমেলায় CAA-র উপর লেখা বইয়ের বিক্রি দেখে খুশি রাজ্য BJP - NRC

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে CAA-র উপর লেখা বই ৷ মাত্র তিন দিনে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার কপি৷

বুক স্টল
বুক স্টল
author img

By

Published : Feb 4, 2020, 1:34 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরই বিরোধিতায় সরব হয়েছে অনেকে । পথে নেমেছে একাধিক রাজনৈতিক দল । পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ, মিছিল, সভা সংগঠিত করেছে তৃণমূল কংগ্রেস । কিন্তু, বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে বলে বক্তব্য BJP-র । মানুষকে বোঝাতে তারাও পালটা পথে নেমেছে । রাজ্যের একাধিক জায়গায় মিছিল, সভার পাশাপাশি এলাকায় এলাকায় গিয়ে লিফলেট বিলিও করা হচ্ছে । বেছে নেওয়া হয়েছে বইমেলাকেও । আর সেখানে CAA-র উপর লেখা বইয়ের বিক্রি দেখে খুশি রাজ্য BJP নেতৃত্ব ৷

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় BJP-র বুক স্টল থেকে বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে CAA-র উপর লেখা বই ৷ মাত্র তিন দিনে সাড়ে তিন হাজার কপি বিক্রিও হয়েছে ৷ যার সবক'টিই CAA-র উপর লেখা ৷ এই বইগুলির চাহিদা থাকায় আরও 500টি কপি নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে৷

BJP-র স্টল জন বার্তা থেকে বিপুল বিক্রি CAA-র উপর লেখা বইয়ের

বইগুলির মধ্যে "পশ্চিমবঙ্গে NRC চাই" বইটির বিক্রিই সব থেকে বেশি ৷ শ্বেতপত্র নাগরিকত্ব সংশোধনী বিধায়ক, যা ছিল আমার দেশ, রক্ষাকবচ-সহ সবক'টি বইয়ের চাহিদা রয়েছে ৷ বুক স্টলের দায়িত্বপ্রাপ্ত প্রধান সদস্য ও BJP-র ট্রেড ইউনিয়ন নেতা সাধন তালুকদার বলেন, "CAA নিয়ে লেখা বই ব্যাপক সাড়া পাচ্ছে ৷ তিনদিনে সাড়ে তিন হাজার বই বিক্রি হয়েছে ৷ এটা রেকর্ড ৷ আরও 500 কপি নিয়ে আসা হয়েছে ৷ এত বই বিক্র হচ্ছে, আমরা ঠিক করে জোগান দিতে পাচ্ছি না ৷"

কলকাতা, 4 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরই বিরোধিতায় সরব হয়েছে অনেকে । পথে নেমেছে একাধিক রাজনৈতিক দল । পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ, মিছিল, সভা সংগঠিত করেছে তৃণমূল কংগ্রেস । কিন্তু, বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে বলে বক্তব্য BJP-র । মানুষকে বোঝাতে তারাও পালটা পথে নেমেছে । রাজ্যের একাধিক জায়গায় মিছিল, সভার পাশাপাশি এলাকায় এলাকায় গিয়ে লিফলেট বিলিও করা হচ্ছে । বেছে নেওয়া হয়েছে বইমেলাকেও । আর সেখানে CAA-র উপর লেখা বইয়ের বিক্রি দেখে খুশি রাজ্য BJP নেতৃত্ব ৷

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় BJP-র বুক স্টল থেকে বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে CAA-র উপর লেখা বই ৷ মাত্র তিন দিনে সাড়ে তিন হাজার কপি বিক্রিও হয়েছে ৷ যার সবক'টিই CAA-র উপর লেখা ৷ এই বইগুলির চাহিদা থাকায় আরও 500টি কপি নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে৷

BJP-র স্টল জন বার্তা থেকে বিপুল বিক্রি CAA-র উপর লেখা বইয়ের

বইগুলির মধ্যে "পশ্চিমবঙ্গে NRC চাই" বইটির বিক্রিই সব থেকে বেশি ৷ শ্বেতপত্র নাগরিকত্ব সংশোধনী বিধায়ক, যা ছিল আমার দেশ, রক্ষাকবচ-সহ সবক'টি বইয়ের চাহিদা রয়েছে ৷ বুক স্টলের দায়িত্বপ্রাপ্ত প্রধান সদস্য ও BJP-র ট্রেড ইউনিয়ন নেতা সাধন তালুকদার বলেন, "CAA নিয়ে লেখা বই ব্যাপক সাড়া পাচ্ছে ৷ তিনদিনে সাড়ে তিন হাজার বই বিক্রি হয়েছে ৷ এটা রেকর্ড ৷ আরও 500 কপি নিয়ে আসা হয়েছে ৷ এত বই বিক্র হচ্ছে, আমরা ঠিক করে জোগান দিতে পাচ্ছি না ৷"

Intro:কলকাতা: আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিজেপির বুক স্টলে CAA নিয়ে সবকটি বই ব্যাপক বিক্রি। মাত্র তিন দিনে সাড়ে তিন হাজার কপি বই বিক্রি হয়েছে। যার সবকটি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে লেখা বই। জন বার্তার এই স্টলটিতে CAA নিয়ে লেখা বই আরো 500 কপি নিয়ে আসা হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস CAA এর বিরোধিতায় আন্দোলন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CAA এর বিরোধিতা রাজ্যজুড়ে মিটিং মিছিল সভা করতে ব্যস্ত তখন সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল বিজেপির বুক স্টল।

পশ্চিমবঙ্গে NRC চাই। এই বইটি সবথেকে বেশি বিক্রি হচ্ছে। শ্বেতপত্র নাগরিকত্ব সংশোধনী বিধায়ক, যা ছিল আমার দেশ, রক্ষাকবচ, সহ সবকটি বই ব্যাপক বিক্রি হচ্ছে। এছাড়া ভারত কেশরী শ্যামাপ্রসাদ, অবহেলিত ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মহান শিক্ষক ও শিক্ষাবিদ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । এই বইগুলো বিক্রি হচ্ছে জোরকদমে।


জনতা বুক স্টলের দায়িত্বপ্রাপ্ত প্রধান সদস্য ও বিজেপির ট্রেড ইউনিয়ন নেতা সাধন তালুকদার বলেন, CAA নিয়ে লেখা সবকটি বই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিন দিনে সাড়ে তিন হাজার বই বিক্রি হয়েছে। যেটা একেবারেই রেকর্ড সংখ্যক। আরো 500 কপি বই নিয়ে আসা হয়েছে। সারা রাজ্য জুড়ে যখন CAA এর বিরোধিতায় আন্দোলন চলছে। তখন কলকাতা বই মেলায় জন বার্তা স্টলে মানুষের ঢল নেমেছে। CAA নিয়ে লেখা পাঁচটি বই একেবারে হটকেকের মতো বিক্রি হচ্ছে। এই বইগুলো আমরা ঠিক করে যোগানো দিতে পারছিনা"


Body:Package Story


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.