ETV Bharat / state

ডাক্তার, ইঞ্জিনিয়র নয়; গবেষণাই লক্ষ্য ICSE-তে সেকেন্ড অন্বেষার

ICSE মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অন্বেষা চট্টোপাধ্যায় । ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ট্রেন্ড ছেড়ে জেনেরাল লাইনেই পড়াশোনা করতে চায় সে । ভবিষ্যতে কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে গবেষণা করার ইচ্ছে রয়েছে তার ।

অন্বেষা চট্টোপাধ্যায়
author img

By

Published : May 7, 2019, 10:01 PM IST

Updated : May 11, 2019, 3:08 PM IST

কলকাতা, ৭ মে : ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে ICSE মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অন্বেষা চট্টোপাধ্যায় । এছাড়াও ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের আরও তিন পড়ুয়া । ভবিষ্যতে কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে গবেষণা করতে চায় সে ।

প্রশ্ন : এত ভালো ফলাফল । কেমন লাগছে এবং কতটা প্রত‍্যাশিত ছিল ?

অন্বেষা : খুব আনন্দ হচ্ছে । সবাই অভিনন্দন জানাচ্ছে । খুব গর্ব হচ্ছে নিজের উপর । প্রথমে বিশ্বাস হয়নি। তারপর যখন TV-তে দেখলাম তখন খুব আনন্দ হল । আনএক্সপেক্টেড ছিল। ৯৬ বা ৯৭ শতাংশ পর্যন্ত এক্সপেক্ট করেছিলাম। তার বেশি যে হবে এক্সপেক্ট করিনি।

প্রশ্ন : প্রস্তুতি কীভাবে নিয়েছিলে ? সারাদিন কি বইয়ের মধ্যে মাথা গুঁ-জে বসে থাকতে ? নাকি সবকিছুকে নিয়েই চলত পড়াশোনার প্রস্তুতি ?

উত্তর : আমি গার্ডেন হাইস্কুল এবং ফিটজি দুটোই করেছি । অনেকে ভাবে দু'টো একসঙ্গে করলে খুব চাপ হয়ে যায় । কিন্তু সেরকম কিছু হয়নি । চাপে একদমই ছিলাম না । প্রতিদিন পড়েছি । পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা ওরকম কিছু না । প্রতিদিন পড়াশোনা করেছি । ঠিকঠাক টাইমে পড়েছি । আর বেশি কিছু করতে হয়নি এর জন্য ।

প্রশ্ন : আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করতে চাও ?

উত্তর : ইলেভেনে আমি পিওর সায়েন্স নিয়ে পড়ছি । তারপর জেনেরাল লাইনে পড়ার ইচ্ছা আছে । ইচ্ছা আছে রিসার্চের দিকে যাওয়ার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রশ্ন : এখনকার দিনে বেশিরভাগই ডাক্তার বা ইঞ্জিনিয়র হতে চায় । সেখানে দাঁড়িয়ে গবেষণা কেন ?

উত্তর : আমার মা P.hd করেছেন । তাই আমার ইচ্ছে মায়ের মতো হওয়ার । ইঞ্জিনিয়র আর ডাক্তার সবাই হতে চায়, সবাই করছে । তার থেকে একটু অন্যরকম । আর ওই দু'টো আকর্ষণ করে না খুব একটা। তাই রিসার্চেই যাওয়ার ইচ্ছা আছে ।

প্রশ্ন : শুধু কি পড়াশোনা করতে ? না নিজের হবিগুলোকেও সময় দিতে ?

উত্তর : না । গল্পের বই পড়তে ভালো লাগত, তাই গল্পের বই পড়তাম । রোজই গান শুনতাম । গান করতাম । শুধু পড়াশোনা নয় । তাহলে খুব মানসিক চাপ পড়ে যায় ।

প্রশ্ন : সবথেকে পছন্দের লেখক কে ?

উত্তর : সবথেকে ফেভারিট অথর আগাথা ক্রিস্টি । রিসেন্টলি খালেদ হোসেইনি পড়লাম । সেটাও খুব ভালো লেগেছে ।

প্রশ্ন : কী ধরনের গান করো ?

উত্তর : আমি গান শিখি রবীন্দ্রসংগীত আর ক্লাসিক্যাল । তবে নতুন ইংরাজি গান শুনতে ভালোবাসি । রবীন্দ্রসংগীতও ভালো লাগে । কিন্তু ইংরাজিটাই বেশি শুনি ।

অন্বেষার কাছে এই ফলাফল অপ্রত্যাশিত হলেও সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় ও রাজ্যে প্রথম কাঁকুড়গাছির পূর্বাচল বিদ্যামন্দিরের রাজ ঘোষের কাছে এই ফলাফল প্রত্যাশিতই ছিল । সে জানিয়েছে, ভবিষ্যতে AIIMS -এর চিকিৎসক হওয়ার স্বপ্ন তার । এখন বায়োলজি নিয়েই পড়াশোনা করছে সে। সর্বভারতীয় মেধাতালিকায় তৃতীয় সংলাপ ব‍্যানার্জি বলেন, "এরকম একদমই ভাবতে পারিনি । ৯৭ শতাংশ এক্সপেক্ট করছিলাম। কিন্তু ৯৯.২০ শতাংশ সেটা একদমই ভাবতে পারিনি । এরপর জয়েন্টে ভালো স্কোর করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে IIT-তে পড়ার ইচ্ছা রয়েছে ।"

কলকাতা, ৭ মে : ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে ICSE মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অন্বেষা চট্টোপাধ্যায় । এছাড়াও ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের আরও তিন পড়ুয়া । ভবিষ্যতে কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে গবেষণা করতে চায় সে ।

প্রশ্ন : এত ভালো ফলাফল । কেমন লাগছে এবং কতটা প্রত‍্যাশিত ছিল ?

অন্বেষা : খুব আনন্দ হচ্ছে । সবাই অভিনন্দন জানাচ্ছে । খুব গর্ব হচ্ছে নিজের উপর । প্রথমে বিশ্বাস হয়নি। তারপর যখন TV-তে দেখলাম তখন খুব আনন্দ হল । আনএক্সপেক্টেড ছিল। ৯৬ বা ৯৭ শতাংশ পর্যন্ত এক্সপেক্ট করেছিলাম। তার বেশি যে হবে এক্সপেক্ট করিনি।

প্রশ্ন : প্রস্তুতি কীভাবে নিয়েছিলে ? সারাদিন কি বইয়ের মধ্যে মাথা গুঁ-জে বসে থাকতে ? নাকি সবকিছুকে নিয়েই চলত পড়াশোনার প্রস্তুতি ?

উত্তর : আমি গার্ডেন হাইস্কুল এবং ফিটজি দুটোই করেছি । অনেকে ভাবে দু'টো একসঙ্গে করলে খুব চাপ হয়ে যায় । কিন্তু সেরকম কিছু হয়নি । চাপে একদমই ছিলাম না । প্রতিদিন পড়েছি । পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা ওরকম কিছু না । প্রতিদিন পড়াশোনা করেছি । ঠিকঠাক টাইমে পড়েছি । আর বেশি কিছু করতে হয়নি এর জন্য ।

প্রশ্ন : আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করতে চাও ?

উত্তর : ইলেভেনে আমি পিওর সায়েন্স নিয়ে পড়ছি । তারপর জেনেরাল লাইনে পড়ার ইচ্ছা আছে । ইচ্ছা আছে রিসার্চের দিকে যাওয়ার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রশ্ন : এখনকার দিনে বেশিরভাগই ডাক্তার বা ইঞ্জিনিয়র হতে চায় । সেখানে দাঁড়িয়ে গবেষণা কেন ?

উত্তর : আমার মা P.hd করেছেন । তাই আমার ইচ্ছে মায়ের মতো হওয়ার । ইঞ্জিনিয়র আর ডাক্তার সবাই হতে চায়, সবাই করছে । তার থেকে একটু অন্যরকম । আর ওই দু'টো আকর্ষণ করে না খুব একটা। তাই রিসার্চেই যাওয়ার ইচ্ছা আছে ।

প্রশ্ন : শুধু কি পড়াশোনা করতে ? না নিজের হবিগুলোকেও সময় দিতে ?

উত্তর : না । গল্পের বই পড়তে ভালো লাগত, তাই গল্পের বই পড়তাম । রোজই গান শুনতাম । গান করতাম । শুধু পড়াশোনা নয় । তাহলে খুব মানসিক চাপ পড়ে যায় ।

প্রশ্ন : সবথেকে পছন্দের লেখক কে ?

উত্তর : সবথেকে ফেভারিট অথর আগাথা ক্রিস্টি । রিসেন্টলি খালেদ হোসেইনি পড়লাম । সেটাও খুব ভালো লেগেছে ।

প্রশ্ন : কী ধরনের গান করো ?

উত্তর : আমি গান শিখি রবীন্দ্রসংগীত আর ক্লাসিক্যাল । তবে নতুন ইংরাজি গান শুনতে ভালোবাসি । রবীন্দ্রসংগীতও ভালো লাগে । কিন্তু ইংরাজিটাই বেশি শুনি ।

অন্বেষার কাছে এই ফলাফল অপ্রত্যাশিত হলেও সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় ও রাজ্যে প্রথম কাঁকুড়গাছির পূর্বাচল বিদ্যামন্দিরের রাজ ঘোষের কাছে এই ফলাফল প্রত্যাশিতই ছিল । সে জানিয়েছে, ভবিষ্যতে AIIMS -এর চিকিৎসক হওয়ার স্বপ্ন তার । এখন বায়োলজি নিয়েই পড়াশোনা করছে সে। সর্বভারতীয় মেধাতালিকায় তৃতীয় সংলাপ ব‍্যানার্জি বলেন, "এরকম একদমই ভাবতে পারিনি । ৯৭ শতাংশ এক্সপেক্ট করছিলাম। কিন্তু ৯৯.২০ শতাংশ সেটা একদমই ভাবতে পারিনি । এরপর জয়েন্টে ভালো স্কোর করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে IIT-তে পড়ার ইচ্ছা রয়েছে ।"

Intro:কলকাতা, 7 মে: দেশের সেরাদের তালিকায় ICSE-তে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে অন্বেষা চট্টোপাধ্যায়। অন্বেষা ছাড়াও 99.40 শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের আরো তিন পড়ুয়া। তারাই একসঙ্গে রাজ্যের মধ্যে প্রথম। বর্তমানের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ট্রেন্ড ছেড়ে জেনারেল লাইনেই পড়াশোনা করতে চায় অন্বেষা। বর্তমানে পিওর সাইন্স নিয়ে গার্ডেন হাই স্কুলে পড়াশোনা করছে সে। ভবিষ্যতে কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে গবেষণা করতে চায় সে।




Body:প্র: এত ভালো ফলাফল। কেমন লাগছে এবং কতটা প্রত‍্যাশিত ছিল এটা?
উ: খুব আনন্দ হচ্ছে। সবাই কংগ্রাচুলেশনস বলছে। খুব গর্ব লাগছে নিজের উপর। প্রথমে আমাকে ফোন করে বলা হয়েছে। ওরা টিভিতে দেখেছে। আমার প্রথমে বিশ্বাস হয়নি। তারপরে যখন টিভি খুলে দেখলাম তখন আমার খুব আনন্দ হল। প্রথমে প্রথমে বিশ্বাস হচ্ছিল না। পরে রিয়েলাইজ করলাম এটাই হয়েছে। তখন খুব খুশি হলাম। আনএক্সপেক্টেড ছিল। 96 বা 97 অব্দি এক্সপেক্ট করেছিলাম। তার বেশি যে হবে অত এক্সপেক্ট করিনি।

প্র: প্রস্তুতি কিভাবে নিয়েছিলে? সারাদিন কি বইয়ের মতোই মাথা গুঁজে বসে থাকতে? নাকি সবকিছুকে নিয়েই চলত পড়াশোনার প্রস্তুতি?
উ: আমি গার্ডেন হাই স্কুল এবং ফিটজি দুটোই করেছি। অনেকে ভাবে দুটো একসাথে করলে খুব চাপ হয়ে যায়। কিন্তু, সে রকম কিছু হয়নি। চাপে একদমই ছিলাম না আমি। প্রতিদিন পড়েছি। পরীক্ষার আগের রাত জেগে পড়াশোনা ওরকম কিছু না। প্রতিদিন পড়াশোনা করেছি। ঠিকঠাক টাইম পড়েছি। আর বেশি কিছু করতে হয়নি এর জন্য।

প্র: আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করতে চাও?
উ: ইলেভেনে আমি পিওর সায়েন্স নিয়ে পড়ছি। তারপরে জেনারেল লাইনে পড়ার ইচ্ছা আছে, রিসার্চের দিকে যাওয়ার।

প্র: এখনকার দিনে বেশিরভাগই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়। সেখানে দাঁড়িয়ে গবেষণা কেন?
উ: আমার মা P.hD করেছেন। তো সেটা একদিকে ইচ্ছে আমার ওরকম হওয়ার। ইঞ্জিনিয়ারিং আর ডাক্তার সবাই হতে চায়, সবাই করছে। তার থেকে একটু অন্যরকম। আর ওই দুটো আকর্ষণ করে না খুব একটা। তাই রিসার্চেই যাওয়ার ইচ্ছা আছে।

প্র: শুধু কি পড়াশোনা করা হত? না নিজের হবিগুলোকেও সময় দিতে?
উ: না। আমার গল্প বই পড়তে ভালো লাগতো, তাই গল্পের বই পড়তাম। রোজই গান শুনতাম। গান শুনতাম। শুধু পড়াশোনা নয়। তাহলে খুব মানসিক চাপ পড়ে যায়।

প্র: সবথেকে পছন্দের লেখক কে?
উ: সবথেকে ফেভারিট অথর আগাথা ক্রিস্টি। রিসেন্টলি খালেদ হোসেন পড়লাম। তো সেটাও খুব ভালো লেগেছে। কিন্তু, আগাথা ক্রিস্টি এখনও।

প্র: কী ধরনের গান কর?
উ: আমি তো গান শিখি রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল। গান শুনতে ভালবাসি ইংলিশের নতুন যে সব বেড়িয়েছে। রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে কিন্তু ইংলিশটাই বেশি শুনি।



Conclusion:অন্বেষার কাছে এই ফলাফল অপ্রত্যাশিত হলেও সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় ও রাজ্যে প্রথম কাঁকুড়গাছির পূর্বাচল বিদ‍্যামন্দিরের রাজ ঘোষের কাছে এই ফলাফল প্রত্যাশিতই ছিল। সে জানিয়েছে, ভবিষ্যতে AIIMS -এর চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। এখন বায়োলজি নিয়েই পড়াশোনা করছে সে। সর্বভারতীয় মেধাতালিকায় তৃতীয় সংলাপ ব‍্যানার্জি বলেন, "এ রকম একদমই ভাবতে পারিনি। 97 পারসেন্ট এক্সপেক্ট করছিলাম। কিন্তু, 99.20 সেটা একদমই ভাবতে পারিনি। এরপরে আমি জয়েন্টে ভালো স্কোর করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে IIT-তে পড়তে চাইছি।"
Last Updated : May 11, 2019, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.