কলকাতা, 4 জুন : ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। মূলত এই দাবি নিয়ে গতকাল CESC-র সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসে ডেপুটেশন দিতে গিয়েছিলেন ABECA-র সদস্যরা। সেখানে বিক্ষোভ দেখানোর পর CESC-র নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় ABECA-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যদের। এর জেরে উত্তেজনা ছড়ায়।
আমফান ঘূর্ণিঝড়ের পর বিদ্যুৎ সংযোগে দেরির জন্য 24 ঘণ্টা পর দিন প্রতি 500 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, বিনা রিডিংয়ে বিল করা চলবে না, সব ওভারহেড লাইন আন্ডারগ্রাউন্ড করতে হবে, লকডাউনে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে, ক্ষুদ্র শিল্প ও ব্যবসায় বিদ্যুৎ বিল মকুব করতে হবে- ইত্যাদি দাবি নিয়ে CESC-র সদর দপ্তরে ডেপুটেশন দিতে গিয়েছিল ABECA।
ABECA-র কলকাতা জেলা কমিটির সদস্য প্রদীপ প্রামাণিক জানিয়েছেন, CESC-র ভিক্টোরিয়া হাউসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। গরিব মানুষের জন্য কলকাতা বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছে আবেদন জানাতে যাওয়া হয়েছিল। শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির পর ডেপুটেশন দিতে যাওয়ার সময় ABECA-র সদস্যদের উপর চড়াও হয় কলকাতা বিদ্যুৎ বণ্টন সংস্থার নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী পাঠানো হয়। CESC-র পক্ষ থেকে ABECA-র ডেপুটেশন নেওয়া হয়েছে। কিন্তু, তাঁদের দাবিগুলি মেনে নেয়নি কলকাতা বিদ্যুৎ বণ্টন সংস্থা।