ETV Bharat / state

নিয়োগের দাবিতে রাস্তায় প্রতীকী পাঠশালা গড়ে আন্দোলন শিক্ষক পদপ্রার্থীদের - School teacher candidates stage protest at college street

অবস্থান অনশন বিক্ষোভ সবরকম করে দেখেছেন ওয়েটিং লিস্টে থাকা শিক্ষক নিয়োগের প্রার্থীরা ৷ এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ব্যস্ত কলেজ স্ট্রিটের একধারে প্রতীকী পাঠশালা তৈরি করে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ অভিযোগ, শিক্ষামন্ত্রী তাঁদের অযোগ্য বলেছেন ৷ তার জবাব দিতেই এই প্রতীকী পাঠশালা ৷

agitation of waiting teacher recruitment candidates
রাস্তায় পাঠশালা গড়ে নিয়োগের দাবি শিক্ষক পদপ্রার্থীদের
author img

By

Published : Mar 14, 2021, 8:06 AM IST

কলকাতা, 14 মার্চ : কখনও অবস্থান-অনশন, কোথাও পথ অবরোধ, কখনও বা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ ৷ চাকরির দাবিতে সবরকম ভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । আজ সেই আন্দোলনের রূপ কিছুটা বদলালেন তাঁরা । রাস্তার ধারেই গড়ে তুললেন প্রতীকী পাঠশালা । কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে রাস্তার ধারে প্রায় দেড় ঘণ্টা ধরে বাংলা, সংস্কৃত, জীবনবিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ে ক্লাস নিলেন হবু শিক্ষকরা । আর পড়ুয়া হয়ে ক্লাস করলেন অন্যান্য ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা ।

2019 সাল থেকেই ওয়েটিং লিস্টে থাকা সকল প্রার্থীর নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । দীর্ঘদিনের অনশন হয়েছিল । লোকসভা নির্বাচনের আগে আগে মুখ্যমন্ত্রী এসে নিয়োগের আশ্বাস দিলে প্রত্যাহার করা হয়েছিল অনশন-অবস্থান কর্মসূচি । কিন্তু তারপর থেকে প্রায় দু'বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি ।

বহুবার আবেদন-নিবেদনের পর অবশেষে 2021 সালের জানুয়ারি মাসে সল্টলেকে সেন্ট্রাল পার্কের পাঁচ নম্বর গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । বেশ কয়েকদিন অবস্থান চলার পরেও সরকারের তরফে কোনও আশ্বাস না পাওয়ায় অনশনও শুরু করেন তাঁরা । শনিবার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের অবস্থানের 43তম দিন ও অনশনের 33তম দিন ।

সল্টলেকে অবস্থান-অনশনের পাশাপাশি কখনও কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ, আবার কখনও শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । দাবি একটাই, সকল ওয়েটিং প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে । কিন্তু এতকিছু করার পরেও দাবি মেটেনি । মেলেনি আশ্বাস । অভিযোগ, তাঁদের অযোগ্য বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ।

তাই যোগ্যতার প্রমাণ দিতেই শনিবার এই প্রতীকী পাঠশালা করা হয় বলে জানান তাঁরা । দুপুর আড়াইটে নাগাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ব্যস্ত কলেজ স্ট্রিটের একধারে প্রতীকী পাঠশালার সূচনা করেন চাকরিপ্রার্থীরা । স্কুলের মতোই প্রথমে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয় পাঠশালা । তারপরে রাস্তার ধারে পার্ক করা গাড়ির উপর সাদা বোর্ড রেখে একের পর এক বিষয়ের ক্লাস নেন হবু এই শিক্ষক-শিক্ষিকারা । বাংলা, সংস্কৃত, জীবনবিজ্ঞানের মতো বিষয়গুলির ক্লাস নেন তাঁরা । সেই ক্লাস করেন অন্যান্য চাকরিপ্রার্থীরা । তবে হাতে খাতা-পেনের পরিবর্তে তাঁদের হাতে ছিল চাকরির দাবিতে স্লোগান লেখা থালা । প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই প্রতীকী পাঠশালা । বিকেল চারটে নাগাদ শেষ হয় ।

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

আন্দোলনের এই অন্যরূপ নিয়ে বিক্ষোভকারীদের তরফে তৃণা হালদার বলেন,"আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না । আমরা স্কুলে যেতে পারছি না । তাই আমরা প্রতীকী ক্লাস করেছি । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কাছে রাস্তাতেই ক্লাসরুম করেছি । সেখানে আমরাই শিক্ষক ও আমরাই ছাত্র হয়েছি । আমরা যে যোগ্য সেটার উদাহরণ দিয়েছি ৷ আমরা সবরকম পরিস্থিতিতেই শিক্ষকতা করার যোগ্য । মুখ্যমন্ত্রীর বাড়ির ওখানে আমাদের অবস্থান-বিক্ষোভের পরে আমরা শুনেছিলাম শিক্ষামন্ত্রী আমাদের অযোগ্য বলেছেন । সেটার উত্তর দেওয়ার জন্যই আজ আমরা এটা করি ।"

কলকাতা, 14 মার্চ : কখনও অবস্থান-অনশন, কোথাও পথ অবরোধ, কখনও বা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ ৷ চাকরির দাবিতে সবরকম ভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । আজ সেই আন্দোলনের রূপ কিছুটা বদলালেন তাঁরা । রাস্তার ধারেই গড়ে তুললেন প্রতীকী পাঠশালা । কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে রাস্তার ধারে প্রায় দেড় ঘণ্টা ধরে বাংলা, সংস্কৃত, জীবনবিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ে ক্লাস নিলেন হবু শিক্ষকরা । আর পড়ুয়া হয়ে ক্লাস করলেন অন্যান্য ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা ।

2019 সাল থেকেই ওয়েটিং লিস্টে থাকা সকল প্রার্থীর নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । দীর্ঘদিনের অনশন হয়েছিল । লোকসভা নির্বাচনের আগে আগে মুখ্যমন্ত্রী এসে নিয়োগের আশ্বাস দিলে প্রত্যাহার করা হয়েছিল অনশন-অবস্থান কর্মসূচি । কিন্তু তারপর থেকে প্রায় দু'বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি ।

বহুবার আবেদন-নিবেদনের পর অবশেষে 2021 সালের জানুয়ারি মাসে সল্টলেকে সেন্ট্রাল পার্কের পাঁচ নম্বর গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । বেশ কয়েকদিন অবস্থান চলার পরেও সরকারের তরফে কোনও আশ্বাস না পাওয়ায় অনশনও শুরু করেন তাঁরা । শনিবার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের অবস্থানের 43তম দিন ও অনশনের 33তম দিন ।

সল্টলেকে অবস্থান-অনশনের পাশাপাশি কখনও কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ, আবার কখনও শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । দাবি একটাই, সকল ওয়েটিং প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে । কিন্তু এতকিছু করার পরেও দাবি মেটেনি । মেলেনি আশ্বাস । অভিযোগ, তাঁদের অযোগ্য বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ।

তাই যোগ্যতার প্রমাণ দিতেই শনিবার এই প্রতীকী পাঠশালা করা হয় বলে জানান তাঁরা । দুপুর আড়াইটে নাগাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ব্যস্ত কলেজ স্ট্রিটের একধারে প্রতীকী পাঠশালার সূচনা করেন চাকরিপ্রার্থীরা । স্কুলের মতোই প্রথমে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয় পাঠশালা । তারপরে রাস্তার ধারে পার্ক করা গাড়ির উপর সাদা বোর্ড রেখে একের পর এক বিষয়ের ক্লাস নেন হবু এই শিক্ষক-শিক্ষিকারা । বাংলা, সংস্কৃত, জীবনবিজ্ঞানের মতো বিষয়গুলির ক্লাস নেন তাঁরা । সেই ক্লাস করেন অন্যান্য চাকরিপ্রার্থীরা । তবে হাতে খাতা-পেনের পরিবর্তে তাঁদের হাতে ছিল চাকরির দাবিতে স্লোগান লেখা থালা । প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই প্রতীকী পাঠশালা । বিকেল চারটে নাগাদ শেষ হয় ।

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

আন্দোলনের এই অন্যরূপ নিয়ে বিক্ষোভকারীদের তরফে তৃণা হালদার বলেন,"আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না । আমরা স্কুলে যেতে পারছি না । তাই আমরা প্রতীকী ক্লাস করেছি । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কাছে রাস্তাতেই ক্লাসরুম করেছি । সেখানে আমরাই শিক্ষক ও আমরাই ছাত্র হয়েছি । আমরা যে যোগ্য সেটার উদাহরণ দিয়েছি ৷ আমরা সবরকম পরিস্থিতিতেই শিক্ষকতা করার যোগ্য । মুখ্যমন্ত্রীর বাড়ির ওখানে আমাদের অবস্থান-বিক্ষোভের পরে আমরা শুনেছিলাম শিক্ষামন্ত্রী আমাদের অযোগ্য বলেছেন । সেটার উত্তর দেওয়ার জন্যই আজ আমরা এটা করি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.