ETV Bharat / state

SC on Suvendu Adhikari: সুপ্রিম কোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর, আপাতত গ্রেফতার নয় - Suvendu Adhikari Supreme Court News

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে ৷

ETV Bharat
সুপ্রিম কোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর
author img

By

Published : Aug 4, 2023, 1:16 PM IST

Updated : Aug 4, 2023, 1:55 PM IST

নয়াদিল্লি, 4 অগস্ট: স্বস্তি পেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার সকালে বিজেপি বিধায়ককে গ্রেফতার করা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ এর আগে 27 জুলাই রক্ষাকবচ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু ৷

20 জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় নির্দেশ দেন, পুলিশ প্রয়োজন মনে করলে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে ৷ তদন্ত করতে পারবে ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ আজ কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট ৷

শুক্রবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর মামলাটি আরেকবার নতুন করে খতিয়ে দেখুক ৷ বেঞ্চ জানায়, 20 জুলাই আদালত যে নির্দেশ দিয়েছে, তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে হলফনামা জমা দেওয়ার সুযোগ দেওয়া হোক ৷ তারপর অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে ৷

আরও পড়ুন: শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, পালটা মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

এই বেঞ্চের সদস্য বিচারপতি জে পি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র ৷ বেঞ্চ বলে, "আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করছি, তিনি যেন নতুন করে মামলাটি শোনেন ৷ 20 জুলাইয়ের নির্দেশটি আপাতত স্থগিত থাক ৷"

গত বছরের সেপ্টেম্বর এবং পরে ডিসেম্বরে কলকাতা হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয়, তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর দায়ের করতে পারবে না ৷ 8 ডিসেম্বর বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানিয়েছিলেন, বিজেপি নেতাকে গ্রেফতার করতে হলে আদালতকে জানাতে হবে ৷ তাঁর বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ করতে পারবে না পুলিশ ৷

এরপর জুন মাসের প্রথম দিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয় ৷ 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন হয় ৷ এই সময় শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সুমন সিং ৷ তাঁর অভিযোগ, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে বিতর্কিত মন্তব্য করছেন ৷ তিনি বিজেপি নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছিলেন ৷

20 জুলাই সেই মামলায় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় নির্দেশ দেন, পুলিশ প্রয়োজন মনে করলে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে ৷ এমনকী তাঁর বিরুদ্ধে তদন্তও হবে ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই মামলায় আজ শীর্ষ আদালত বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে ৷

আরও পড়ুন: শুভেন্দুর রক্ষাকবচে চিড় ! হাইকোর্টের নির্দেশে এফআইআর করে ব্যবস্থা নিতে পারবে পুলিশ

নয়াদিল্লি, 4 অগস্ট: স্বস্তি পেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার সকালে বিজেপি বিধায়ককে গ্রেফতার করা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ এর আগে 27 জুলাই রক্ষাকবচ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু ৷

20 জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় নির্দেশ দেন, পুলিশ প্রয়োজন মনে করলে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে ৷ তদন্ত করতে পারবে ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ আজ কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট ৷

শুক্রবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর মামলাটি আরেকবার নতুন করে খতিয়ে দেখুক ৷ বেঞ্চ জানায়, 20 জুলাই আদালত যে নির্দেশ দিয়েছে, তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে হলফনামা জমা দেওয়ার সুযোগ দেওয়া হোক ৷ তারপর অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে ৷

আরও পড়ুন: শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, পালটা মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

এই বেঞ্চের সদস্য বিচারপতি জে পি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র ৷ বেঞ্চ বলে, "আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করছি, তিনি যেন নতুন করে মামলাটি শোনেন ৷ 20 জুলাইয়ের নির্দেশটি আপাতত স্থগিত থাক ৷"

গত বছরের সেপ্টেম্বর এবং পরে ডিসেম্বরে কলকাতা হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয়, তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর দায়ের করতে পারবে না ৷ 8 ডিসেম্বর বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানিয়েছিলেন, বিজেপি নেতাকে গ্রেফতার করতে হলে আদালতকে জানাতে হবে ৷ তাঁর বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ করতে পারবে না পুলিশ ৷

এরপর জুন মাসের প্রথম দিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয় ৷ 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন হয় ৷ এই সময় শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সুমন সিং ৷ তাঁর অভিযোগ, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে বিতর্কিত মন্তব্য করছেন ৷ তিনি বিজেপি নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছিলেন ৷

20 জুলাই সেই মামলায় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় নির্দেশ দেন, পুলিশ প্রয়োজন মনে করলে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে ৷ এমনকী তাঁর বিরুদ্ধে তদন্তও হবে ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই মামলায় আজ শীর্ষ আদালত বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে ৷

আরও পড়ুন: শুভেন্দুর রক্ষাকবচে চিড় ! হাইকোর্টের নির্দেশে এফআইআর করে ব্যবস্থা নিতে পারবে পুলিশ

Last Updated : Aug 4, 2023, 1:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.