কলকাতা, 1 অক্টোবর: বাঁকুড়ায় মৃত শিশুদের পরিবারের সঙ্গে রবিবার দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল ৷ সেই দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনও ৷ তিনি এ দিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তোলেন । স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করার পর তৃণমূল নেতা শান্তনু সেন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, " যদি নরেন্দ্র মোদি সরকার এতটা প্রতিহিংসাপরায়ণ না হত, তাহলে আমরা বিষ্ণুপুরের রোহন (5 বছর), নিসা (4 বছর) ও অঙ্কুশকে (3 বছর) হারাতাম না । মাটির দেওয়াল ধসের কারণে তাদের মৃত্যু হয়েছে । যদিও এই পরিবারগুলি আরও 11 লক্ষ পরিবারের মতো আবাস যোজনার তালিকাভুক্ত ছিল । মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন ।"
- https://m.facebook.com/story.php?story_fbid=3517018251906689&id=100007956464513&mibextid=9R9pXO
কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে তাঁর আরও বক্তব্য, নরেন্দ্র মোদি সরকার যদি টাকা বরাদ্দ করত তাহলে তিন মূল্যবান সন্তানের প্রাণ যেত না । তৃণমূলের তরফে আজ তাদের বাড়ি পরিদর্শন করা হয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিছু সহায়তাও পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । মৃত শিশুদের পরিবারকে দিল্লি নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন শান্তনু সেন । তিনি জানান, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে আজ দিল্লি যাবেন তিনজন মৃত শিশুর বাবা জয়দেব সর্দার, প্রশান্ত সর্দার এবং চণ্ডী সর্দার । রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁদের দেখাশোনা করছেন ।
অন্যদিকে বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করে সিপিএমের অভিযোগ, মোদি-দিদির মেকি লড়াই আর ব্যাপক দুর্নীতির জন্য আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত বাংলার বহু মানুষ । কংগ্রেসের অভিযোগ, চুরি দুর্নীতিতে জড়িত তৃণমূলের জন্মই লাশের রাজনীতির মাধ্যমে ।
আরও পড়ুন: খেলতে খেলতে আচমকাই ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ে মৃত 3 শিশু
প্রসঙ্গত, টানা বৃষ্টিতে বাঁকুড়ার বাঁকাদহে হিমঘর শ্রমিক ও খেতমজুর ভক্ত সর্দারের ভাঙাবাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন শিশুর । আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি পাননি ভক্ত সর্দার বলে অভিযোগ । এই ঘটনায় বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ওই গ্রামে যেমন শোকের ছায়া নেমে এসেছে ৷ তেমনই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ।