বিধাননগর, ৩০ মার্চ : তাঁর বাড়ি গিয়ে BJP নেতা মুকুল রায়ের লুচি-আলুর দম খাওয়া থেকে শুরু হয়েছিল জল্পনার। এরপর তা জিইয়ে রেখেছিলেন সব্যসাচী দত্ত নিজেই। মারোয়াড়ি সমাজের অনুষ্ঠানে তাঁর মুখে শোনা গিয়েছিল "ভারত মাতা কি জয়"। এবার সুজিত বসুর হোলি প্রীতি সম্মেলনে আমন্ত্রিতর তালিকায় নেই তাঁর নাম।
আগামীকাল সল্টলেকের BF ব্লকে হোলি প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই আমন্ত্রণপত্রে আহ্বায়কের জায়গায় নাম রয়েছে সুজিত বসুর। আর এই অনুষ্ঠানে ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, পূর্ণেন্দু বসু, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে জেলা তৃণমূলের নেতা-নেত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। শুধু নাম নেই সব্যসাচী দত্তর।
লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগে একদিন সন্ধেয় হঠাৎই সব্যসাচীর বাড়িতে যান মুকুল রায়। শুরু হয় জল্পনা। কিন্তু, মুকুলবাবু জানান, লুচি-আলুরদম খেতে গেছিলেন। যখনই খিদে পায় চলে যান। তাতেও জল্পনা থামেনি।
এরপর দোলের দিন সল্টলেকে মারোয়াড়ি সমাজের একটি অনুষ্ঠানে জল্পনাকে আরও একবার উসকে দেন সব্যসাচী দত্ত। বলেন, "মেয়র থাকি বা না থাকি, বিধায়ক থাকি বা না থাকি, আমি আপনাদের ঘরের ছেলে হয়ে থাকতে চাই।" তাঁর মুখে শোনা যায় "ভারত মাতা কি জয়"। যা সাধারণত শোনা যায় BJP নেতাদের মুখে।
এবার সুজিত বসুর আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রাখা হল না সব্যসাচী দত্তকে। তার উপর যেই ওয়ার্ডে এই অনুষ্ঠান হবে সেটি সব্যসাচীর নিজের ওয়ার্ড। আর সেখানেই দলের নেতার অনুষ্ঠানে তাঁর ডাক না পাওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।