ETV Bharat / state

Justice Rajasekhar Mantha: বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বয়কট উঠল !

বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল শাসকদল পক্ষের আইনজীবীরা ৷ সে নিয়ে তুলকালাম পর্ব মিটল আজ ৷ এখন আর বিচারপতি এজলাসে ঢুকতে কোনও বাধা নেই (Justice Rajasekhar Mantha Bench) ৷

Calcutta High Court
বিচারপতি রাজাশেখর মান্থা
author img

By

Published : Jan 11, 2023, 12:35 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: অবশেষে রণে ভঙ্গ ! বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এলেন শাসকদল পক্ষের আইনজীবীরা ৷ বুধবার হাইকোর্ট বারের সম্পাদক বিশ্বব্রত বসু মৌলিক বলেন, "বারের সম্পাদক হিসেবে আশ্বস্ত করছি, এই এজলাসের সামনে আর কিছু হবে না ৷ তবে দু'পক্ষ না থাকলে সেই মামলায় কোনও রায় না দেওয়ার অনুরোধ জানাচ্ছি ৷"

বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, "আমার একটা অনুরোধ, আদালতের সম্মান নষ্ট করবেন না ৷" পাশাপাশি আর কোনও আদালতের সামনে যাতে এই রকম সমস্যা তৈরি করা না হয়, তা দেখার নির্দেশ দেন তিনি ৷ বুধবার আর বিচারপতির এজলাসের দরজা কেউ আটকাননি (Ruling Party Lawyers retreat from boycott of Justice Rajasekhar Mantha Bench) ৷ সব আইনজীবী এজলাসে ঢুকতে পারছেন ৷ বিশ্বব্রত বসু মল্লিক বিচারপতি রাজাশেখর মান্থার কাছে আবেদন করে বলেন, "সমস্যা সমাধানের চেষ্টা করছি ৷ আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে ৷ ততক্ষণ পর্যন্ত দু'পক্ষের উপস্থিতি ছাড়া আপনি কোনও নির্দেশিকা জারি করবেন না, এটা আপনার কাছে অনুরোধ ৷"

আরও পড়ুন: বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট! স্তম্ভিত প্রধান বিচারপতি

বিচারপতি মান্থা বলেন, "আপনি বারের সম্পাদক ৷ আপনারা প্রবীণ আইনজীবীরা বিষয়টার দিকে বিশেষভাবে নজর দিন ৷ শুধু আমার এজলাস নয়, যাতে কোনও বিচারপতির এজলাসে এধরনের ঘটনা না ঘটে, সেদিকে বিশেষভাবে নজর দিন ৷ এতে কলকাতা হাইকোর্টের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে ৷"

উল্লেখ্য বিচারপতি রাজাশেখর মান্থা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাতী রায়দান করছেন দাবি করে আগেও তাঁর বেঞ্চ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল শাসকদলের আইনজীবী ৷ গত পরশুদিন ফের তাঁর বেঞ্চ বয়কট করা নিয়ে হাইকোর্টের 13 নম্বর কক্ষের সামনে উত্তেজনা তৈরি হয় । পাশাপাশি হাইকোর্টের বাইরে ও বিচারপতির বাড়ির সামনে তাঁকে কেন্দ্র করে একাধিক পোস্টার পড়ে ৷ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বয়কটকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন । পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্থা নিজেও আদালত অবমাননার রুল জারি করেন ৷ তারপর আজ, বুধবার পরিস্থিতি পালটানোর ইঙ্গিত মিলছে ।

কলকাতা, 11 জানুয়ারি: অবশেষে রণে ভঙ্গ ! বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এলেন শাসকদল পক্ষের আইনজীবীরা ৷ বুধবার হাইকোর্ট বারের সম্পাদক বিশ্বব্রত বসু মৌলিক বলেন, "বারের সম্পাদক হিসেবে আশ্বস্ত করছি, এই এজলাসের সামনে আর কিছু হবে না ৷ তবে দু'পক্ষ না থাকলে সেই মামলায় কোনও রায় না দেওয়ার অনুরোধ জানাচ্ছি ৷"

বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, "আমার একটা অনুরোধ, আদালতের সম্মান নষ্ট করবেন না ৷" পাশাপাশি আর কোনও আদালতের সামনে যাতে এই রকম সমস্যা তৈরি করা না হয়, তা দেখার নির্দেশ দেন তিনি ৷ বুধবার আর বিচারপতির এজলাসের দরজা কেউ আটকাননি (Ruling Party Lawyers retreat from boycott of Justice Rajasekhar Mantha Bench) ৷ সব আইনজীবী এজলাসে ঢুকতে পারছেন ৷ বিশ্বব্রত বসু মল্লিক বিচারপতি রাজাশেখর মান্থার কাছে আবেদন করে বলেন, "সমস্যা সমাধানের চেষ্টা করছি ৷ আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে ৷ ততক্ষণ পর্যন্ত দু'পক্ষের উপস্থিতি ছাড়া আপনি কোনও নির্দেশিকা জারি করবেন না, এটা আপনার কাছে অনুরোধ ৷"

আরও পড়ুন: বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট! স্তম্ভিত প্রধান বিচারপতি

বিচারপতি মান্থা বলেন, "আপনি বারের সম্পাদক ৷ আপনারা প্রবীণ আইনজীবীরা বিষয়টার দিকে বিশেষভাবে নজর দিন ৷ শুধু আমার এজলাস নয়, যাতে কোনও বিচারপতির এজলাসে এধরনের ঘটনা না ঘটে, সেদিকে বিশেষভাবে নজর দিন ৷ এতে কলকাতা হাইকোর্টের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে ৷"

উল্লেখ্য বিচারপতি রাজাশেখর মান্থা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাতী রায়দান করছেন দাবি করে আগেও তাঁর বেঞ্চ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল শাসকদলের আইনজীবী ৷ গত পরশুদিন ফের তাঁর বেঞ্চ বয়কট করা নিয়ে হাইকোর্টের 13 নম্বর কক্ষের সামনে উত্তেজনা তৈরি হয় । পাশাপাশি হাইকোর্টের বাইরে ও বিচারপতির বাড়ির সামনে তাঁকে কেন্দ্র করে একাধিক পোস্টার পড়ে ৷ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বয়কটকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন । পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্থা নিজেও আদালত অবমাননার রুল জারি করেন ৷ তারপর আজ, বুধবার পরিস্থিতি পালটানোর ইঙ্গিত মিলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.