কলকাতা, 5 জুন: সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাঁকে দুবাই যেতে দেওয়া হল না । বিমানবন্দরেই তাঁকে আটকে দেয় অভিবাসন বিভাগ ৷
সোমবার সকাল সাতটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় । বিমানবন্দরের সমস্ত প্রক্রিয়া শেষ করার পর যখন তিনি অভিবাসন বিভাগে যান, তখন তারা বলে যে রুজিরাকে যেতে দেওয়া হবে না ৷ তিনি দুবাই যেতে পারবেন না । এরপর সকাল দশটার কিছু সময় বাদে বিদেশযাত্রা করতে না পেরে, বিমানবন্দর থেকে ফিরে যান রুজিরা ।
তিনি গোটা বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান । অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে, এই ঘটনায় আদালতের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল সাংসদ । এ ক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টের রক্ষাকবচ ছিল, তাই আদালত অবমাননার মামলা করতে চলেছেন তিনি ৷
দেশের শীর্ষ আদালতের তরফ থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছিল ৷ তার পরেও কেন তাঁকে বিমানবন্দরে আটকানো হল, এই প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতের নির্দেশকে অবমাননা করার অভিযোগে আদালত অবমাননার মামলা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । যদিও সূত্রের খবর, ইডি-র লুক আউট নোটিশ থাকায় রুজিরাকে বিদেশ যেতে আটকানো হয়েছে ৷
আরও পড়ুন: কেন 2 বছরেও শেষ হল না তদন্ত, রুজিরা-মেনকার বিরুদ্ধে মামলায় হাইকোর্টের প্রশ্ন
প্রসঙ্গত, গত বছর জুন মাসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল কলকাতা হাইকোর্ট । সেই রক্ষাকবচ জারি রেখেছিল দেশের শীর্ষ আদালতও ৷ গত সেপ্টেম্বর মাসে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সস্ত্রীক বিদেশযাত্রায় কোনও বাধা নেই ।
উল্লেখ্য, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়ার কর্মসূচিতে যোগ দিতে কলকাতার বাইরে রয়েছেন । এ দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই চার দিনের সফরে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল । যদিও পরে সেই সফর বাতিল করা হয়েছে ৷ এই রকম একটা মুহূর্তে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ । আদালতের অনুমতি থাকার পরও ঠিক কী কারণে তাঁকে আটকানো হল, তা স্পষ্ট ভাবে না জানা গেলেও মনে করা হচ্ছে, ইডির একটি লুকআউট নোটিশ থাকায় রুজিরাকে আটকানো হয়েছে ৷
-
রাজনীতিতে পাল্লা দিতে না পেরে যারা ক্ষমতার অপপ্রয়োগ করে বাড়ির লোকদের হয়রানির মাধ্যমে নেতিবাচক বার্তা রটাতে চায়, তারা কাপুরুষ এবং রাজনৈতিকভাবে দেউলিয়া। মনে রাখুক, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃণমূল সহ্য করছে মানুষের উপর আস্থা রেখে। বাংলার মানুষ জবাব দেবেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">রাজনীতিতে পাল্লা দিতে না পেরে যারা ক্ষমতার অপপ্রয়োগ করে বাড়ির লোকদের হয়রানির মাধ্যমে নেতিবাচক বার্তা রটাতে চায়, তারা কাপুরুষ এবং রাজনৈতিকভাবে দেউলিয়া। মনে রাখুক, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃণমূল সহ্য করছে মানুষের উপর আস্থা রেখে। বাংলার মানুষ জবাব দেবেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 5, 2023রাজনীতিতে পাল্লা দিতে না পেরে যারা ক্ষমতার অপপ্রয়োগ করে বাড়ির লোকদের হয়রানির মাধ্যমে নেতিবাচক বার্তা রটাতে চায়, তারা কাপুরুষ এবং রাজনৈতিকভাবে দেউলিয়া। মনে রাখুক, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃণমূল সহ্য করছে মানুষের উপর আস্থা রেখে। বাংলার মানুষ জবাব দেবেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 5, 2023
যদিও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ৷ দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে লিখেছেন, "রাজনীতিতে পাল্লা দিতে না পেরে যারা ক্ষমতার অপপ্রয়োগ করে বাড়ির লোকদের হয়রানির মাধ্যমে নেতিবাচক বার্তা রটাতে চায়, তারা কাপুরুষ এবং রাজনৈতিকভাবে দেউলিয়া । মনে রাখুক, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে । তৃণমূল সহ্য করছে মানুষের উপর আস্থা রেখে । বাংলার মানুষ জবাব দেবেন ।"