কলকাতা, 24 মে: সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা অনেকটা এগিয়ে আসছে ৷ 2024 সালের উচ্চমাধ্যমিক শুরু হবে 16 ফেব্রুয়ারি ৷ পরীক্ষা চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ শুধু তাই নয়, বদলাচ্ছে পরীক্ষার সময়ও ৷ বেলা 12টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল 3.15 পর্যন্ত ৷
সামনের বছর 16 ফেব্রুয়ারি শুক্রবার বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু (এ), সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি ও পঞ্জাবি পরীক্ষা ৷ 17 ফেব্রুয়ারি শনিবার হেল্থ কেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, ইলেকট্রনিকস, প্লাম্বিং-সহ অন্যান্য ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা ৷ 19 ফেব্রুয়ারি সোমবার ইংরেজি (বি), বাংলা (বি), হিন্দি (বি), নেপালি (বি), অলটারনেটিভ ইংলিশ পরীক্ষা ৷ 20 ফেব্রুয়ারি মঙ্গলবার অর্থনীতি, 21 ফেব্রুয়ারি বুধবার পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ৷
22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কম্পিউটার সায়ান্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টার স্টাডিজ, হেল্থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস পরীক্ষা ৷ 23 ফেব্রুয়ারি শুক্রবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি পরীক্ষা ৷ 24 ফেব্রুয়ারি শনিবার কেমিস্ট্রি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি পরীক্ষা ৷ 27 ফেব্রুয়ারি মঙ্গলবার অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি ও ইতিহাস পরীক্ষা ৷
28 ফেব্রুয়ারি বুধবার বায়োলজিক্যাল সায়ান্স, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ৷ 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা ৷
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, আগামী বছর থেকে একাদশ শ্রেণির পরীক্ষার দায়িত্ব নিচ্ছে না সংসদ ৷ এ বার থেকে পুরনো পদ্ধতিতে একাদশ শ্রেণির পরীক্ষা নেবে নিজস্ব স্কুল ৷ তাই উচ্চমাধ্যমিকের সময় বদল করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি ৷
চলতি বছর 13 মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ শেষ হয়েছিল 27 মার্চ ৷ পরীক্ষা শেষ হওয়ার 57 দিন পর আজ প্রকাশিত হল ফলাফল ৷
সামনের বছর মাধ্যমিক পরীক্ষাও অনেকটা এগিয়ে আসছে ৷ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, 2024 সালের লোকসভা নির্বাচন ও অন্যান্য কিছু কারণের জন্য 21 দিন পরীক্ষা এগিয়ে আসছে ৷ সামনের বছর মাধ্যমিক শুরু হবে 2 ফেব্রুয়ারি ৷ চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে পাশের হার 89.25%, পরীক্ষার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর