ETV Bharat / state

আগামী বছর 12 মার্চ থেকে শুরু উচ্চমাধ্যমিক

12 মার্চ থেকে শুরু হতে চলেছে 2020 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা । শেষ হবে 27 মার্চ । বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার রুটিন জানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

আগামী বছর 12 মার্চ থেকে শুরু উচ্চমাধ্যমিক
author img

By

Published : Jun 7, 2019, 11:32 PM IST

কলকাতা, 7 জুন : 12 মার্চ থেকে শুরু হতে চলেছে 2020 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা । শেষ হবে 27 মার্চ । প্রতিটি পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত হবে । প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে 15 মিনিট । উচ্চমাধ্যমিকের এই রুটিনটি আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়া হয়েছিল । যদিও কিছুক্ষণ পর তা সরিয়ে দেন তিনি । পরে ওই রুটিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বিজ্ঞপ্তি অনুযায়ী, 12 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিকের সঙ্গেই হবে ক্লাস ইলেভেনের পরীক্ষাও । একাদশ শ্রেণির পরীক্ষা প্রতিদিন দুপুর 2 টো থেকে 5 টা 15 পর্যন্ত চলবে ।

2020 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন :

  • 12 মার্চ (বৃহস্পতিবার) : বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পঞ্জাবি ।
  • 14 মার্চ (শনিবার) : ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংরেজি ।
  • 16 মার্চ (সোমবার) : বায়োলজিক্যাল সায়েন্স, বিজ়নেস স্টাডিজ়, পলিটিক্যাল সায়েন্স ।
  • 17 মার্চ (মঙ্গলবার) : ভোকেশনাল বিষয়ের পরীক্ষা- হেলথ কেয়ার, অটোমোবাইল, অরগানাইজ়ড রিটেইলিং, সিকিউরিটি, IT এবং ITES ।
  • 18 মার্চ (বুধবার) : গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস ।
  • 19 মার্চ (বৃহস্পতিবার) : কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, হেলথ অ্যান্ড ফিজ়িকাল এডুকেশন, ভিসুয়াল আর্টস, মিউজ়িক ।
  • 21 মার্চ (শনিবার) : কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজ়ফি, সোশিওলজি।
  • 23 মার্চ (সোমবার) : ফিজিক্স, নিউট্রিশিয়ান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি ।
  • 25 মার্চ (বুধবার) : কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক, ফ্রেঞ্চ ।
  • 27 মার্চ (শুক্রবার) : স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট ।

উচ্চমাধ্যমিকের প্রতিটি পরীক্ষার সময়সীমা 3 ঘণ্টা 15 মিনিট । ব্যতিক্রম, হেলথ অ্যান্ড ফিজ়িকাল এডুকেশন, ভিসুয়াল আর্টস, মিউজিক ও ভোকেশনাল বিষয়গুলো । এই পরীক্ষাগুলির জন্য বরাদ্দ সময় 2 ঘণ্টা ।

কলকাতা, 7 জুন : 12 মার্চ থেকে শুরু হতে চলেছে 2020 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা । শেষ হবে 27 মার্চ । প্রতিটি পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত হবে । প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে 15 মিনিট । উচ্চমাধ্যমিকের এই রুটিনটি আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়া হয়েছিল । যদিও কিছুক্ষণ পর তা সরিয়ে দেন তিনি । পরে ওই রুটিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বিজ্ঞপ্তি অনুযায়ী, 12 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিকের সঙ্গেই হবে ক্লাস ইলেভেনের পরীক্ষাও । একাদশ শ্রেণির পরীক্ষা প্রতিদিন দুপুর 2 টো থেকে 5 টা 15 পর্যন্ত চলবে ।

2020 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন :

  • 12 মার্চ (বৃহস্পতিবার) : বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পঞ্জাবি ।
  • 14 মার্চ (শনিবার) : ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংরেজি ।
  • 16 মার্চ (সোমবার) : বায়োলজিক্যাল সায়েন্স, বিজ়নেস স্টাডিজ়, পলিটিক্যাল সায়েন্স ।
  • 17 মার্চ (মঙ্গলবার) : ভোকেশনাল বিষয়ের পরীক্ষা- হেলথ কেয়ার, অটোমোবাইল, অরগানাইজ়ড রিটেইলিং, সিকিউরিটি, IT এবং ITES ।
  • 18 মার্চ (বুধবার) : গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস ।
  • 19 মার্চ (বৃহস্পতিবার) : কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, হেলথ অ্যান্ড ফিজ়িকাল এডুকেশন, ভিসুয়াল আর্টস, মিউজ়িক ।
  • 21 মার্চ (শনিবার) : কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজ়ফি, সোশিওলজি।
  • 23 মার্চ (সোমবার) : ফিজিক্স, নিউট্রিশিয়ান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি ।
  • 25 মার্চ (বুধবার) : কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক, ফ্রেঞ্চ ।
  • 27 মার্চ (শুক্রবার) : স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট ।

উচ্চমাধ্যমিকের প্রতিটি পরীক্ষার সময়সীমা 3 ঘণ্টা 15 মিনিট । ব্যতিক্রম, হেলথ অ্যান্ড ফিজ়িকাল এডুকেশন, ভিসুয়াল আর্টস, মিউজিক ও ভোকেশনাল বিষয়গুলো । এই পরীক্ষাগুলির জন্য বরাদ্দ সময় 2 ঘণ্টা ।

Intro:কলকাতা, 7 জুন: 12 মার্চ থেকে শুরু হতে চলেছে 2020 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে 2020 সালের 27 মার্চ। প্রতিটি পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 1টা 15 পর্যন্ত হবে। 15 মিনিট সময় প্রশ্নপত্র পড়ার জন্য থাকবে। উচ্চমাধ্যমিকের এই রুটিনটি আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়া ছিল। যদিও, কিছুক্ষণ পর তা সরিয়ে দেন তিনি। পরে ওই রুটিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি অনুযায়ী, 12 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিকের সঙ্গেই হবে একাদশ শ্রেণির পরীক্ষাও। একাদশ শ্রেণির পরীক্ষা প্রতিদিন দুপুর 2টো থেকে 5টা 15 পর্যন্ত চলবে।

Body:2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন:

12 মার্চ (বৃহস্পতিবার) : বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাতি, পঞ্জাবি।

14 মার্চ (শনিবার) : ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংরেজি।

16 মার্চ (সোমবার) : বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স।

17 মার্চ (মঙ্গলবার) : ভোকেশনাল বিষয়ের পরীক্ষা- হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, IT এবং ITES।

18 মার্চ (বুধবার) : গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।

19 মার্চ (বৃহস্পতিবার) : কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিসুয়াল আর্টস, মিউজিক।

21 মার্চ (শনিবার) : কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি।

23 মার্চ (সোমবার) : ফিজিক্স, নিউট্রিশিয়ান, এডুকেশন,
অ্যাকাউন্টেন্সি।

25 মার্চ (বুধবার) : কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক, ফ্রেন্চ।

27 মার্চ (শুক্রবার) : স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

উচ্চমাধ্যমিকের প্রতিটি পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিট করে হবে। ব্যাতিক্রম, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজ্যুয়াল আর্টস, মিউজিক ও ভোকেশনাল বিষয়গুলো। এই পরীক্ষাগুলি 2 ঘন্টা করে হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.