ETV Bharat / state

Rabindranath Tagore: তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা... - পঁচিশে বৈশাখে কবিপ্রণাম

'তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান ।' গঙ্গাজলে গঙ্গাপুজোর মতোই রবীন্দ্র গানেই উদযাপিত হচ্ছেন কবিগুরু । বিশ্বকবির ভাবনায়, জীবনবোধে যাপন করে আরও ঋণী হচ্ছে বাঙালি ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 9, 2023, 9:06 AM IST

Updated : May 9, 2023, 9:26 AM IST

হায়দরাবাদ, 9 মে: "তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,

এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ।"

বাঙালি এবং রবীন্দ্রনাথ । তিনি বঙ্গজীবনের অঙ্গই শুধু নন, তাঁকে ছাড়া বাঙালি কার্যত অচল । জীবনের যেকোনও রঙে জড়িয়ে আছে তাঁর লেখনী । আনন্দের মুহূর্তে হৃদয়ে দোলা দেওয়া কিংবা দুঃখে ভেঙে পড়ার সময় বলিষ্ঠ হাত খুঁজে নেওয়ার অন্যতম ভরসা যে রবীন্দ্র-গানই । ফলে রবীন্দ্রনাথকে ঠাকুরের আসনে বসানো বাঙালির হৃদয়ে তাঁর যে চিরযাপন, তা চিরন্তন সত্য । কথায় রয়েছে, সমুদ্রে শয্যা পাতলে শিশিরের ভয় তুচ্ছ । রবির কিরণ শুধু সমুদ্রের অবাধ্য ঢেউয়ের পায়ে বেড়িই পরায়নি, শিশির থেকে বাঁচতে বাঙালির মাথায় ছাতাও ধরেছে ।

"চির নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ !" নিজের কলমেই জন্মদিন যাপন করা কবিকে যে কোনও আগলেই বাঁধা সম্ভব নয়, তাঁর বিরাজ সর্বদিকে । ফলে বাঙালিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া রবীন্দ্রনাথকে অচলায়তনের আগলে আটকানো অসম্ভব । প্রতিটি বয়সে, প্রতিটি মুহূর্তে সঙ্গী হন তিনি । তাঁর উপলব্ধিতে বাঙালি শুধু সমৃদ্ধই হয়নি, স্নেহের পরশ পেয়েছে প্রতিটি ক্ষণে ।

প্রাজ্ঞ, প্রবীণ রবীন্দ্রনাথ এখনও চিরসবুজ । অতীতের স্মৃতিচারণা, বর্তমানের তাৎক্ষণিকতা কিংবা ভবিষ্যতের স্বপ্ন । প্রতিটি মুহূর্তের কাণ্ডারির গ্রহণযোগ্যতা কি পড়তির পথে ? নবীনদের কাছে ব্রাত্য প্রবীণ দার্শনিক ? ধুমধামের মধ্যেও ঘুরে-ফিরে আসছে এই প্রশ্নটাই । উত্তরে বরাবরই বাঙালি বুঝিয়েছে, তাঁর লাবণ্যচ্ছায়াতেই বেড়ে উঠছে তারা, রবির চিন্তাসূত্র গেঁথে গেঁথেই আগল ঘুচিয়েছে তারা, বঙ্গের সীমানা পেরিয়ে ছুঁয়েছে বিশ্বকে ।

আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর 163তম জন্মদিনে রবিপ্রণামে মেতেছে দেশ । কবির জন্মদিবসে উদযাপনে মেতেছে বাঙালি । গোটা জাতিকে হিল্লোলছন্দে দোলানো লেখায় যেন আরও যাপন করছি আমরা, বাঙালি যেন নতুনভাবে বুঝছে বিশ্বকবির প্রাসঙ্গিকতা । বর্তমানের 'দেবতার গ্রাস' থেকে বাঁচতে তাঁর ছন্দেই খেয়া পাড় করতে ফের বুঁদ হচ্ছে গোটা জাতি ।

আরও পড়ুন: বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

হায়দরাবাদ, 9 মে: "তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,

এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ।"

বাঙালি এবং রবীন্দ্রনাথ । তিনি বঙ্গজীবনের অঙ্গই শুধু নন, তাঁকে ছাড়া বাঙালি কার্যত অচল । জীবনের যেকোনও রঙে জড়িয়ে আছে তাঁর লেখনী । আনন্দের মুহূর্তে হৃদয়ে দোলা দেওয়া কিংবা দুঃখে ভেঙে পড়ার সময় বলিষ্ঠ হাত খুঁজে নেওয়ার অন্যতম ভরসা যে রবীন্দ্র-গানই । ফলে রবীন্দ্রনাথকে ঠাকুরের আসনে বসানো বাঙালির হৃদয়ে তাঁর যে চিরযাপন, তা চিরন্তন সত্য । কথায় রয়েছে, সমুদ্রে শয্যা পাতলে শিশিরের ভয় তুচ্ছ । রবির কিরণ শুধু সমুদ্রের অবাধ্য ঢেউয়ের পায়ে বেড়িই পরায়নি, শিশির থেকে বাঁচতে বাঙালির মাথায় ছাতাও ধরেছে ।

"চির নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ !" নিজের কলমেই জন্মদিন যাপন করা কবিকে যে কোনও আগলেই বাঁধা সম্ভব নয়, তাঁর বিরাজ সর্বদিকে । ফলে বাঙালিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া রবীন্দ্রনাথকে অচলায়তনের আগলে আটকানো অসম্ভব । প্রতিটি বয়সে, প্রতিটি মুহূর্তে সঙ্গী হন তিনি । তাঁর উপলব্ধিতে বাঙালি শুধু সমৃদ্ধই হয়নি, স্নেহের পরশ পেয়েছে প্রতিটি ক্ষণে ।

প্রাজ্ঞ, প্রবীণ রবীন্দ্রনাথ এখনও চিরসবুজ । অতীতের স্মৃতিচারণা, বর্তমানের তাৎক্ষণিকতা কিংবা ভবিষ্যতের স্বপ্ন । প্রতিটি মুহূর্তের কাণ্ডারির গ্রহণযোগ্যতা কি পড়তির পথে ? নবীনদের কাছে ব্রাত্য প্রবীণ দার্শনিক ? ধুমধামের মধ্যেও ঘুরে-ফিরে আসছে এই প্রশ্নটাই । উত্তরে বরাবরই বাঙালি বুঝিয়েছে, তাঁর লাবণ্যচ্ছায়াতেই বেড়ে উঠছে তারা, রবির চিন্তাসূত্র গেঁথে গেঁথেই আগল ঘুচিয়েছে তারা, বঙ্গের সীমানা পেরিয়ে ছুঁয়েছে বিশ্বকে ।

আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর 163তম জন্মদিনে রবিপ্রণামে মেতেছে দেশ । কবির জন্মদিবসে উদযাপনে মেতেছে বাঙালি । গোটা জাতিকে হিল্লোলছন্দে দোলানো লেখায় যেন আরও যাপন করছি আমরা, বাঙালি যেন নতুনভাবে বুঝছে বিশ্বকবির প্রাসঙ্গিকতা । বর্তমানের 'দেবতার গ্রাস' থেকে বাঁচতে তাঁর ছন্দেই খেয়া পাড় করতে ফের বুঁদ হচ্ছে গোটা জাতি ।

আরও পড়ুন: বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

Last Updated : May 9, 2023, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.