ETV Bharat / state

Kuntal Ghosh Update: আকাশ প্রমাণ ষড়যন্ত্র হয়েছে, দাবি কুন্তল ঘোষের

আকাশ প্রমাণ ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh Update)৷ তাঁর দাবি, নীলাদ্রি ঘোষ, গোপাল দলপতি, তাপস মণ্ডল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ৷

kuntal ghosh ETV Bharat
কুন্তল ঘোষ
author img

By

Published : Jan 25, 2023, 2:04 PM IST

Updated : Jan 25, 2023, 2:47 PM IST

ষড়যন্ত্রের অভিযোগ কুন্তল ঘোষের

কলকাতা, 25 জানুয়ারি: আকাশ প্রমাণ ষড়যন্ত্র হয়েছে । এমনই দাবি করলেন নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh Update)৷ তিনি এ দিন বলেন, "তদন্ত নিয়ে কোনও কথা বলব না ৷ শুধু এটুকুই বলব যে, কনস্পিরেসি লাইক আ স্কাই ৷"

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে মেডিক্যাল চেকআপ করানোর জন্য বুধবার ইডি দফতর থেকে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তখনই কুন্তল ঘোষ (Kuntal Ghosh) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আকাশ প্রমাণ ষড়যন্ত্র হয়েছে । নীলাদ্রি ঘোষ, গোপাল দলপতি, তাপস মণ্ডল এরা সবাই ষড়যন্ত্রে লিপ্ত । শান্তনু বন্দোপাধ্যায় কে জানি না, চিনি না । তাপস মণ্ডল ও নীলাদ্রি আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে ।"

এ দিন তিনি আরও বলেছেন যে, তদন্ত চলছে ৷ তাই তদন্ত নিয়ে তিনি কোনও কথা বলতে চান না ৷ তবে তদন্তের পর কিছুদিনের মধ্যেই কে দোষী আর কে নির্দোষ তা প্রমাণিত হবে বলে মন্তব্য করেন তিনি ৷

আরও পড়ুন: নজরদারিতে সিসিটিভি, ইডি হেফাজতে নিরাপত্তা বাড়ল কুন্তলের; তবে কি প্রাণ সংশয়?

ষড়যন্ত্রের অভিযোগ কুন্তল ঘোষের

কলকাতা, 25 জানুয়ারি: আকাশ প্রমাণ ষড়যন্ত্র হয়েছে । এমনই দাবি করলেন নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh Update)৷ তিনি এ দিন বলেন, "তদন্ত নিয়ে কোনও কথা বলব না ৷ শুধু এটুকুই বলব যে, কনস্পিরেসি লাইক আ স্কাই ৷"

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে মেডিক্যাল চেকআপ করানোর জন্য বুধবার ইডি দফতর থেকে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তখনই কুন্তল ঘোষ (Kuntal Ghosh) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আকাশ প্রমাণ ষড়যন্ত্র হয়েছে । নীলাদ্রি ঘোষ, গোপাল দলপতি, তাপস মণ্ডল এরা সবাই ষড়যন্ত্রে লিপ্ত । শান্তনু বন্দোপাধ্যায় কে জানি না, চিনি না । তাপস মণ্ডল ও নীলাদ্রি আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে ।"

এ দিন তিনি আরও বলেছেন যে, তদন্ত চলছে ৷ তাই তদন্ত নিয়ে তিনি কোনও কথা বলতে চান না ৷ তবে তদন্তের পর কিছুদিনের মধ্যেই কে দোষী আর কে নির্দোষ তা প্রমাণিত হবে বলে মন্তব্য করেন তিনি ৷

আরও পড়ুন: নজরদারিতে সিসিটিভি, ইডি হেফাজতে নিরাপত্তা বাড়ল কুন্তলের; তবে কি প্রাণ সংশয়?

Last Updated : Jan 25, 2023, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.