ETV Bharat / state

পশ্চিমবঙ্গে GDP বৃদ্ধির হার সবচেয়ে বেশি : অমিত মিত্র

author img

By

Published : Aug 27, 2019, 7:15 PM IST

Updated : Aug 27, 2019, 9:11 PM IST

আজ বিধানসভার অধিবেশনে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, দেশের মধ্যে রাজ্যে GDP বৃদ্ধির হার সবচেয়ে বেশি ৷ বৃদ্ধির হার 12.58 শতাংশ ৷ তবে অর্থমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা ৷ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী অর্থমন্ত্রীর GDP বৃদ্ধির বক্তব্যকে অবাস্তব বলে বর্ণনা করেছেন ।

ফাইল ফোটো

কলকাতা, 27 অগাস্ট : দেশের মধ্যে রাজ্যে GDP বৃদ্ধির হার সবচেয়ে বেশি ৷ আজ বিধানসভার অধিবেশনে একথা বলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ সবংয়ের বিধায়ক গীতা ভুঁইঞার এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "2018-19 অর্থবছরের স্থায়ী ও বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের GDP বৃদ্ধির হার সব রাজ্যের চাইতে বেশি । 1 অগাস্ট এই তথ্যটি কেন্দ্রের ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস দ্বারা প্রকাশিত করা হয়েছে ৷" যদিও অর্থমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ সমগ্র বিষয়টিকে অসত্য বলে দাবি করেছেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী ।

এই রাজ্যে GDP বৃদ্ধির হার বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী । এই বৃদ্ধির হার 12.58 শতাংশ ৷ বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের GDP বৃদ্ধির হার 17.81 শতাংশ । অন্য রাজ্যগুলির GDP বৃদ্ধির হার সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্য, 2018-19 অর্থবর্ষে স্থায়ী মূল্যে GDP বৃদ্ধির হার যথাক্রমে পশ্চিমবঙ্গ 12.58 শতাংশ, অন্ধ্রপ্রদেশ 11.02 শতাংশ, বিহার 10.53 শতাংশ । বাকি রাজ্যগুলি অর্থাৎ তেলাঙ্গানা, কর্নাটক, পুদুচেরি, দিল্লি, ওড়িশা, হরিয়ানা, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পঞ্জাব এবং গোয়া সবকটি রাজ্যের GDP-র হার কমে গেছে ৷ যদিও গুজরাত ও মহারাষ্ট্রের GDP বৃদ্ধি কেমন তা বলতে পারেননি অর্থমন্ত্রী ।

ভিডিয়োয় শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

অন্য রাজ্যগুলির তুলনায় এই রাজ্যের GDP বৃদ্ধির হার বেশি হওয়ার কারণ হিসেবে অর্থমন্ত্রী জানিয়েছেন, যেখানে 2017-18 সালে পরিকল্পনা খাতে ব্যয় ছিল 57,779 কোটি টাকা সেখানে 2018-19 সালে হয়েছে 71, 113 কোটি টাকা অর্থাৎ 23 শতাংশ বৃদ্ধি । বৃদ্ধির কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, 2017-18 সালে মূলধনী ব্যয় যেখানে ছিল 19,085 কোটি টাকা সেখানে 2018-19 সালে হয়েছে 23,787 কোটি টাকা অর্থাৎ 25% বৃদ্ধি । শুধুমাত্র বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই প্রকল্প বাস্তবায়ন করার ফলে 2017-18 সালের 26,391 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2018-19 সালে 46,096 কোটি টাকা হয়েছে অর্থাৎ বৃদ্ধি 43%‌ ৷ যেহেতু পরিকল্পনা খাতে ব্যয় বৃদ্ধি, মূলধনী খাতে ব্যয় বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি হয়েছে ৷ এটি আনুপাতিক চারগুণ বৃদ্ধির হারকে সূচিত করছে ৷ এর জেরেই GDP বৃদ্ধি পেয়েছে ৷

তবে অর্থমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা ৷ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী অর্থমন্ত্রীর GDP বৃদ্ধির বক্তব্যকে অবাস্তব বলে বর্ণনা করেছেন । তিনি বলেন, "রাজ্যের GDP এবং GSDP নিয়ে যে তথ্য অর্থমন্ত্রী দিচ্ছেন তা সম্পূর্ণ ভুল ৷ সরকার গুরুত্বহীন হয়ে পড়লেই বিধানসভায় এমন বিভ্রান্তিমূলক তথ্য দেয় ৷ গোয়ার থেকে যদি এরাজ্যে GDP চারগুণ বেশি বৃদ্ধি হয়, তাহলে সরকারি কর্মচারীদের বেতন কম কেন ?" অন্যদিকে, কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী যখন বলছেন ভাঁড়ে মা ভবানী, তখন অর্থমন্ত্রী বলছেন GDP বৃদ্ধিতে সেরা এই রাজ্য । GDP-তে পশ্চিমবঙ্গ যদি প্রকৃতই এগিয়ে থাকে, তাহলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কেন হচ্ছে না ? পে কমিশন নিয়ে সরকারের এত গড়িমসি কেন?"

কলকাতা, 27 অগাস্ট : দেশের মধ্যে রাজ্যে GDP বৃদ্ধির হার সবচেয়ে বেশি ৷ আজ বিধানসভার অধিবেশনে একথা বলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ সবংয়ের বিধায়ক গীতা ভুঁইঞার এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "2018-19 অর্থবছরের স্থায়ী ও বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের GDP বৃদ্ধির হার সব রাজ্যের চাইতে বেশি । 1 অগাস্ট এই তথ্যটি কেন্দ্রের ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস দ্বারা প্রকাশিত করা হয়েছে ৷" যদিও অর্থমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ সমগ্র বিষয়টিকে অসত্য বলে দাবি করেছেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী ।

এই রাজ্যে GDP বৃদ্ধির হার বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী । এই বৃদ্ধির হার 12.58 শতাংশ ৷ বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের GDP বৃদ্ধির হার 17.81 শতাংশ । অন্য রাজ্যগুলির GDP বৃদ্ধির হার সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্য, 2018-19 অর্থবর্ষে স্থায়ী মূল্যে GDP বৃদ্ধির হার যথাক্রমে পশ্চিমবঙ্গ 12.58 শতাংশ, অন্ধ্রপ্রদেশ 11.02 শতাংশ, বিহার 10.53 শতাংশ । বাকি রাজ্যগুলি অর্থাৎ তেলাঙ্গানা, কর্নাটক, পুদুচেরি, দিল্লি, ওড়িশা, হরিয়ানা, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পঞ্জাব এবং গোয়া সবকটি রাজ্যের GDP-র হার কমে গেছে ৷ যদিও গুজরাত ও মহারাষ্ট্রের GDP বৃদ্ধি কেমন তা বলতে পারেননি অর্থমন্ত্রী ।

ভিডিয়োয় শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

অন্য রাজ্যগুলির তুলনায় এই রাজ্যের GDP বৃদ্ধির হার বেশি হওয়ার কারণ হিসেবে অর্থমন্ত্রী জানিয়েছেন, যেখানে 2017-18 সালে পরিকল্পনা খাতে ব্যয় ছিল 57,779 কোটি টাকা সেখানে 2018-19 সালে হয়েছে 71, 113 কোটি টাকা অর্থাৎ 23 শতাংশ বৃদ্ধি । বৃদ্ধির কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, 2017-18 সালে মূলধনী ব্যয় যেখানে ছিল 19,085 কোটি টাকা সেখানে 2018-19 সালে হয়েছে 23,787 কোটি টাকা অর্থাৎ 25% বৃদ্ধি । শুধুমাত্র বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই প্রকল্প বাস্তবায়ন করার ফলে 2017-18 সালের 26,391 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2018-19 সালে 46,096 কোটি টাকা হয়েছে অর্থাৎ বৃদ্ধি 43%‌ ৷ যেহেতু পরিকল্পনা খাতে ব্যয় বৃদ্ধি, মূলধনী খাতে ব্যয় বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি হয়েছে ৷ এটি আনুপাতিক চারগুণ বৃদ্ধির হারকে সূচিত করছে ৷ এর জেরেই GDP বৃদ্ধি পেয়েছে ৷

তবে অর্থমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা ৷ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী অর্থমন্ত্রীর GDP বৃদ্ধির বক্তব্যকে অবাস্তব বলে বর্ণনা করেছেন । তিনি বলেন, "রাজ্যের GDP এবং GSDP নিয়ে যে তথ্য অর্থমন্ত্রী দিচ্ছেন তা সম্পূর্ণ ভুল ৷ সরকার গুরুত্বহীন হয়ে পড়লেই বিধানসভায় এমন বিভ্রান্তিমূলক তথ্য দেয় ৷ গোয়ার থেকে যদি এরাজ্যে GDP চারগুণ বেশি বৃদ্ধি হয়, তাহলে সরকারি কর্মচারীদের বেতন কম কেন ?" অন্যদিকে, কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী যখন বলছেন ভাঁড়ে মা ভবানী, তখন অর্থমন্ত্রী বলছেন GDP বৃদ্ধিতে সেরা এই রাজ্য । GDP-তে পশ্চিমবঙ্গ যদি প্রকৃতই এগিয়ে থাকে, তাহলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কেন হচ্ছে না ? পে কমিশন নিয়ে সরকারের এত গড়িমসি কেন?"

Intro:জিডিপি বৃদ্ধির হার নিয়ে বিধানসভায় অসত্য ভাষণ দিচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র । অভিযোগ বাম এবং কংগ্রেস বিধায়কদের। সবংয়ের বিধায়ক গীতা ভূঁইয়ার এক প্রশ্নের উত্তরে আজ অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র জানিয়েছেন, এটা সত্যি যে ২০১৮-১৯ অর্থবছরের স্থায়ী ও বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধির হার সব রাজ্যের চাইতে বেশি। এই তথ্যটি ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস, কেন্দ্রীয় পরিসংখ্যান ও কার্যক্রম বাস্তবায়ন মন্ত্রক, ভারত সরকার দ্বারা ০১/০৮/২০১৯ তারিখে প্রকাশিত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সমগ্র বিষয়টিকে অসত্য বলে দাবি করেছেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী।


Body:জিডিপিতে পশ্চিমবঙ্গ প্রকৃতই এগিয়ে থাকলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কেন হচ্ছে না, পে কমিশন নিয়ে সরকারের এত গড়িমসি কেন প্রশ্ন তুললেন কংগ্রেস দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী। এই রাজ্যে জিডিপি বৃদ্ধির হার বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধির হার ১২.৫৮ শতাংশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধির হার ১৭.৮১ শতাংশ। অন্যান্য রাজ্যগুলির জিডিপি বৃদ্ধির হার সম্পর্কে অর্থমন্ত্রী জানিয়েছেন,২০১৮-১৯ অর্থবর্ষে স্থায়ী মূল্যে অন্যান্য রাজ্যের জিডিপি বৃদ্ধির হার যথাক্রমে পশ্চিমবঙ্গ ১২.৫৮ শতাংশ, অন্ধ্রপ্রদেশ ১১.০২ শতাংশ, বিহার ১০.৫৩ শতাংশ। বাকি রাজ্যগুলি যথাক্রমে, তেলেঙ্গানা, কর্ণাটক, পদুচেরি, দিল্লি, উড়িষ্যা, হরিয়ানা, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড়, পাঞ্জাব এবং গোয়া সব কটি রাজ্যের জিডিপির হার কমে গিয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। যদিও গুজরাট এবং মহারাষ্ট্রের জিডিপি বৃদ্ধি কেমন তা বলতে পারেননি অর্থমন্ত্রী। সমগ্রদেশের বৃদ্ধির হার ৬.৮শতাংশ। একই সময়ে বর্তমান মূল্যে দেশের জিডিপি বৃদ্ধির হার ১১.০২শতাংশ। অন্যান্য রাজ্যগুলির তুলনায় এই রাজ্যের জিডিপি বৃদ্ধির হার বেশি হওয়ার কারণ হিসেবে অর্থমন্ত্রী জানিয়েছেন, যেখানে 2017-18 সালে পরিকল্পনা খাতে ব্যয় ছিল 577 79 কোটি টাকা 2018-19 সালে হয়েছে 71 113 কোটি টাকা অর্থাৎ 23 শতাংশ বৃদ্ধি। বৃদ্ধির অপর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন, 2017-18 সালে মূলধনী ব্যয় যেখানে ছিল 1908 5 কোটি টাকা সেখানে 2018-19 সালে হয়েছে 237 87 কোটি টাকা অর্থাৎ 25% বৃদ্ধি। শুধুমাত্র বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই প্রকল্প বাস্তবায়ন, 2017-18 সালের 26391 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2018-19 সালে 460 96 কোটি টাকা হয়েছে অর্থাৎ বৃদ্ধি 43%‌ যেহেতু পরিকল্পনা খাতে ব্যয় বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আনুপাতিক চারগুন বৃদ্ধির হারকে সূচিত করে, তাই জিডিপি বৃদ্ধির হারের মূল কারণ ধরা যেতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র। বাম পরিষদীয়দল নেতা সুজন চক্রবর্তী অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জিডিপি বৃদ্ধির হারকে অবাস্তব বলে বর্ণনা করেছেন। রাজ্যের জন্য জি ডি পি এবং জিএসডিপি নিয়ে যে তথ্য অর্থমন্ত্রী দিচ্ছেন তার সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন তিনি। সরকার গুরুত্বহীন হয়ে পড়লেই বিধানসভায় এমন বিভ্রান্তিমূলক তথ্য দেয় বলেই অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী। গোয়ার থেকে যদি চার গুণ বেশি বৃদ্ধি হয় এ রাজ্যে জিডিপি, তাহলে সরকারি কর্মচারীদের মাইনে কম কেন, প্রশ্ন সুজনের। অন্যদিকে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী অর্থমন্ত্রীর এই বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যখন বলছেন ভাঁড়ে মা ভবানী, তখন অর্থমন্ত্রী বলছেন জিডিপি বৃদ্ধিতে সেরা এই রাজ্য।


Conclusion:
Last Updated : Aug 27, 2019, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.