ETV Bharat / state

West Bengal Weather Update : কেরালায় বর্ষা ঢুকলেও বঙ্গে গরম কাটছে না

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোয় আগামী তিন-চারদিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে । বঙ্গে প্রবেশ করতে আরও 7-10 দিন । ফলে কাঙ্খিত বর্ষার জোরালো ইঙ্গিত মিলতেই কিছুটা স্বস্তির হাসি । (Bengal Weather is Ready for Monsoon) ৷

West Bengal Weather Update news
বঙ্গে বর্ষার জোরালো ইঙ্গিত
author img

By

Published : May 30, 2022, 7:20 AM IST

কলকাতা, 30 মে : মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করেছে । বর্তমানে তার অবস্থান মধ্য বঙ্গোপসাগরের ওপর । আগামী তিন-চার দিনের আরও এগিয়ে আসতে শুরু করবে । বিশেষ করে আমাদের উত্তর-পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে আগামী তিন-চারদিনের মধ্যে এই মৌসুমী বায়ু প্রবেশ করবে । বঙ্গে প্রবেশ করতে আরও সাত থেকে দশদিন । ফলে কাঙ্খিত বর্ষার জোরালো ইঙ্গিত মিলতেই কিছুটা স্বস্তির হাসি (Bengal Weather is Ready for Monsoon)।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্য়ােপাধ্য়ায় বলেন, "দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ।"

বঙ্গে বর্ষার জোরালো ইঙ্গিত

আরও পড়ুন : কেরালায় বর্ষা আসছে, বাংলায় আপাতত গরমের অস্বস্তি আর বিক্ষিপ্ত বৃষ্টি

আজ সোমবার 30 মে এর প্রভাব একটু বাড়বে । হাওয়ার গতিবেগ হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার থাকবে । মঙ্গলবার 31 মে থেকে 2 জুন পর্যন্ত ঝড়-বৃষ্টির প্রভাব একটু কমবে। তবে বৃষ্টিপাত চলবে । তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আগামী চার-পাঁচ দিন । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার-পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । বৃষ্টির প্রভাব বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে । এরমধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির প্রভাব জুন মাসের প্রথম দিন থেকে একটু বেশি থাকবে । রবিবার সারাদিন আকাশ ছিল মেঘে ঢাকা । বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ।

মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করায় বঙ্গে বর্ষা প্রবেশের পথ সুগম হয়েছে ঠিকই তবে গরম বাড়বে । সপ্তাহের প্রথম দিন সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 30 মে : মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করেছে । বর্তমানে তার অবস্থান মধ্য বঙ্গোপসাগরের ওপর । আগামী তিন-চার দিনের আরও এগিয়ে আসতে শুরু করবে । বিশেষ করে আমাদের উত্তর-পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে আগামী তিন-চারদিনের মধ্যে এই মৌসুমী বায়ু প্রবেশ করবে । বঙ্গে প্রবেশ করতে আরও সাত থেকে দশদিন । ফলে কাঙ্খিত বর্ষার জোরালো ইঙ্গিত মিলতেই কিছুটা স্বস্তির হাসি (Bengal Weather is Ready for Monsoon)।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্য়ােপাধ্য়ায় বলেন, "দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ।"

বঙ্গে বর্ষার জোরালো ইঙ্গিত

আরও পড়ুন : কেরালায় বর্ষা আসছে, বাংলায় আপাতত গরমের অস্বস্তি আর বিক্ষিপ্ত বৃষ্টি

আজ সোমবার 30 মে এর প্রভাব একটু বাড়বে । হাওয়ার গতিবেগ হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার থাকবে । মঙ্গলবার 31 মে থেকে 2 জুন পর্যন্ত ঝড়-বৃষ্টির প্রভাব একটু কমবে। তবে বৃষ্টিপাত চলবে । তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আগামী চার-পাঁচ দিন । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার-পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । বৃষ্টির প্রভাব বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে । এরমধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির প্রভাব জুন মাসের প্রথম দিন থেকে একটু বেশি থাকবে । রবিবার সারাদিন আকাশ ছিল মেঘে ঢাকা । বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ।

মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করায় বঙ্গে বর্ষা প্রবেশের পথ সুগম হয়েছে ঠিকই তবে গরম বাড়বে । সপ্তাহের প্রথম দিন সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.