ETV Bharat / state

Weather Forecast : উত্তরের তিন জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণেও বাড়বে বর্ষা - আজকের আবহাওয়া

আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি ৷ উত্তরে বৃষ্টির দাপট সামান্য কমলেও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

বৃষ্টি
বৃষ্টি
author img

By

Published : Aug 29, 2021, 7:36 AM IST

Updated : Aug 29, 2021, 9:04 AM IST

কলকাতা, 29 অগস্ট : উত্তরবঙ্গের তিন জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ এইসঙ্গে আজ থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর ফলে আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি ৷ বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কমলেও আজ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ উত্তরের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ।

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ রয়েছে দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 97 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 9.8 মিলিমিটার ।

আরও পড়ুন : Toy Train : পাহাড়ে ধসের জেরে রবিবার বন্ধ থাকবে শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

কলকাতা, 29 অগস্ট : উত্তরবঙ্গের তিন জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ এইসঙ্গে আজ থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর ফলে আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি ৷ বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কমলেও আজ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ উত্তরের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ।

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ রয়েছে দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 97 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 9.8 মিলিমিটার ।

আরও পড়ুন : Toy Train : পাহাড়ে ধসের জেরে রবিবার বন্ধ থাকবে শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

Last Updated : Aug 29, 2021, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.