ETV Bharat / state

মেয়েদের মঙ্গল কামনায় মালদা শহরে বোনফোঁটার আয়োজন - BON PHOTA

শুক্রবার ইংরেজবাজারের ‘মালদার উঠোনে’ বোনফোঁটা আয়োজিত হল ৷

Bon Phota
মেয়েদের মঙ্গল কামনায় মালদা শহরে বোনফোঁটার আয়োজন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 8:46 PM IST

মালদা, 15 নভেম্বর: একটা দিনের আকাশ, শুধুই বোনেদের জন্য৷ যে আকাশের নীচে বোনেদের মুখে ফোটে তাদেরই জীবনগাথা ৷ সমস্বরে তারা বলে ওঠে, “বোন রে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা ৷”

শুরুটা হয়েছিল চার বছর আগে । শুক্রবার পঞ্চমবারের জন্য বোনফোঁটার আয়োজন দেখল মালদা শহর । গুরু পূর্ণিমায় শহরের মকদুমপুরে ইংরেজবাজার পৌরসভার ‘মালদার উঠোনে’ বোনফোঁটার আয়োজন করেছিল এক দঙ্গল বোন । যেখানে জাতি কিংবা ধর্মের কোনও বাঁধন ছিল না । প্রথম থেকে শুরু হওয়া প্রথায় মন্ত্রোচ্চারণের মাধ্যমে বোনেদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় একে অন্যকে ফোঁটা দেন বোনেরা ।

মেয়েদের মঙ্গল কামনায় মালদা শহরে বোনফোঁটার আয়োজন (ইটিভি ভারত)

পাঁজির পাতা থেকে সরে বোনফোঁটার ভাবনা প্রথম মাথায় এসেছিল মালদা কলেজের অধ্যাপক সুদেষ্ণা মৈত্র-সহ আরও কয়েকজনের মাথায় । বেছে নেওয়া হয়েছিল গুরু পূর্ণিমার মতো শুভ একটা মুহূর্ত৷ তখন থেকে থেকে প্রতি বছর এই তিথিতেই মালদার উঠোনে বোনফোঁটার অনুষ্ঠান হয়ে আসছে । সকাল হতেই একদল মেয়ে উঠোনে ছুটে আসে । জল দিয়ে উঠোন পরিষ্কার করে আলপনা দেয় ৷ শুরু হয় বোনফোঁটার অনুষ্ঠান ।

সুদেষ্ণা মৈত্র বলছেন, “পাঁচ বছর ধরে এখানে রমরমিয়ে বোনফোঁটার আসর চলছে ৷ গুরু নানকের জন্মদিনে আমরা এই উৎসব পালন করি ৷ দিদি-বোনদের পাশে দাঁড়ানো, তাঁদের আয়ু বৃদ্ধির কামনা, সামনের দিকে এগিয়ে যেতে তাঁদের মঙ্গল কামনায় এই আয়োজন ৷ বোনফোঁটার মন্ত্রও আমরাই তৈরি করেছি ৷ বোন রে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা ৷ এই মন্ত্রোচ্চারণে আমরা দিদি-বোনদের মঙ্গল কামনা করছি । বর্তমান সময়ে মেয়েরা মেয়েদের পাশে না দাঁড়ালে সুবিচার পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে । সেই ভাবনা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন ৷”

Bon Phota
মেয়েদের মঙ্গল কামনায় মালদা শহরে বোনফোঁটা (নিজস্ব চিত্র)

আরেক বোন শ্রেয়সী দে বলেন, “শাস্ত্র বা ক্যালেন্ডারে যা কিছু হয় তা ভাই, দাদা বা স্বামীর মঙ্গল কামনায় । ঘরের মেয়েরা ঘরের কোনেই থেকে যায় । সেই কারণে মেয়েদের মঙ্গল কামনায় আমরা বোনফোঁটার আয়োজন করছি । প্রতি বছর আমাদের এই বোনফোঁটায় মেয়েদের সংখ্যাও বাড়ছে ।

দীর্ঘায়ু হোক বোনেরা ৷ পরিষ্কার থাকুক তাদের চলার পথ৷ চাইছে মালদা শহরের ভাইরাও ৷ তবে অভিমান রয়েছে তাদের ৷ বোনেদের এই অনুষ্ঠানে ভাইদের কি প্রবেশাধিকার নিষেধ ? যদি ভাইদেরও এই ভিন্ন ‘উৎসবে’ সামিল করা যেত, তবে হয়তো এই শহরে বাঁকা চোখের সংখ্যা কিছুটা হলেও কমত ৷

মালদা, 15 নভেম্বর: একটা দিনের আকাশ, শুধুই বোনেদের জন্য৷ যে আকাশের নীচে বোনেদের মুখে ফোটে তাদেরই জীবনগাথা ৷ সমস্বরে তারা বলে ওঠে, “বোন রে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা ৷”

শুরুটা হয়েছিল চার বছর আগে । শুক্রবার পঞ্চমবারের জন্য বোনফোঁটার আয়োজন দেখল মালদা শহর । গুরু পূর্ণিমায় শহরের মকদুমপুরে ইংরেজবাজার পৌরসভার ‘মালদার উঠোনে’ বোনফোঁটার আয়োজন করেছিল এক দঙ্গল বোন । যেখানে জাতি কিংবা ধর্মের কোনও বাঁধন ছিল না । প্রথম থেকে শুরু হওয়া প্রথায় মন্ত্রোচ্চারণের মাধ্যমে বোনেদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় একে অন্যকে ফোঁটা দেন বোনেরা ।

মেয়েদের মঙ্গল কামনায় মালদা শহরে বোনফোঁটার আয়োজন (ইটিভি ভারত)

পাঁজির পাতা থেকে সরে বোনফোঁটার ভাবনা প্রথম মাথায় এসেছিল মালদা কলেজের অধ্যাপক সুদেষ্ণা মৈত্র-সহ আরও কয়েকজনের মাথায় । বেছে নেওয়া হয়েছিল গুরু পূর্ণিমার মতো শুভ একটা মুহূর্ত৷ তখন থেকে থেকে প্রতি বছর এই তিথিতেই মালদার উঠোনে বোনফোঁটার অনুষ্ঠান হয়ে আসছে । সকাল হতেই একদল মেয়ে উঠোনে ছুটে আসে । জল দিয়ে উঠোন পরিষ্কার করে আলপনা দেয় ৷ শুরু হয় বোনফোঁটার অনুষ্ঠান ।

সুদেষ্ণা মৈত্র বলছেন, “পাঁচ বছর ধরে এখানে রমরমিয়ে বোনফোঁটার আসর চলছে ৷ গুরু নানকের জন্মদিনে আমরা এই উৎসব পালন করি ৷ দিদি-বোনদের পাশে দাঁড়ানো, তাঁদের আয়ু বৃদ্ধির কামনা, সামনের দিকে এগিয়ে যেতে তাঁদের মঙ্গল কামনায় এই আয়োজন ৷ বোনফোঁটার মন্ত্রও আমরাই তৈরি করেছি ৷ বোন রে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা ৷ এই মন্ত্রোচ্চারণে আমরা দিদি-বোনদের মঙ্গল কামনা করছি । বর্তমান সময়ে মেয়েরা মেয়েদের পাশে না দাঁড়ালে সুবিচার পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে । সেই ভাবনা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন ৷”

Bon Phota
মেয়েদের মঙ্গল কামনায় মালদা শহরে বোনফোঁটা (নিজস্ব চিত্র)

আরেক বোন শ্রেয়সী দে বলেন, “শাস্ত্র বা ক্যালেন্ডারে যা কিছু হয় তা ভাই, দাদা বা স্বামীর মঙ্গল কামনায় । ঘরের মেয়েরা ঘরের কোনেই থেকে যায় । সেই কারণে মেয়েদের মঙ্গল কামনায় আমরা বোনফোঁটার আয়োজন করছি । প্রতি বছর আমাদের এই বোনফোঁটায় মেয়েদের সংখ্যাও বাড়ছে ।

দীর্ঘায়ু হোক বোনেরা ৷ পরিষ্কার থাকুক তাদের চলার পথ৷ চাইছে মালদা শহরের ভাইরাও ৷ তবে অভিমান রয়েছে তাদের ৷ বোনেদের এই অনুষ্ঠানে ভাইদের কি প্রবেশাধিকার নিষেধ ? যদি ভাইদেরও এই ভিন্ন ‘উৎসবে’ সামিল করা যেত, তবে হয়তো এই শহরে বাঁকা চোখের সংখ্যা কিছুটা হলেও কমত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.