ETV Bharat / state

ট্যাব প্রতারণার শিকার কোচবিহারের 7 স্কুলের পড়ুয়ারা ! অভিযোগ শিক্ষা দফতরে - TAB FRAUD CASE

জেলা শিক্ষা দফতরে ট্যাবের টাকার প্রতারণার অভিযোগ দায়ের প্রধান শিক্ষকদের ৷ প্রায় 81 জনের অ্যাকাউন্টে টাকা না-ঢোকার অভিযোগ ৷

TAB FRAUD CASE
ট্যাবের টাকার প্রতারণা কোচবিহারের সাতটি স্কুলের অ্যাকাউন্টে ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 8:43 PM IST

কোচবিহার 15 নভেম্বর: এবার কোচবিহারেও সামনে এল ট্যাব দুর্নীতির অভিযোগ ৷ স্কুল পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা না-ঢুকে তা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে ৷ জেলার সাতটি স্কুলের 81 জনের পড়ুয়ার ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে সবক’টি স্কুলের প্রধান শিক্ষকরা জেলা শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছেন ৷

যদিও এই বিষয়ে কোচবিহার জেলার স্কুল পরিদর্শক কোনও কথাই বলতে চাননি ৷ অভিযোগ, কোচবিহারের পুন্ডিবাড়ি আরজিএল হাইস্কুলের 50 জন পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি ৷ ওই স্কুলের প্রধান শিক্ষক অলোকচন্দ্র ভাট বলেন, "দিনকয়েক আগে কয়েকজন ছাত্রছাত্রী এসে জানায়, তাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি ৷ এরপর তাদের অ্যাকাউন্ট আপডেট করতে বলা হয় স্কুল থেকে ৷ দেখা যায়, সত্যিই কোনও টাকা পায়নি ওই পড়ুয়ারা ৷"

গোটা বিষয়টি শিক্ষা দফতরে জানানো হয়েছে ৷ পুন্ডিবাড়ি আরজিএল হাইস্কুল ছাড়াও, হলদিবাড়ি দেওয়ানগঞ্জ হাইস্কুল, মধুপুর লক্ষ্মীকান্ত হাইস্কুল, প্রেমেরডাঙা হাইস্কুল, পূর্ব গুড়িয়াহাটি গার্লস হাইস্কুলের বেশকিছু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি ৷ এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলায় ৷

উল্লেখ্য, কোচবিহার জেলার একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ার সংখ্যা প্রায় 44 হাজার ৷ তাদের ট্যাব কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে 10 হাজার টাকা করে ঢোকার কথা ৷ তার মধ্যে একাদশ শ্রেণির পড়ুয়া রয়েছে প্রায় 25 হাজার ৷ আর দ্বাদশ শ্রেণির পড়ুয়া রয়েছে 19 হাজার ৷ সম্প্রতি দেখা গিয়েছে, অধিকাংশ ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকলেও, সাতটি স্কুলের 81 জন পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি ৷

জানা গিয়েছে, কোচবিহারের একটি গার্লস স্কুলের এক ছাত্রীর টাকা মুর্শিদাবাদের একটি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ৷ ইতিমধ্যে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ৷ তবে, গোটা বিষয়টি নিয়ে শিক্ষা দফতর কোনও মন্তব্য করতে চায়নি ৷

কোচবিহার 15 নভেম্বর: এবার কোচবিহারেও সামনে এল ট্যাব দুর্নীতির অভিযোগ ৷ স্কুল পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা না-ঢুকে তা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে ৷ জেলার সাতটি স্কুলের 81 জনের পড়ুয়ার ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে সবক’টি স্কুলের প্রধান শিক্ষকরা জেলা শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছেন ৷

যদিও এই বিষয়ে কোচবিহার জেলার স্কুল পরিদর্শক কোনও কথাই বলতে চাননি ৷ অভিযোগ, কোচবিহারের পুন্ডিবাড়ি আরজিএল হাইস্কুলের 50 জন পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি ৷ ওই স্কুলের প্রধান শিক্ষক অলোকচন্দ্র ভাট বলেন, "দিনকয়েক আগে কয়েকজন ছাত্রছাত্রী এসে জানায়, তাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি ৷ এরপর তাদের অ্যাকাউন্ট আপডেট করতে বলা হয় স্কুল থেকে ৷ দেখা যায়, সত্যিই কোনও টাকা পায়নি ওই পড়ুয়ারা ৷"

গোটা বিষয়টি শিক্ষা দফতরে জানানো হয়েছে ৷ পুন্ডিবাড়ি আরজিএল হাইস্কুল ছাড়াও, হলদিবাড়ি দেওয়ানগঞ্জ হাইস্কুল, মধুপুর লক্ষ্মীকান্ত হাইস্কুল, প্রেমেরডাঙা হাইস্কুল, পূর্ব গুড়িয়াহাটি গার্লস হাইস্কুলের বেশকিছু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি ৷ এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলায় ৷

উল্লেখ্য, কোচবিহার জেলার একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ার সংখ্যা প্রায় 44 হাজার ৷ তাদের ট্যাব কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে 10 হাজার টাকা করে ঢোকার কথা ৷ তার মধ্যে একাদশ শ্রেণির পড়ুয়া রয়েছে প্রায় 25 হাজার ৷ আর দ্বাদশ শ্রেণির পড়ুয়া রয়েছে 19 হাজার ৷ সম্প্রতি দেখা গিয়েছে, অধিকাংশ ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকলেও, সাতটি স্কুলের 81 জন পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি ৷

জানা গিয়েছে, কোচবিহারের একটি গার্লস স্কুলের এক ছাত্রীর টাকা মুর্শিদাবাদের একটি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ৷ ইতিমধ্যে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ৷ তবে, গোটা বিষয়টি নিয়ে শিক্ষা দফতর কোনও মন্তব্য করতে চায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.