কলকাতা, 4 জুলাই : আকাশ মেঘলা থাকলেও আগামী 48 ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায় । বরং তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এই দু'দিন । সঙ্গে বাড়বে অস্বস্তি । তবে কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । তবে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম ।
পঞ্জাব থেকে উত্তরপ্রদেশ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ ছিল । তার জেরেই গত তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে । কিন্তু এখন সেই নিম্নচাপটি পশ্চিমের দিকে সরে গেছে । যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে ।
কলকাতায় আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27. 8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ।