ETV Bharat / state

শিয়ালদা-পুরি উইকলি সামার স্পেশাল ট্রেন - puri

গ্রীষ্মে পর্যটকদের বাড়তি চাপ কমাতে উইকলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদা থেকে পুরি পর্যন্ত চলবে ট্রেনটি।

ছবি সৌজন্যে pixabay
author img

By

Published : Apr 24, 2019, 4:27 AM IST

কলকাতা, 24 এপ্রিল: সামার স্পেশাল ট্রেন চালু করল পূর্ব রেল কর্তৃপক্ষ। গ্রীষ্মকালে যাত্রীদের ও পর্যটকদের বাড়তি চাপ কমাতে ও রেল কর্তৃপক্ষ একটি সাপ্তাহিক সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনটি শিয়ালদা থেকে পুরি পর্যন্ত চলবে।

রেল সূত্রে জানা গেছে ট্রেনটি পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত।

03101 শিয়ালদা পুরি উইকলি সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেনটি রাত 11 টা 50 মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। ট্রেনটি 11 মে ও 29 জুন এই দুই শনিবার শিয়ালদা থেকে ছাড়বে। পাশাপাশি 03102 পুরি শিয়ালদহ উইকলি সুপার ফাস্ট সামার স্পেশাল পুরি থেকে ছাড়বে দুপুর 2টায়। পুরি থেকে ট্রেনটি ছাড়বে 12 মে ও 30 জুন।

কলকাতা, 24 এপ্রিল: সামার স্পেশাল ট্রেন চালু করল পূর্ব রেল কর্তৃপক্ষ। গ্রীষ্মকালে যাত্রীদের ও পর্যটকদের বাড়তি চাপ কমাতে ও রেল কর্তৃপক্ষ একটি সাপ্তাহিক সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনটি শিয়ালদা থেকে পুরি পর্যন্ত চলবে।

রেল সূত্রে জানা গেছে ট্রেনটি পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত।

03101 শিয়ালদা পুরি উইকলি সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেনটি রাত 11 টা 50 মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। ট্রেনটি 11 মে ও 29 জুন এই দুই শনিবার শিয়ালদা থেকে ছাড়বে। পাশাপাশি 03102 পুরি শিয়ালদহ উইকলি সুপার ফাস্ট সামার স্পেশাল পুরি থেকে ছাড়বে দুপুর 2টায়। পুরি থেকে ট্রেনটি ছাড়বে 12 মে ও 30 জুন।

Intro:wb_Kol_20april_8005_votekormi_bikhob_viz_papri


Body:wb_Kol_20april_8005_votekormi_bikhob_viz_papri


Conclusion:wb_Kol_20april_8005_votekormi_bikhob_viz_papri

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.