কলকাতা, 03 ডিসেম্বর: সুপ্রিম কোর্টে (Supreme Court of India) আগেই অস্বস্তি বেড়েছে কেন্দ্রের । এবার পেগাসাস কাণ্ডে (WB Pegasus Probe) সক্রিয় হল রাজ্য সরকারের গঠিত কমিশনও । কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর-সহ মোট 21 জনকে তলব করেছে তারা । তলব করা হয়েছে রাজ্যের এক প্রাক্তন পুলিশ কর্তাকেও ।
ওই 21 জনের মধ্যে পাঁচ জন ইতিমধ্যে তাঁদের বয়ানও রেকর্ড করে কমিশনে পাঠিয়ে দিয়েছেন বলে খবর । আগের নোটিসের ভিত্তিতে মঙ্গলবারই হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেকদের । কিন্তু তাঁদের কাছ থেকে সাড়া না মেলায়, ফের সমন পাঠানো হল ।
আরও পড়ুন: Ganges erosion in Samserganj : সামশেরগঞ্জে নদী ভাঙনে একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গাগর্ভে
2019-এর লোকসভা নির্বাচনের আগে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস (Israeli Spyware Pegasus) ব্যবহার করে বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে বিজেপি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে । রাহুল, অভিষেক এবং পিকে ছাড়াও, সাংবাদিক, বিচারপতি, সমাজকর্মী মিলিয়ে প্রায় 300 জনের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে ।
জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সেই সময় কেন্দ্র জবাবদিহি এড়িয়ে যায় । কিন্তু বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছয় । অন্য দিকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফেও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিয়ে আলাদা করে তদন্ত কমিশন গড়া হয় ।
আরও পড়ুন: Sukanta Writes Letter to Shah: নোদাখালি কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি সুকান্তর
এই তদন্ত কমিশন (Justice Lokur Commission) গড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে মোবাইল ফোনের অবৈধ হ্যাকিং বা ট্র্যাকিং বা রেকর্ডিং নিয়ে তদন্ত হবে । তাতেই এবার রাহুল-অভিষেকদের ডাক পড়ল ।