কলকাতা, 16 ডিসেম্বর: পথ দুর্ঘটনা (Road Accident) এড়াতে গাড়ির ফিটনেস নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার ৷ এবার থেকে গাড়ির ফিটনেস পরীক্ষা স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষা কেন্দ্র (Automated Testing Centre) থেকেই করাতে হবে বলে জানানো হয়েছে ৷ না হলে দেওয়া হবে না গাড়ির ফিটনেস সার্টিফিকেট (Fitness Certificate) । আর জন্য প্রায় 55 রকমের পরীক্ষায় পাস করতে হবে একটি গাড়িকে । এবং তাও হবে অত্যাধুনিক মেশিনের সাহায্যে । তারপরেই মিলবে গাড়ির ফিটনেস সার্টিফিকেট ।
রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমশ বাড়ছে ৷ অনেক সময়ই দেখা গিয়েছে যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলির ফিটনেস সার্টিফিকেট-সহ একাধিক প্রয়োজনীয় কাগজপত্রর মেয়াদ ফুরিয়ে গিয়েছে ৷ তবুও গাড়ি নিয়ে পথে বেরিয়ে পড়েছেন চালক । একাধিক গাড়ির ক্ষেত্রে এই বিষয়টি সামনে এসেছে । তাই দুর্ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ করেছে সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক (Road Transport & Highways Ministry) । এর ফলে যাঁরা হাতে কলমে এই পরীক্ষা করেন, তাঁরা নিঃসন্দেহে দক্ষ হলেও যাতে কোনও রকম ফাঁক থেকে না যায়, সেই দিকটিও নিশ্চিত করা যাবে । পাশাপাশি লাগাম টানা যাবে দুর্নীতির উপরে । কারণ, অনেক সময় পরীক্ষক চাইলেই টেস্টিং-এর সময় কারচুপি করে ৷
সেই নিয়ম মেনেই এবার রাজ্য তথা কলকাতা শহরের একাধিক জায়গায় বসানো হচ্ছে অটোমেটেড টেস্টিং স্টেশন বা স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষা কেন্দ্র । আপাতত বেহালা ফ্লাইং ক্লাবের পাশেই তৈরি করা হচ্ছে এই কেন্দ্র । জানা গিয়েছে যে রাজ্যে আপাতত নীলগঞ্জ, দুর্গাপুর ও শিলিগুড়িতে তৈরি করা হচ্ছে এই কেন্দ্র ।
তবে এই বিষয় বেসরকারি বাস মালিকদের (Bus Owners) রয়েছে মিশ্র প্রতিক্রিয়া । অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "পদক্ষেপটি ভালো । তবে পরিবহণ দফতর সূত্রে খবর যে একাধিক বেসরকারি পরীক্ষা কেন্দ্রও করবে এই পরীক্ষা । এর ফলে আবারও কারচুপি বা দুর্নীতির একটা সুযোগ থেকেই যাবে । পাশাপাশি মালিকদের উপরে বাড়তি আর্থিক বোঝা চাপতে পারে বলেও আশঙ্কা । উদাহরণ স্বরূপ ধরা যাক, যেসব যন্ত্রাংশ আরও কিছুদিন হয়তো চলতে পারতো, সেইসব যন্ত্রাংশগুলিকে বাতিল করে তার জায়গায় একেবারে নতুন যন্ত্রাংশ লাগাবার নির্দেশ দিলে আর্থিক বোঝা বাড়বে ।" বেসরকারি বাস সংগঠন সিটি সুবারবন বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, "স্বাস্থ্য পরীক্ষা আধুনিকীকরণে আপত্তি নেই । তবে তা সরকারি নিয়ন্ত্রণে থাকা উচিত । বেসরকারিকরণ মানা যাবে না ।"
আরও পড়ুন: অমিল পরিকাঠামো, বাড়ল চারচাকা গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসানোর সময়সীমা