ETV Bharat / state

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ, বাংলায় টুইট প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর - স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আজ বেলা 12টা 15 মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
author img

By

Published : Nov 15, 2020, 4:20 PM IST

Updated : Nov 15, 2020, 6:30 PM IST

দিল্লি ও কলকাতা, 15 নভেম্বর : 85 বছর বয়সে কলকাতার বেলভিউ হাসপাতালে প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ আজ বেলা 12টা 15 মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

বাংলা হরফে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লেখেন, ‘‘শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি । তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায় । তাঁর প্রয়াণে আমি শোকাহত । শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই । ওঁ শান্তি ।’’

  • শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি ।

    — Narendra Modi (@narendramodi) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ৷ টুইটে তিনিও বাংলায় লিখেছেন, ‘‘কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমি মর্মাহত । প্রবাদ প্রতিম অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্রকে এক নতুন দিশা দেখিয়েছিলেন । তাঁর মৃত্যুতে ভারতীয় রুপোলি পর্দা একটি রত্ন হারাল । তাঁর পরিবার এবং অগণিত অনুরাগীরদের প্রতি আমার সমবেদনা রইল । ওম শান্তি শান্তি শান্তি ৷’’

  • কিংবদন্তি সৌমিত্র চ্যাটার্জীর মৃত্যু সংবাদ পেয়ে আমি মর্মাহত। প্রবাদ প্রতিম অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্রকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। তাঁর মৃত্যুতে ভারতীয় রুপোলি পর্দা একটি রত্ন হারালো। তাঁর পরিবার এবং অগণিত অনুরাগীরদের প্রতি আমার সমবেদনা রইলো। ওম শান্তি শান্তি শান্তি

    — Amit Shah (@AmitShah) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোক প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ টুইটে তিনি লিখেছেন, ‘‘ কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ৷ তাঁর শূন্যস্থান পূরণ করা কঠিন ৷ তিনিই প্রথম ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব, যাঁকে অর্ডার দে আর্টস এবং ডেস লেট্রেস ফ্রান্সের শিল্পীদের পক্ষে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল ৷ এছাড়াও দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তিনি ।’’

  • Deeply grieved at the passing of veteran actor Soumitra Chattopadhyay. Heartfelt condolences. A void difficult to fill.

    He was first Indian film personality conferred with Ordre des Arts et des Lettres France's highest award for artists; also winner of Dadasaheb Phalke Award.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি ও কলকাতা, 15 নভেম্বর : 85 বছর বয়সে কলকাতার বেলভিউ হাসপাতালে প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ আজ বেলা 12টা 15 মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

বাংলা হরফে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লেখেন, ‘‘শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি । তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায় । তাঁর প্রয়াণে আমি শোকাহত । শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই । ওঁ শান্তি ।’’

  • শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি ।

    — Narendra Modi (@narendramodi) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ৷ টুইটে তিনিও বাংলায় লিখেছেন, ‘‘কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমি মর্মাহত । প্রবাদ প্রতিম অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্রকে এক নতুন দিশা দেখিয়েছিলেন । তাঁর মৃত্যুতে ভারতীয় রুপোলি পর্দা একটি রত্ন হারাল । তাঁর পরিবার এবং অগণিত অনুরাগীরদের প্রতি আমার সমবেদনা রইল । ওম শান্তি শান্তি শান্তি ৷’’

  • কিংবদন্তি সৌমিত্র চ্যাটার্জীর মৃত্যু সংবাদ পেয়ে আমি মর্মাহত। প্রবাদ প্রতিম অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্রকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। তাঁর মৃত্যুতে ভারতীয় রুপোলি পর্দা একটি রত্ন হারালো। তাঁর পরিবার এবং অগণিত অনুরাগীরদের প্রতি আমার সমবেদনা রইলো। ওম শান্তি শান্তি শান্তি

    — Amit Shah (@AmitShah) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোক প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ টুইটে তিনি লিখেছেন, ‘‘ কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ৷ তাঁর শূন্যস্থান পূরণ করা কঠিন ৷ তিনিই প্রথম ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব, যাঁকে অর্ডার দে আর্টস এবং ডেস লেট্রেস ফ্রান্সের শিল্পীদের পক্ষে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল ৷ এছাড়াও দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তিনি ।’’

  • Deeply grieved at the passing of veteran actor Soumitra Chattopadhyay. Heartfelt condolences. A void difficult to fill.

    He was first Indian film personality conferred with Ordre des Arts et des Lettres France's highest award for artists; also winner of Dadasaheb Phalke Award.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Nov 15, 2020, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.