ETV Bharat / state

মূল্যবৃদ্ধি ও রাজ্যপালের বিরুদ্ধে পথে নামবে বামফ্রন্ট - PROTEST

মূল্যবৃদ্ধি এবং রাজ্যপালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 24 জুন থেকে পরবর্তী 15 দিন পথে নেমে বিক্ষোভ আন্দোলনের সিদ্ধান্ত নিল বামফ্রন্ট নেতৃত্ব । বিধানসভা নির্বাচনের বিপর্যয়ের ধাক্কা সরিয়ে ফের পথে নামতে চলেছে বামেরা ।

left front
মূল্যবৃদ্ধি ও রাজ্যপালের বিরুদ্ধে পথে নামবে বামফ্রন্ট
author img

By

Published : Jun 16, 2021, 8:18 AM IST

কলকাতা, 16 জুন: 24 জুন থেকে পরবর্তী 15 দিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ আন্দোলনের সিদ্ধান্ত নিল বামফ্রন্ট নেতৃত্ব । বিধানসভা নির্বাচনের বিপর্যয়ের ধাক্কা সরিয়ে ফের পথে বামেরা । কর্মসূচিহীনভাবে বসে থাকলে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার শঙ্কা রয়েছে তাদের । তাই পথে নামার সিদ্ধান্ত বলে আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বামফ্রন্টের বৈঠকের পরে জানিয়েছেন । নির্বাচনের আগে ফ্রন্টের বাইরে থাকা অন্যান্য দলগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সিপিএম । এবার কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা হবে । তাদেরও আন্দোলনে যোগ দেওয়ার কথা বলা হবে । তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা কংগ্রেসকে এই আন্দোলন কর্মসূচিতে ডাকা হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বৈঠকে ।

এক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া-ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করতে চায় না নেতৃত্ব । বদলে বিধান ভবনের পদক্ষেপের দিকে নজর রাখতে চায় । পাশাপাশি নির্বাচনের আগে যে কোনও বিষয়ে রাজভবনের দ্বারস্থ হওয়ার নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্যপাল জগদীপ ধনকড় সাংবিধানিক প্রধান হয়ে যেভাবে কার্যত রাজ্যের প্রতিটি পদক্ষেপের সমালোচনা করছেন তা মেনে নেওয়া যায় না বলে মনে করছেন বাম নেতারা । তাই তারও প্রতিবাদ করার সিদ্ধান্ত মঙ্গলবারের বামফ্রন্টের বৈঠকে নেওয়া হয়েছে ।

আরও পড়ুন: করোনাকালে কেরালায় বোর্ডের পরীক্ষা সফল, বাংলাতে নয় কেন ; প্রশ্ন সুজনের

পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হলেও কয়েক দিন আগে ফরোয়ার্ড ব্লকের তোলা দাবিকে কার্যত হিমঘরে পাঠানো হল । বামফ্রন্টে আছি, মোর্চায় নেই ফরোয়ার্ড ব্লকের এই অবস্থান নিয়ে আলোচনার কথা তোলা হলে তা নিয়ে পরে কথা হবে বলে ধামাচাপা দেয় সিপিএম । নির্বাচনে বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে বসে ফরোয়ার্ড ব্লক এবং সিপিএম দুই মেরুতে চলে গিয়েছিল । সম্পর্কের তিক্ততায় মুখ দেখাদেখি বন্ধ হওয়ার অবস্থা দাঁড়িয়ে ছিল । নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত দলের সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বামফ্রন্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সেই সময় চিঠি দিয়ে শরিক নেতৃত্বের ক্ষোভ প্রশমিত করেন । জবাবে ফরোয়ার্ড ব্লক ফ্রন্টে থাকলেও মোর্চায় না থাকার কথা জানিয়ে দেয় । মঙ্গলবার বৈঠকে বিষয়টি সিপিআই তুললেও সিপিএম জানায়, প্রতিটি দলের পর্যালোচনার পরে জোট নিয়ে আলোচনা হবে । ফলে বিষয়টি হিমঘরে চলে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

কলকাতা, 16 জুন: 24 জুন থেকে পরবর্তী 15 দিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ আন্দোলনের সিদ্ধান্ত নিল বামফ্রন্ট নেতৃত্ব । বিধানসভা নির্বাচনের বিপর্যয়ের ধাক্কা সরিয়ে ফের পথে বামেরা । কর্মসূচিহীনভাবে বসে থাকলে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার শঙ্কা রয়েছে তাদের । তাই পথে নামার সিদ্ধান্ত বলে আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বামফ্রন্টের বৈঠকের পরে জানিয়েছেন । নির্বাচনের আগে ফ্রন্টের বাইরে থাকা অন্যান্য দলগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সিপিএম । এবার কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা হবে । তাদেরও আন্দোলনে যোগ দেওয়ার কথা বলা হবে । তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা কংগ্রেসকে এই আন্দোলন কর্মসূচিতে ডাকা হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বৈঠকে ।

এক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া-ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করতে চায় না নেতৃত্ব । বদলে বিধান ভবনের পদক্ষেপের দিকে নজর রাখতে চায় । পাশাপাশি নির্বাচনের আগে যে কোনও বিষয়ে রাজভবনের দ্বারস্থ হওয়ার নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্যপাল জগদীপ ধনকড় সাংবিধানিক প্রধান হয়ে যেভাবে কার্যত রাজ্যের প্রতিটি পদক্ষেপের সমালোচনা করছেন তা মেনে নেওয়া যায় না বলে মনে করছেন বাম নেতারা । তাই তারও প্রতিবাদ করার সিদ্ধান্ত মঙ্গলবারের বামফ্রন্টের বৈঠকে নেওয়া হয়েছে ।

আরও পড়ুন: করোনাকালে কেরালায় বোর্ডের পরীক্ষা সফল, বাংলাতে নয় কেন ; প্রশ্ন সুজনের

পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হলেও কয়েক দিন আগে ফরোয়ার্ড ব্লকের তোলা দাবিকে কার্যত হিমঘরে পাঠানো হল । বামফ্রন্টে আছি, মোর্চায় নেই ফরোয়ার্ড ব্লকের এই অবস্থান নিয়ে আলোচনার কথা তোলা হলে তা নিয়ে পরে কথা হবে বলে ধামাচাপা দেয় সিপিএম । নির্বাচনে বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে বসে ফরোয়ার্ড ব্লক এবং সিপিএম দুই মেরুতে চলে গিয়েছিল । সম্পর্কের তিক্ততায় মুখ দেখাদেখি বন্ধ হওয়ার অবস্থা দাঁড়িয়ে ছিল । নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত দলের সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বামফ্রন্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সেই সময় চিঠি দিয়ে শরিক নেতৃত্বের ক্ষোভ প্রশমিত করেন । জবাবে ফরোয়ার্ড ব্লক ফ্রন্টে থাকলেও মোর্চায় না থাকার কথা জানিয়ে দেয় । মঙ্গলবার বৈঠকে বিষয়টি সিপিআই তুললেও সিপিএম জানায়, প্রতিটি দলের পর্যালোচনার পরে জোট নিয়ে আলোচনা হবে । ফলে বিষয়টি হিমঘরে চলে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.