ETV Bharat / state

Presidency University: ছাত্র সংসদের নির্বাচন-সহ একাধিক দাবি! প্রেসিডেন্সিতে অনির্দিষ্টকালের বিক্ষোভ - অবস্থান বিক্ষোভের ডাক দিল ভারতীয় ছাত্র ফেডারেশন

প্রায় চার বছর ছাত্র সংসদের নির্বাচন হয়নি ৷ এছাড়া মাতৃভাষায় শিক্ষা চাই, পরীক্ষা দেওয়ার অধিকার চাই- এমন বেশ কিছু দাবিদাওয়া নিয়ে আন্দোলন শুরু করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন (Presidency University SFI Students Union Agitation) ৷

Presidency University Protest
প্রেসিডেন্সিতে বিক্ষোভ
author img

By

Published : Jan 18, 2023, 8:25 AM IST

কলকাতা, 18 জানুয়ারি: অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে ৷ এই দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতভর অবস্থান বিক্ষোভে ভারতীয় ছাত্র ফেডারেশন বা এসএফআইয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট ৷ 2019 সালের 14 নভেম্বর শেষবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল (Presidency University SFI Students agitation demanding Student Election immediately) ৷

এরপর করোনার জন্য গত 2020-21 সালে করোনার কারণে ছাত্র সংসদের নির্বাচন হয়নি ৷ সবমিলিয়ে নির্বাচিত ইউনিয়নের মেয়াদ তিন বছর আগেই শেষ গিয়েছে ৷ এর মধ্যে অনেক পড়ুয়া পাশ করে বেরিয়ে গিয়েছে ৷ সংগঠন পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ ইউনিটকে ৷ তাই আশু নির্বাচনের দাবিতে সরব বামপন্থী পড়ুয়া সংগঠন (Students' Federation of India) ৷

নির্বাচনের দাবি ছাড়া আরও বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভ শুরু করেছে পড়ুয়ারা ৷ পড়ুয়ারা মাতৃভাষায় শিক্ষা চান ৷ মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার অধিকার সুনিশ্চিত করার দাবি জানিয়েছে পড়ুয়া সংগঠন ৷ এক পড়ুয়ার হাতে ধরা কাগজে ইংরেজি ভাষায় লেখা "আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষা চাই ৷" বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে যথেষ্ট আর্থিক অনুদান মিলছে না ৷ তাই আরেক ছাত্র লিখেছেন, "সব সেক্টরে যথোপযুক্ত আর্থিক অনুদান দরকার" ৷ বিভিন্ন বিভাগে ল্যাব ক্লাস, ফিল্ড ট্রিপ-সহ অবিলম্বে ল্যাব এবং প্রাক্টিকাল ক্লাসের জন্যে প্রয়োজনীয় সামগ্রী-সহ, লাইব্রেরিতে নতুন বইয়ের জন্য ফান্ড বরাদ্দ করতে হবে, দাবি তুলেছেন পড়ুয়ারা ৷

আরও পড়ুন: মাতৃভাষার বদলে পঠনপাঠনে গুরুত্ব ইরেজিকে, প্রেসিডেন্সি ছাড়ছেন বহু পড়ুয়া

এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয় এসএফআই ইউনিটের সভাপতি আনন্দরূপা ধর বলেন, "গত বছর থেকে কর্তৃপক্ষর কাছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছি ৷ কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তরই মেলেনি ৷ তাই আবারও আমরা নির্বাচনের দাবি-সহ আরও বাকি দাবি নিয়ে ক্যাম্পাসে সারারাত অবস্থান শুরু করেছি ৷ এই 4 দফা দাবি নিয়ে আজকে আমরা গণজমায়েত এবং মিছিল করে কর্তৃপক্ষকে ফের ডেপুটেশন দিই ৷ তাদের থেকে কোনও সদুত্তর আমরা আজ পাইনি ৷ তাই যতক্ষণ না পর্যন্ত এই সব দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবস্থান চলবে" ৷

কলকাতা, 18 জানুয়ারি: অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে ৷ এই দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতভর অবস্থান বিক্ষোভে ভারতীয় ছাত্র ফেডারেশন বা এসএফআইয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট ৷ 2019 সালের 14 নভেম্বর শেষবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল (Presidency University SFI Students agitation demanding Student Election immediately) ৷

এরপর করোনার জন্য গত 2020-21 সালে করোনার কারণে ছাত্র সংসদের নির্বাচন হয়নি ৷ সবমিলিয়ে নির্বাচিত ইউনিয়নের মেয়াদ তিন বছর আগেই শেষ গিয়েছে ৷ এর মধ্যে অনেক পড়ুয়া পাশ করে বেরিয়ে গিয়েছে ৷ সংগঠন পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ ইউনিটকে ৷ তাই আশু নির্বাচনের দাবিতে সরব বামপন্থী পড়ুয়া সংগঠন (Students' Federation of India) ৷

নির্বাচনের দাবি ছাড়া আরও বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভ শুরু করেছে পড়ুয়ারা ৷ পড়ুয়ারা মাতৃভাষায় শিক্ষা চান ৷ মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার অধিকার সুনিশ্চিত করার দাবি জানিয়েছে পড়ুয়া সংগঠন ৷ এক পড়ুয়ার হাতে ধরা কাগজে ইংরেজি ভাষায় লেখা "আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষা চাই ৷" বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে যথেষ্ট আর্থিক অনুদান মিলছে না ৷ তাই আরেক ছাত্র লিখেছেন, "সব সেক্টরে যথোপযুক্ত আর্থিক অনুদান দরকার" ৷ বিভিন্ন বিভাগে ল্যাব ক্লাস, ফিল্ড ট্রিপ-সহ অবিলম্বে ল্যাব এবং প্রাক্টিকাল ক্লাসের জন্যে প্রয়োজনীয় সামগ্রী-সহ, লাইব্রেরিতে নতুন বইয়ের জন্য ফান্ড বরাদ্দ করতে হবে, দাবি তুলেছেন পড়ুয়ারা ৷

আরও পড়ুন: মাতৃভাষার বদলে পঠনপাঠনে গুরুত্ব ইরেজিকে, প্রেসিডেন্সি ছাড়ছেন বহু পড়ুয়া

এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয় এসএফআই ইউনিটের সভাপতি আনন্দরূপা ধর বলেন, "গত বছর থেকে কর্তৃপক্ষর কাছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছি ৷ কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তরই মেলেনি ৷ তাই আবারও আমরা নির্বাচনের দাবি-সহ আরও বাকি দাবি নিয়ে ক্যাম্পাসে সারারাত অবস্থান শুরু করেছি ৷ এই 4 দফা দাবি নিয়ে আজকে আমরা গণজমায়েত এবং মিছিল করে কর্তৃপক্ষকে ফের ডেপুটেশন দিই ৷ তাদের থেকে কোনও সদুত্তর আমরা আজ পাইনি ৷ তাই যতক্ষণ না পর্যন্ত এই সব দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবস্থান চলবে" ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.