ETV Bharat / state

Durga Puja 2023: টালা বারোয়ারিতে এবার 'জোড়া ঠাকুর', মণ্ডপ জুড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা শিল্প - জোড়া ঠাকুর

শহরে থিম যুদ্ধে সামিল টালা বারোয়ারি মণ্ডপ ৷ এবারের থিম 'জোড়া ঠাকুর' ৷ ঠাকুর পরিবারের একাধিক ব্যাক্তিত্বের নাম ও তাঁদের শিল্পকলা ফুটে উঠেছে এই মণ্ডপে ৷ দুর্গাপ্রতিমার সঙ্গে শিল্পীর শিল্প পুজিত হয় এই মণ্ডপে ৷

Durga Puja 2023
টালা বারোয়ারিতে এবার 'জোড়া ঠাকুর'
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 3:17 PM IST

টালা বারোয়ারিতে এবার 'জোড়া ঠাকুর'

কলকাতা, 9 অক্টোবর: শহরে পুজো মানেই থিম যুদ্ধ ৷ আর থিম যুদ্ধে থেকে বাদ যায়নি টালা বারোয়ারি মণ্ডপ ৷ দুর্গাঠাকুরের পুজো ঘিরেই টালা বারোয়ারির মণ্ডপে ফুটে উঠবে অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীল কর্মকাণ্ড । এক কথায় এবারের থিম 'জোড়া ঠাকুর' ৷ যা ফুটে উঠেছে টালা বারোয়ারি মণ্ডপের থিমে ৷ শিল্পী সোমনাথ তামলীর বিষয় ভাবনা 'জোড়া ঠাকুর' থিম বাস্তবায়িত হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তা অভিষেক ভট্টাচার্য ৷

পুজো উদ্যোক্তা অভিষেক ভট্টাচার্য বলেন, "আমরা শুধু ভক্তিভরে পুজো করি না, সৃজনশীল বাঙালির কাছে দুর্গাপুজোর মাধ্যমে শিল্পেরও প্রদর্শনী হয় ৷ শিল্প তখনই সার্থক হবে, যখন তার সঙ্গে সকলের পরিচয় ঘটবে ৷ এই থিমের মাধ্যমে অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির সঙ্গে সকলের পরিচয় ঘটবে । এই মণ্ডপে থাকবে কাটুম কুুটুম থেকে শুরু করে ভারতমাতা ৷ স্বদেশি আন্দোলনের সময় অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন 'ভারতমাতা' ৷ যা দেশবাসীকে উদ্বুদ্ধ ও সংঘবদ্ধ করেছে ।" ছবির মাধ্যমে তুলে ধরেছেন দেশ মানে যে শুধুমাত্র একটি মানচিত্র নয়, নিজের মা ৷ সকলের মধ্যে এই বোধ জাগিয়ে তুলতেই 'ভারতমাতা' র সৃষ্টি ।"

এই পুজো উদ্যোক্তার আরও জানান, কলকাতার দুর্গাপুজোর শুরুর ইতিহাস দেশপ্রেম ওতোপ্রতোভাবে জড়িত । কলকাতার এই বারোয়ারী পুজোর মণ্ডপে চলত স্বদেশীদের গোপন বৈঠক । একত্রিত হয়ে দেশমাতৃকার শৃঙ্খলমোচনই ছিল মাতৃআরাধনার প্রধান শর্ত । এই প্রন্মের কাছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরতেই এই ভাবনা।

আরও পড়ুন: দুর্গাপুজোয় বঙ্গ থেকে পদ্ম পাড়ি বিদেশে, তবে মুনাফা পাচ্ছেন না চাষিরা

শিল্পী সোমনাথ তামলী সহকারী ধনঞ্জয় কর্মকার বলেন, "ঠাকুর পরিবারের একাধিক ব্যক্তিত্বের নাম ও তাঁদের শিল্পকলা ফুটে উঠেছে এই মণ্ডপে ৷ যেমন মণ্ডপের এক দিকে থাকছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি । অন্যদিকে তাঁর আঁকা বিভিন্ন শিল্প তুলে ধরা হয়েছে জল রং, টেম্পরার মাধ্যমে ৷ এছাড়াও কাঠের কাজ কাটুম কুটুম, দেওয়াল চিত্র, কোলাজ, আলপনাও আছে । সেই চিন্তাভাবনা থেকেই শিল্পীর ভাবনা 'জোড়া ঠাকুর'- দুর্গাঠাকুর আর অবনীন্দ্রনাথ ঠাকুর ।"

টালা বারোয়ারিতে এবার 'জোড়া ঠাকুর'

কলকাতা, 9 অক্টোবর: শহরে পুজো মানেই থিম যুদ্ধ ৷ আর থিম যুদ্ধে থেকে বাদ যায়নি টালা বারোয়ারি মণ্ডপ ৷ দুর্গাঠাকুরের পুজো ঘিরেই টালা বারোয়ারির মণ্ডপে ফুটে উঠবে অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীল কর্মকাণ্ড । এক কথায় এবারের থিম 'জোড়া ঠাকুর' ৷ যা ফুটে উঠেছে টালা বারোয়ারি মণ্ডপের থিমে ৷ শিল্পী সোমনাথ তামলীর বিষয় ভাবনা 'জোড়া ঠাকুর' থিম বাস্তবায়িত হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তা অভিষেক ভট্টাচার্য ৷

পুজো উদ্যোক্তা অভিষেক ভট্টাচার্য বলেন, "আমরা শুধু ভক্তিভরে পুজো করি না, সৃজনশীল বাঙালির কাছে দুর্গাপুজোর মাধ্যমে শিল্পেরও প্রদর্শনী হয় ৷ শিল্প তখনই সার্থক হবে, যখন তার সঙ্গে সকলের পরিচয় ঘটবে ৷ এই থিমের মাধ্যমে অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির সঙ্গে সকলের পরিচয় ঘটবে । এই মণ্ডপে থাকবে কাটুম কুুটুম থেকে শুরু করে ভারতমাতা ৷ স্বদেশি আন্দোলনের সময় অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন 'ভারতমাতা' ৷ যা দেশবাসীকে উদ্বুদ্ধ ও সংঘবদ্ধ করেছে ।" ছবির মাধ্যমে তুলে ধরেছেন দেশ মানে যে শুধুমাত্র একটি মানচিত্র নয়, নিজের মা ৷ সকলের মধ্যে এই বোধ জাগিয়ে তুলতেই 'ভারতমাতা' র সৃষ্টি ।"

এই পুজো উদ্যোক্তার আরও জানান, কলকাতার দুর্গাপুজোর শুরুর ইতিহাস দেশপ্রেম ওতোপ্রতোভাবে জড়িত । কলকাতার এই বারোয়ারী পুজোর মণ্ডপে চলত স্বদেশীদের গোপন বৈঠক । একত্রিত হয়ে দেশমাতৃকার শৃঙ্খলমোচনই ছিল মাতৃআরাধনার প্রধান শর্ত । এই প্রন্মের কাছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরতেই এই ভাবনা।

আরও পড়ুন: দুর্গাপুজোয় বঙ্গ থেকে পদ্ম পাড়ি বিদেশে, তবে মুনাফা পাচ্ছেন না চাষিরা

শিল্পী সোমনাথ তামলী সহকারী ধনঞ্জয় কর্মকার বলেন, "ঠাকুর পরিবারের একাধিক ব্যক্তিত্বের নাম ও তাঁদের শিল্পকলা ফুটে উঠেছে এই মণ্ডপে ৷ যেমন মণ্ডপের এক দিকে থাকছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি । অন্যদিকে তাঁর আঁকা বিভিন্ন শিল্প তুলে ধরা হয়েছে জল রং, টেম্পরার মাধ্যমে ৷ এছাড়াও কাঠের কাজ কাটুম কুটুম, দেওয়াল চিত্র, কোলাজ, আলপনাও আছে । সেই চিন্তাভাবনা থেকেই শিল্পীর ভাবনা 'জোড়া ঠাকুর'- দুর্গাঠাকুর আর অবনীন্দ্রনাথ ঠাকুর ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.