ETV Bharat / state

পদত্যাগের পর চোখের জলে ঘর ছাড়লেন সব্যসাচী ঘনিষ্ঠ মেয়র পারিষদ - Prasenjit Sardar

পদত্যাগ করলেন বিধাননগরের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মেয়র পারিষদ প্রসেনজিৎ সর্দার । পৌরনিগমের চেয়ারপার্সন ও পৌরকমিশনার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি ।

প্রসেনজিৎ সর্দার
author img

By

Published : Jul 23, 2019, 9:41 AM IST

Updated : Jul 23, 2019, 2:10 PM IST


বিধাননগর, 23 জুলাই : প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তর পথে হাঁটলেন তাঁর অনুগামী মেয়র পারিষদ । গতকাল বিকেলে পদত্যাগ করেন বিধাননগরের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মেয়র পারিষদ প্রসেনজিৎ সর্দার । পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ থাকলেও সব্যসাচী দত্তর পদত্যাগের জন্যই তাঁর এই সিদ্ধান্ত বলে জানান প্রসেনজিৎ।

পদত্যাগ করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন প্রসেনজিৎ । শেষবারের মতো মেয়র পারিষদের ঘর ছাড়ার সময় কেঁদে ফেলেন তিনি । পৌরনিগমের চেয়ারপার্সন ও পৌরকমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি । সব্যসাচী দত্ত পদত্যাগ করায় বর্তমানে মেয়রহীন বিধাননগর পৌরনিগম । নতুন মেয়র এলে ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ পদের পুনর্বিন্যাস হবে । সেখানে অনেকেই বাদ পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে । রাজনৈতিক মহল বলছে, তাই আগেভাগেই সরে গেলেন এই মেয়র পারিষদ । যাওয়ার আগে প্রসেনজিৎ বলেন, "সব্যসাচী দাদার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক । দাদা পদত্যাগ করায় আমি কষ্ট পেয়েছি । এছাড়া আমার কিছু ব্যক্তিগত কারণ রয়েছে । তবে রাজনৈতিক লড়াই চলবে । কাউন্সিলর আছি তৃণমূলেই আছি ।" সব্যসাচী অন্য দলে গেলে কী করবেন ? প্রশ্নের জবাবে তিনি বলেন, "আগে যাক তারপর ভাবব।"

ভিডিয়োয় শুনুন প্রসেনজিৎ সর্দারের বক্তব্য

প্রসেনজিতের পদত্যাগ নিয়ে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, "একসাথে কাজ করেছি । যেকোনও পদত্যাগ দুঃখজনক । যদিও,
দলের সিদ্ধান্ত তিনি বহন করছিলেন না । তৃণমূল ভবনের মিটিংয়ে ছিলেন না । আমাদের অনাস্থা প্রস্তাবে দলের নির্দেশ অমান্য করেছেন । এই পদত্যাগ আমার কাছে আকাঙ্ক্ষিত । এটা নতুন কিছু ব্যাপার নয় । তবে আমার সহমর্মিতা রইল ৷"


বিধাননগর, 23 জুলাই : প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তর পথে হাঁটলেন তাঁর অনুগামী মেয়র পারিষদ । গতকাল বিকেলে পদত্যাগ করেন বিধাননগরের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মেয়র পারিষদ প্রসেনজিৎ সর্দার । পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ থাকলেও সব্যসাচী দত্তর পদত্যাগের জন্যই তাঁর এই সিদ্ধান্ত বলে জানান প্রসেনজিৎ।

পদত্যাগ করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন প্রসেনজিৎ । শেষবারের মতো মেয়র পারিষদের ঘর ছাড়ার সময় কেঁদে ফেলেন তিনি । পৌরনিগমের চেয়ারপার্সন ও পৌরকমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি । সব্যসাচী দত্ত পদত্যাগ করায় বর্তমানে মেয়রহীন বিধাননগর পৌরনিগম । নতুন মেয়র এলে ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ পদের পুনর্বিন্যাস হবে । সেখানে অনেকেই বাদ পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে । রাজনৈতিক মহল বলছে, তাই আগেভাগেই সরে গেলেন এই মেয়র পারিষদ । যাওয়ার আগে প্রসেনজিৎ বলেন, "সব্যসাচী দাদার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক । দাদা পদত্যাগ করায় আমি কষ্ট পেয়েছি । এছাড়া আমার কিছু ব্যক্তিগত কারণ রয়েছে । তবে রাজনৈতিক লড়াই চলবে । কাউন্সিলর আছি তৃণমূলেই আছি ।" সব্যসাচী অন্য দলে গেলে কী করবেন ? প্রশ্নের জবাবে তিনি বলেন, "আগে যাক তারপর ভাবব।"

ভিডিয়োয় শুনুন প্রসেনজিৎ সর্দারের বক্তব্য

প্রসেনজিতের পদত্যাগ নিয়ে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, "একসাথে কাজ করেছি । যেকোনও পদত্যাগ দুঃখজনক । যদিও,
দলের সিদ্ধান্ত তিনি বহন করছিলেন না । তৃণমূল ভবনের মিটিংয়ে ছিলেন না । আমাদের অনাস্থা প্রস্তাবে দলের নির্দেশ অমান্য করেছেন । এই পদত্যাগ আমার কাছে আকাঙ্ক্ষিত । এটা নতুন কিছু ব্যাপার নয় । তবে আমার সহমর্মিতা রইল ৷"

Intro:

বিধাননগর, ২২ জুলাই: প্রাক্তন মেয়রের পথে হাঁটলেন তার অনুগামী মেয়র পরিষদ। সোমবার বিকেলে পদত্যাগ করলেন বিধাননগরের ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের মেয়র পারিষদ প্রসেনজিৎ সরদার। পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ থাকলেও সব্যসাচী দত্ত পদত্যাগ করায় তার পথেই হাঁটলেন বলে জানান প্রসেনজিৎ।
Body:
পদত্যাগ করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন প্রসেনজিৎ। শেষ বারের মত পেয়োর পরিষদের ঘর বন্ধ করার সময় কেঁদেই ফেলেন তিনি। পুর নিগমের চেয়ারপার্সন ও পুরকমিশনার কাছে পদত্যাগ পত্র পাঠান তিনি। সব্যসাচী দত্ত পদত্যাগ করায় মেয়রহীন বিধাননগর পুরনিগম। নতুন মেয়র এলে ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ পদের পুনর্বিন্যাস হবে। অনেকেই বাদ পড়তে পারেন আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আগেভাগেই সরে গেলেন মেয়র ঘনিষ্ঠ এই মেয়র পারিষদ। যাওয়ার আগে বললেন, "সব্যসাচী দাদার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। দাদা পদত্যাগ করায় আমি কষ্ট পেয়েছি। এছাড়া আমার কিছু ব্যক্তিগত কারণ রয়েছে। তবে রাজনৈতিক লড়াই চলবে। কাউন্সিলর আছি তৃণমূলেই আছি"। সব্যসাচী অন্য দলে গেলে কি করবেন প্রশ্নের জবাবে সদয় প্রাক্তন মেয়র পারিষদ বলেন "আগে যাক তার পর ভাবব"।
।Conclusion:
প্রসেনজিতের পদত্যাগ নিয়ে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, "একটা তরুণ ছেলে। একসাথে কাজ করেছি।যেকোনো পদত্যাগ দুঃখজন।যদিও
পার্টির সিদ্ধান্ত তিনি বহন করছিলেন না। তৃনমুল ভবনের মিটিংয়ে ছিলেন না। আমাদের অনাস্থা প্রস্তাবে দলের নির্দেশ অমান্য করেছেন। এই পদত্যাগ আমার কাছে আকাঙ্খিত। এটা নতুন কিছু ব্যাপার নয় । তবে আমার সহমর্মিতা রইল
Last Updated : Jul 23, 2019, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.