ETV Bharat / state

গো ব্যাক কৈলাস, পোস্টার বিজেপি দফতরের সামনেই - KOLKATA

বিজেপির হেস্টিংস অফিসে এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে 'গো-ব্যাক' পোস্টার ৷ লেখা আছে "তৃণমূলের সেটিং মাস্টার ।" বিজেপি সূত্রে খবর, ভোটে হারার পর শুক্রবারই কলকাতায় আসতে পারেন কৈলাস বিজয়বর্গীয় । কৈলাসের বঙ্গ সফরের আগেই হেস্টিংস অফিস সংলগ্ন এলাকায় কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে পোস্টার ৷

Kailash Vijayvargiya
গো ব্যাক কৈলাস, পোস্টার বিজেপি দফতরের সামনেই
author img

By

Published : Jun 18, 2021, 2:26 PM IST

Updated : Jun 18, 2021, 2:36 PM IST

কলকাতা, 18 জুন: বিজেপির হেস্টিংস অফিসে এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে 'গো-ব্যাক' পোস্টার । লেখা আছে "তৃণমূলের সেটিং মাস্টার ।" বিজেপি সূত্রে খবর, ভোটে হারার পর শুক্রবারই কলকাতায় আসতে পারেন কৈলাস বিজয়বর্গীয় । কৈলাসের বঙ্গ সফরের আগেই হেস্টিংস অফিস সংলগ্ন এলাকায় কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে পোস্টার । 2021-এর নির্বাচনে ভরাডুবির পর থেকেই কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছিল বিজেপির দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ।

গো ব্যাক কৈলাস, পোস্টার বিজেপি দফতরের সামনেই

বৃহস্পতিবার গভীর রাতে কলকাতায় বিজেপির হেস্টিং অফিসের বাইরে দেখা গেল এই পোস্টার । কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়কে খুবই গুরুত্ব দিত দল । মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন । এরপরই দলের অন্দর আরও কোণঠাসা হয়ে পরেন কৈলাস বিজয়বর্গীয় । মুকুল রায় যেদিন তৃণমূলে যোগদান করেন সেই দিনই সোশ্যাল মিডিয়াতে কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ করতেও দেখা যায় । তীব্র ক্ষোভ উগ্রে দেন বিজেপির কর্মী-সমর্থকরা ।

আরও পড়ুন: গুপ্তচর পাঠিয়ে বাজিমাত করেছেন মমতা , উত্তাল রাজ্য বিজেপির বৈঠক

এবার কর্মীরাও তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন । বাংলায় 200 আসনের টার্গেট পূরণ না হওয়ার জন্য রাজ্য বিজেপি নেতৃত্ব কার্যত কেন্দ্রীয় নেতাদেরই দায়ী করছে । নিশানায় অন্যতম কৈলাস বিজয়বর্গীয় । তিনি বেশ কয়েক বছর ধরেই এই রাজ্যের পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন । বাংলায় সংগঠনের প্রতিটি খুঁটিনাটি জেনে সেইমতো ব্লু-প্রিন্ট ছকে তবেই ভোটযুদ্ধে এগোনো উচিৎ ছিল তাঁর । কিন্তু ভোটের ফলাফল বলছে, সেই কাজে তিনি কার্যত ব্যর্থ । তাই তাঁর অপসারণের দাবিও উঠেছে । এবার বিজেপির রাজ্য দফতরের তরফেও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল এই পোস্টারে ৷

কলকাতা, 18 জুন: বিজেপির হেস্টিংস অফিসে এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে 'গো-ব্যাক' পোস্টার । লেখা আছে "তৃণমূলের সেটিং মাস্টার ।" বিজেপি সূত্রে খবর, ভোটে হারার পর শুক্রবারই কলকাতায় আসতে পারেন কৈলাস বিজয়বর্গীয় । কৈলাসের বঙ্গ সফরের আগেই হেস্টিংস অফিস সংলগ্ন এলাকায় কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে পোস্টার । 2021-এর নির্বাচনে ভরাডুবির পর থেকেই কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছিল বিজেপির দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ।

গো ব্যাক কৈলাস, পোস্টার বিজেপি দফতরের সামনেই

বৃহস্পতিবার গভীর রাতে কলকাতায় বিজেপির হেস্টিং অফিসের বাইরে দেখা গেল এই পোস্টার । কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়কে খুবই গুরুত্ব দিত দল । মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন । এরপরই দলের অন্দর আরও কোণঠাসা হয়ে পরেন কৈলাস বিজয়বর্গীয় । মুকুল রায় যেদিন তৃণমূলে যোগদান করেন সেই দিনই সোশ্যাল মিডিয়াতে কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ করতেও দেখা যায় । তীব্র ক্ষোভ উগ্রে দেন বিজেপির কর্মী-সমর্থকরা ।

আরও পড়ুন: গুপ্তচর পাঠিয়ে বাজিমাত করেছেন মমতা , উত্তাল রাজ্য বিজেপির বৈঠক

এবার কর্মীরাও তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন । বাংলায় 200 আসনের টার্গেট পূরণ না হওয়ার জন্য রাজ্য বিজেপি নেতৃত্ব কার্যত কেন্দ্রীয় নেতাদেরই দায়ী করছে । নিশানায় অন্যতম কৈলাস বিজয়বর্গীয় । তিনি বেশ কয়েক বছর ধরেই এই রাজ্যের পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন । বাংলায় সংগঠনের প্রতিটি খুঁটিনাটি জেনে সেইমতো ব্লু-প্রিন্ট ছকে তবেই ভোটযুদ্ধে এগোনো উচিৎ ছিল তাঁর । কিন্তু ভোটের ফলাফল বলছে, সেই কাজে তিনি কার্যত ব্যর্থ । তাই তাঁর অপসারণের দাবিও উঠেছে । এবার বিজেপির রাজ্য দফতরের তরফেও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল এই পোস্টারে ৷

Last Updated : Jun 18, 2021, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.