কলকাতা, 3 জুন : দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ রাতে কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে । বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ডের একটি ঘূর্ণাবর্ত ও বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । এর ফলে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধ এবং বৃহস্পতিবার উপকূলের জেলাগুলোতেও তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা আছে । তবে কোনও সর্তকতা জারি করেনি আবহাওয়া অফিস ।
উত্তরবঙ্গে অবশ্য এখনই বৃষ্টির সম্ভাবনা নেই । 6 তারিখে বৃষ্টি ঢুকতে পারে কেরালায়। বাংলাতে নির্দিষ্ট সময় থেকে দেরিতে বর্ষা ঢুকবে । তবে বর্ষা ঢোকার সঠিক সময় স্পষ্ট জানায়নি আবহাওয়া অফিস । আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।