ETV Bharat / state

জেলায় শুরু, কলকাতায় কিছুক্ষণ পরই বৃষ্টি ? - possibilities

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে ঘূর্ণাবর্তের কারণে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে । এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । ফলে পশ্চিমবঙ্গে আগামী দু'দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস
author img

By

Published : Jun 5, 2019, 4:47 PM IST

কলকাতা, 5 জুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আজ সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা । আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় আগামী 48 ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । যা দক্ষিণ উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে । ফলে পশ্চিমবঙ্গে আগামী দু'দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ফলে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে ।

গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস । এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে 3.4 মিলিমিটার । আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বেশ খানিকটা কমেছে । আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে ।

কলকাতা, 5 জুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আজ সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা । আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় আগামী 48 ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । যা দক্ষিণ উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে । ফলে পশ্চিমবঙ্গে আগামী দু'দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ফলে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে ।

গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস । এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে 3.4 মিলিমিটার । আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বেশ খানিকটা কমেছে । আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.