ETV Bharat / state

ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা গড়ফার যুবকের, আটকাল পুলিশ - facebook live

পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল এক যুবকের । ফেসবুকে লাইভ করে আত্মহত্যা করতে যাচ্ছিলেন তিনি ।

Police saved youth who tried to attempt suicide on facebook live
ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা, পুলিশের তৎপরতায় বাঁচলো প্রাণ
author img

By

Published : Feb 23, 2020, 2:36 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি : ফেসবুকে লাইভ করে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক ৷ বাড়ি গড়ফায় ৷ খবর পেয়ে তাঁকে বাঁচাল পুলিশ ।

গতরাত 1টা 32 নাগাদ কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় নামে একজন ৷ ফোনে জানান, তাঁর এক বন্ধু ফেসবুকে লাইভ করে আত্মহত্যা করতে চলেছে ৷

সঙ্গে সঙ্গে ওই যুবকের বাড়ির ঠিকানা জানতে চায় পুলিশ ৷ কিন্তু নীলাদ্রিও তাঁর বন্ধুর সঠিক ঠিকানা জানতেন না ৷ শুধু জানতেন, তিনি গড়ফা এলাকায় থাকেন ৷ এরপরই লালবাজার পুলিশ কন্ট্রোল থেকে দ্রুত যোগাযোগ করা হয় গড়ফা থানায় ৷ ফেসবুকের মাধ্যমে ট্র্যাক করা হয় ওই যুবকের লোকেশনও ৷ দ্রুত সেই ঠিকানায় পৌঁছে যান গড়ফা থানার সাব ইন্সপেক্টর সৌভিক দাস ৷ বাঁচান ওই যুবককে ৷

মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন বলে ওই যুবক পুলিশকে জানিয়েছে ৷ সেই কারণেই বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ ৷

কলকাতা, 23 ফেব্রুয়ারি : ফেসবুকে লাইভ করে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক ৷ বাড়ি গড়ফায় ৷ খবর পেয়ে তাঁকে বাঁচাল পুলিশ ।

গতরাত 1টা 32 নাগাদ কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় নামে একজন ৷ ফোনে জানান, তাঁর এক বন্ধু ফেসবুকে লাইভ করে আত্মহত্যা করতে চলেছে ৷

সঙ্গে সঙ্গে ওই যুবকের বাড়ির ঠিকানা জানতে চায় পুলিশ ৷ কিন্তু নীলাদ্রিও তাঁর বন্ধুর সঠিক ঠিকানা জানতেন না ৷ শুধু জানতেন, তিনি গড়ফা এলাকায় থাকেন ৷ এরপরই লালবাজার পুলিশ কন্ট্রোল থেকে দ্রুত যোগাযোগ করা হয় গড়ফা থানায় ৷ ফেসবুকের মাধ্যমে ট্র্যাক করা হয় ওই যুবকের লোকেশনও ৷ দ্রুত সেই ঠিকানায় পৌঁছে যান গড়ফা থানার সাব ইন্সপেক্টর সৌভিক দাস ৷ বাঁচান ওই যুবককে ৷

মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন বলে ওই যুবক পুলিশকে জানিয়েছে ৷ সেই কারণেই বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.