কলকাতা, 12 এপ্রিল : লকডাউনের সময়ে সোশাল মিডিয়ায় পোস্টের বিষয়ে বারবার সর্তক থাকতে বলেছে পুলিশ । সম্পূর্ণ তথ্য যাচাই না করে কোনও পোস্ট করতে নিষেধ করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । জানিয়ে দিয়েছিলেন, সোশাল মিডিয়ায় গুজব বা আতঙ্ক ছড়ালেও নেওয়া হবে কড়া ব্যবস্থা । সেই কথা না শুনে সাম্প্রদায়িক পোস্ট করার অভিযোগে BJP-র এক মহিলা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ । শুরু হয়েছে তদন্ত ।
কঠিন এই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ । পুলিশের অভিযোগ, এর মাঝে রাখি মিত্র নামে এক মহিলা একটি সাম্প্রদায়িক পোস্ট করেন । যা সম্প্রীতি রক্ষার পরিপন্থী । তার এই পোস্টের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ ।
অন্যদিকে, BJP-র তথ্যপ্রযুক্তি শাখার প্রধান অমিত মালব্য অভিযোগ করেছেন, পর্ণশ্রী থানার পুলিশ @আনটেমড ফায়ার-কে সোশাল মিডিয়ার পোস্ট সরিয়ে নিতে বাধ্য করছে । এই কাজ পশ্চিমবঙ্গ সরকারের করা অনুচিত । প্রসঙ্গত, রাখি মিত্রর এই নামেই একটি টুইটার অ্যাকাউন্ট রয়েছে । আছে একটি ফেসবুক পেজও । এখন অভিযোগ, এই অ্যাকাউন্টগুলি থেকেই তিনি রাজ্য প্রশাসনকে রীতিমতো নির্দেশ দেওয়ার ঢঙে কথা বলেন ।
এদিকে, অমিতবাবু একটি রেকর্ডেড কল সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন । অভিযোগ করেছেন, সেটি পর্ণশ্রী থানার পুলিশকর্মীর গলা । যেখানে রাখিদেবীকে একটি পোস্ট সরিয়ে দিতে বলা হচ্ছে । ওই অডিয়ো ক্লিপের সত্যতা অবশ্য ETV ভারত যাচাই করেনি । তবে রাখিদেবীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন লালবাজারের এক শীর্ষকর্তা ।