ETV Bharat / state

Reformation of Adi Ganga: দূষণ ঠেকাতে আদি গঙ্গার আমূল সংস্কার, ভিত্তিপ্রস্থর স্থাপন প্রধানমন্ত্রীর - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দূষণ ঠেকাতে অবশেষে আদি গঙ্গার আমূল সংস্কার করা হবে ৷ আজ তার জন্য ভিত্তিপ্রস্থর স্থাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Laying Foundation for Reformation of Adi Ganga) ৷

(PM Narendra Modi Laying Foundation for Reformation of Adi Ganga ETV BHARAT
আদি গঙ্গার সংস্কার করতে ভিত্তিপ্রস্থর স্থাপন প্রধানমন্ত্রীর
author img

By

Published : Dec 30, 2022, 12:38 PM IST

Updated : Dec 30, 2022, 1:48 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: দূষণ ঠেকাতে অবশেষে আদি গঙ্গার আমূল সংস্কারের কাজ হবে ৷ আর তারই ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Laying Foundation for Reformation of Adi Ganga) ৷ কী কী কাজ হবে এই প্রকল্পে তা বিস্তারিত জেনে নেওয়া যাক ৷

প্রশাসনিক স্তরে নানা টালবাহানার পর টালিনালা বা আদি গঙ্গার সম্পূর্ণ রূপে সংস্কার কাজ শুরু হচ্ছে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায় ৷ 654 কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার ৷ সংস্কারের কাজ করতে প্রাথমিক ভাবে 30 মাস সময় লাগবে বলে ধরা হয়েছে ৷ আজ সেই প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক থেকে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি ৷ এদিন প্রধানমন্ত্রীর নিজে কলকাতায় এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল ৷ কিন্তু, প্রধানমন্ত্রীর মা-এর মৃত্যুর কারণে তিনি আজ কলকাতা সফর বাতিল করেছেন ৷ ভার্চুয়ালি তিনি এই প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন ৷ ওই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷

দইঘাটের সামনে থেকে বিদ্যাধরীর কাছ পর্যন্ত প্রায় 27 কিলোমিটার অংশে আদি গঙ্গা বয়ে গিয়েছে ৷ একসময় এই পথেই বয়ে যেত হুগলি নদী ৷ পরে গতিপথ পরিবর্তনে প্রবাহ কমে ৷ সেই সময় এই আদি গঙ্গার খনন করিয়েছিলেন উইলিয়াম টালি ৷ তাঁর নামেই টালি নালা বলে আদি গঙ্গা পরিচিত ৷ বিংশ শতক থেকেই এই আদি গঙ্গার দু’পাশে গড়ে উঠতে থাকে বসতি ৷ আর সেই সেই বসতি বাড়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ বর্জ্য পড়তে থাকে আদি গঙ্গায় জলে ৷ ফল, ক্রমশ দূষিত হতে থাকে আদি গঙ্গা ৷ দূষণ ঠেকাতে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয় ৷ তবে, প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় দূষণ বাড়তে থাকে ৷ এরপর রাজ্যের আর্থিক সহায়তা ও পৌরনিগমের উদ্যোগে অল্প বিস্তর কাজ হয় ৷ যেমন 80টি ভেঙে যাওয়া ঘাটের সংস্কার, 30টি ক্রস ব্রিজের উপর নেট লাগানো, যাতে কেউ বর্জ্য ফেলতে না পারে ৷ এখনও কিছু টুকটাক কাজ চলছে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গেছে, কেএমসি-র আওতাধীন 17 কিলোমিটার অংশে আদি গঙ্গার দু’পাশে কলকাতার 28টি ওয়ার্ড ও সোনারপুর পৌরসভার 32 বর্গকিলোমিটারের 3টি ওয়ার্ড রয়েছে ৷ আদি গঙ্গার আমূল সংস্কার হলে এই সম্পূর্ণ এলাকার পরিবেশের উন্নতি হবে ৷ উপকৃত হবেন 6 লক্ষের উপর নাগরিক ৷

আরও পড়ুন: বিশ্বব্যাঙ্কের টাকায় সংস্কার হবে টালি নালা, জানালেন ফিরহাদ

এই আদি গঙ্গা সংস্কারের জন্য প্রথম পর্যায় 934 কোটি টাকার বিস্তারিত প্রস্তাব তৈরি করা হয়েছিল কলকাতা পৌরনিগমের তত্ত্ববধানে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌরনিগমের তৈরি করা প্রস্তাব কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে থাকা ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায় করার জন্য পাঠানো হয় ৷ গত 23 ডিসেম্বর ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার 46 তম কার্যনির্বাহী বৈঠকে 654 কোটি টাকা অনুমোদন করা হয়েছে ৷ সেই কাজেরই আজ ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও মেয়র ফিরহাদ হাকিম ৷

‘নমামী গঙ্গে’ প্রকল্পে কী কী কাজ হবে ?

  • বৃজি রোড, বাঁশদ্রণী, গল্ফ গার্ডেনে তিনটি বিজ্ঞান সম্মত আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হবে ৷
  • 50 কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন বসাবে কেন্দ্র ৷
  • 12টি নতুন বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ড্রেনেজ পাম্পিং স্টেশন করা হবে ৷
  • 11টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ করা হবে ৷
  • সেমি অটোমেটিক নতুন 6টি পেনস্টক গেট বসানো হবে ও 68টি পুরনো গেটের সংস্কার করবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক ৷
  • 4টে ট্রেসেল ব্রিজ তৈরি করা হবে ৷

আড়াই বছর পর সংস্কারের কাজ শেষে আগামী 15 বছর পুরো বিষয়টিতে বৈজ্ঞানিকভাবে নজরদারি ও রক্ষণাবেক্ষণ করা হবে ৷ সেই সঙ্গে দুই ধার সাজিয়ে তোলা হবে ৷

কলকাতা, 30 ডিসেম্বর: দূষণ ঠেকাতে অবশেষে আদি গঙ্গার আমূল সংস্কারের কাজ হবে ৷ আর তারই ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Laying Foundation for Reformation of Adi Ganga) ৷ কী কী কাজ হবে এই প্রকল্পে তা বিস্তারিত জেনে নেওয়া যাক ৷

প্রশাসনিক স্তরে নানা টালবাহানার পর টালিনালা বা আদি গঙ্গার সম্পূর্ণ রূপে সংস্কার কাজ শুরু হচ্ছে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায় ৷ 654 কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার ৷ সংস্কারের কাজ করতে প্রাথমিক ভাবে 30 মাস সময় লাগবে বলে ধরা হয়েছে ৷ আজ সেই প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক থেকে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি ৷ এদিন প্রধানমন্ত্রীর নিজে কলকাতায় এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল ৷ কিন্তু, প্রধানমন্ত্রীর মা-এর মৃত্যুর কারণে তিনি আজ কলকাতা সফর বাতিল করেছেন ৷ ভার্চুয়ালি তিনি এই প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন ৷ ওই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷

দইঘাটের সামনে থেকে বিদ্যাধরীর কাছ পর্যন্ত প্রায় 27 কিলোমিটার অংশে আদি গঙ্গা বয়ে গিয়েছে ৷ একসময় এই পথেই বয়ে যেত হুগলি নদী ৷ পরে গতিপথ পরিবর্তনে প্রবাহ কমে ৷ সেই সময় এই আদি গঙ্গার খনন করিয়েছিলেন উইলিয়াম টালি ৷ তাঁর নামেই টালি নালা বলে আদি গঙ্গা পরিচিত ৷ বিংশ শতক থেকেই এই আদি গঙ্গার দু’পাশে গড়ে উঠতে থাকে বসতি ৷ আর সেই সেই বসতি বাড়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ বর্জ্য পড়তে থাকে আদি গঙ্গায় জলে ৷ ফল, ক্রমশ দূষিত হতে থাকে আদি গঙ্গা ৷ দূষণ ঠেকাতে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয় ৷ তবে, প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় দূষণ বাড়তে থাকে ৷ এরপর রাজ্যের আর্থিক সহায়তা ও পৌরনিগমের উদ্যোগে অল্প বিস্তর কাজ হয় ৷ যেমন 80টি ভেঙে যাওয়া ঘাটের সংস্কার, 30টি ক্রস ব্রিজের উপর নেট লাগানো, যাতে কেউ বর্জ্য ফেলতে না পারে ৷ এখনও কিছু টুকটাক কাজ চলছে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গেছে, কেএমসি-র আওতাধীন 17 কিলোমিটার অংশে আদি গঙ্গার দু’পাশে কলকাতার 28টি ওয়ার্ড ও সোনারপুর পৌরসভার 32 বর্গকিলোমিটারের 3টি ওয়ার্ড রয়েছে ৷ আদি গঙ্গার আমূল সংস্কার হলে এই সম্পূর্ণ এলাকার পরিবেশের উন্নতি হবে ৷ উপকৃত হবেন 6 লক্ষের উপর নাগরিক ৷

আরও পড়ুন: বিশ্বব্যাঙ্কের টাকায় সংস্কার হবে টালি নালা, জানালেন ফিরহাদ

এই আদি গঙ্গা সংস্কারের জন্য প্রথম পর্যায় 934 কোটি টাকার বিস্তারিত প্রস্তাব তৈরি করা হয়েছিল কলকাতা পৌরনিগমের তত্ত্ববধানে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌরনিগমের তৈরি করা প্রস্তাব কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে থাকা ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায় করার জন্য পাঠানো হয় ৷ গত 23 ডিসেম্বর ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার 46 তম কার্যনির্বাহী বৈঠকে 654 কোটি টাকা অনুমোদন করা হয়েছে ৷ সেই কাজেরই আজ ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও মেয়র ফিরহাদ হাকিম ৷

‘নমামী গঙ্গে’ প্রকল্পে কী কী কাজ হবে ?

  • বৃজি রোড, বাঁশদ্রণী, গল্ফ গার্ডেনে তিনটি বিজ্ঞান সম্মত আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হবে ৷
  • 50 কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন বসাবে কেন্দ্র ৷
  • 12টি নতুন বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ড্রেনেজ পাম্পিং স্টেশন করা হবে ৷
  • 11টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ করা হবে ৷
  • সেমি অটোমেটিক নতুন 6টি পেনস্টক গেট বসানো হবে ও 68টি পুরনো গেটের সংস্কার করবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক ৷
  • 4টে ট্রেসেল ব্রিজ তৈরি করা হবে ৷

আড়াই বছর পর সংস্কারের কাজ শেষে আগামী 15 বছর পুরো বিষয়টিতে বৈজ্ঞানিকভাবে নজরদারি ও রক্ষণাবেক্ষণ করা হবে ৷ সেই সঙ্গে দুই ধার সাজিয়ে তোলা হবে ৷

Last Updated : Dec 30, 2022, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.