ETV Bharat / state

নেতা-কর্মীদের সংযত হতে বলুন, মমতাকে পরামর্শ প্রশান্ত কিশোরের ! - EXTORTION

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর । সূত্রের খবর, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু পরামর্শ দিয়েছেন । তার মধ্যে নেতা-কর্মীদের আচরণ সংযত রাখার পাশাপাশি সংবাদমাধ্যমকে এড়ানোর পরামর্শও রয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 27, 2019, 10:28 PM IST

কলকাতা, 27 জুন : একদিকে তোলাবাজির সমস্যা, অন্যদিকে একের পর এক নেতার দলবদল । লোকসভা নির্বাচনের পর একাধিক সমস্যায় জেরবার তৃণমূল কংগ্রেস । এই অবস্থায় আজ তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক করলেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর । সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি । তার মধ্যে নেতা-কর্মীদের আচরণ সংযত রাখার পাশাপাশি সংবাদমাধ্যমকে এড়ানোর পরামর্শও রয়েছে ।

লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল নেতা-কর্মীদের দলত্যাগ অব্যাহত । দলনেত্রীর বার্তাতেও তা থামেনি । এদিকে তোলাবাজি সমস্যায় জেরবার রাজ্যের শাসকদল । নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "তোলাবাজির টাকা ফেরত দিন । দলে চোরেদের জায়গা নেই ।" তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পরই শাসকদলের একাধিক নেতা, কর্মীর বাড়িতে চড়াও হওয়ার ঘটনা ঘটে । বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ।

এই সংক্রান্ত খবর : তোলাবাজির টাকা ফেরত দিন, কর্মীদের নির্দেশ মমতার

এদিকে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে নবান্নে আসেন প্রশান্ত কিশোর । প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি । বৈঠকে মমতা ছাড়াও ছিলেন অভিষেক ও তৃণমূলের সোশাল মিডিয়ার দায়িত্বে থাকা কর্নেল দীপ্তাংশু চৌধুরি ।

এই সংক্রান্ত খবর : তোলাবাজির শাস্তি কী ? কী বলছেন আইনজীবীরা...

এর আগে 6 জুন নবান্নে এসেছিলেন প্রশান্ত কিশোর । ওইদিন মমতা ও অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন । শোনা গেছিল, তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরকে । এরপরই আজকের বৈঠক । বর্তমান পরিস্থিতি থেকে তৃণমূলকে কতটা উদ্ধার করতে পারবেন প্রশান্ত এখন সেটাই দেখার ।

এই সংক্রান্ত খবর : তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে তোলাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ

কলকাতা, 27 জুন : একদিকে তোলাবাজির সমস্যা, অন্যদিকে একের পর এক নেতার দলবদল । লোকসভা নির্বাচনের পর একাধিক সমস্যায় জেরবার তৃণমূল কংগ্রেস । এই অবস্থায় আজ তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক করলেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর । সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি । তার মধ্যে নেতা-কর্মীদের আচরণ সংযত রাখার পাশাপাশি সংবাদমাধ্যমকে এড়ানোর পরামর্শও রয়েছে ।

লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল নেতা-কর্মীদের দলত্যাগ অব্যাহত । দলনেত্রীর বার্তাতেও তা থামেনি । এদিকে তোলাবাজি সমস্যায় জেরবার রাজ্যের শাসকদল । নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "তোলাবাজির টাকা ফেরত দিন । দলে চোরেদের জায়গা নেই ।" তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পরই শাসকদলের একাধিক নেতা, কর্মীর বাড়িতে চড়াও হওয়ার ঘটনা ঘটে । বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ।

এই সংক্রান্ত খবর : তোলাবাজির টাকা ফেরত দিন, কর্মীদের নির্দেশ মমতার

এদিকে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে নবান্নে আসেন প্রশান্ত কিশোর । প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি । বৈঠকে মমতা ছাড়াও ছিলেন অভিষেক ও তৃণমূলের সোশাল মিডিয়ার দায়িত্বে থাকা কর্নেল দীপ্তাংশু চৌধুরি ।

এই সংক্রান্ত খবর : তোলাবাজির শাস্তি কী ? কী বলছেন আইনজীবীরা...

এর আগে 6 জুন নবান্নে এসেছিলেন প্রশান্ত কিশোর । ওইদিন মমতা ও অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন । শোনা গেছিল, তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরকে । এরপরই আজকের বৈঠক । বর্তমান পরিস্থিতি থেকে তৃণমূলকে কতটা উদ্ধার করতে পারবেন প্রশান্ত এখন সেটাই দেখার ।

এই সংক্রান্ত খবর : তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে তোলাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ

Intro:

কলকাতা, ২৭ জুন : আজ আবারও নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে এলেন বিশেষ রাজনৈতিক পরামর্শ দাতা প্রশান্ত কিশোর ।‌ বৈঠকে উপস্থিত রয়েছেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্য প্রশান্ত কিশোর ফের নবান্নে এসেছেন বলেই সূত্রে খবর ।

Body:

গত ৬ জুন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন প্রশান্ত কিশোর। তৃণমূলের সঙ্গে তাঁর একটি চুক্তি হয়েছিল বলেও সে সময় খবরের শিরোনাম হয়। এবারে আবারও নবান্নে বৈঠক করতে আসায় জল্পনা তুঙ্গে। তৃণমূলের বর্তমান বিপর্যয় পরিস্থিতি থেকে প্রশান্ত কিশোর কতটা উদ্ধার করতে পারবে তা নিয়েও জোর কৌতুহল রাজনৈতিক মহলে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.