কলকাতা, 26 এপ্রিল: মালদায় (PIL seeking NIA probe into Malda Blast) গত রবিবারের বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court news) দ্বারস্থ হলেন বিজেপি সেলের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় । মামলা করার অনুমোদন দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । ওই ঘটনায় আহত পাঁচ শিশু এখনও হাসপাতালে চিকিৎসাধীন (5 children injured in Malda Blast)। তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধান বিচারপতি (PIL filed in Calcutta High Court)।
রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির গোপালনগর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে আমবাগানে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় পল্টু সাহা (8), মিঠুন সাহা (9) আবদুর রাহান (10)। এদের চিকিৎসা হচ্ছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । জখম বাকি দুই বালক শুভজিৎ সাহা (8) এবং বিক্রম সাহা (9)-র চিকিৎসা চলছে কালিয়াচক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।
আরও পড়ুন: Five Children Injured In Bomb Blast : বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, মালদায় জখম 5 শিশু
রবিবার গোপালনগর সংলগ্ন এলাকায় নিখিল সাহা নামে এক ব্যক্তির বাড়ির পেছনে খেলা করছিল ওই পাঁচ শিশু । হঠাৎ সেই সময় বিস্ফোরণের আওয়াজ হয় । বিস্ফোরণে জখম হয় শিশুরা ।
কীভাবে ওখানে বোমা-গুলি এল এবং কারা এই ঘটনার পিছনে জড়িত রয়েছে, সেই সব বিষয় নিয়ে ইতিমধ্যেই স্থানীয় থানা তদন্ত শুরু করেছে । তবে এ বার সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি উঠল ৷