কলকাতা, 14 অগস্ট: যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বিরোধী কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানানো হল কলকাতা হাইকোর্টে । সুপ্রিম কোর্টে কেরল রাজ্যের একটা মামলার পরিপ্রেক্ষিতে আরকে রাঘবন কমিটি কিছু সুপারিশ করেছিল অ্যান্টি র্যাগিং নিয়ে । 2007 সালের শীর্ষ আদালতের নির্দেশের পর এটা তৈরি করা হয় । সোমবার সেই কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানালেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় । এই রিপোর্টে সিনিয়র জুনিয়রদের আলাদা রাখার কথা বলা ছিল ।
এ দিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে । প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে এই রিপোর্ট কার্যকর করার আর্জি জানিয়েছেন আইনজীবী । আরকে রাঘবন কমিটির রিপোর্ট অনুযায়ী, প্রতি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রদের র্যাগিং নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক কর্তৃপক্ষ । এই বিষয়ে ইউজিসি উপযুক্ত ব্যবস্থা নিক । 209 পাতার রিপোর্ট দিয়েছিল কমিটি ।
এই কমিটির রিপোর্টে বলা ছিল :
- সিনিয়র - জুনিয়র আলাদা রাখতে হবে ।
- ইউজিসির একটা ফোন নম্বর থাকতে হবে, যাতে সরাসরি যোগাযোগ করতে পারা যায় ।
- এই বিষয়ে নিরন্তর সংবাদ মাধ্যমে প্রচার করতে হবে ।
আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে ধৃত 2 পড়ুয়ার পুলিশি হেফাজত, আলোচনায় রহস্যময় চিঠি
গত বুধবার রাত পৌনে 12টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে নীচে পড়ে গুরুতর আহত হন বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র ৷ বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় ওই ছাত্রের ৷ এই ঘটনায় হস্টেলের সিনিয়রদের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ তোলেন তাঁর পরিবারের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, সিনিয়ররা ওই ছাত্রকে বিবস্ত্র অবস্থায় দৌড়তে বাধ্য করেছিলেন ৷ এই ঘটনায় পুলিশে খুনের অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রের বাবা রমাপ্রসাদ কুণ্ডু ৷ তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তনী-সহ তিনজনকে গ্রেফতার করেছে ৷ ঘটনার পুলিশি তদন্ত এখনও জারি রয়েছে ৷